পাটিগণিত এর সূত্র | পাটিগণিত সকল সূত্র একসাথে সাথে pdf

পাটিগণিত এর সূত্র : আজ আমরা পাটিগণিত সূত্র সমূহ নিয়ে আলোচনা করব।  গণিত মানেই বীজ গণিত, পাটিগণিত ও জ্যামিতি এর সমন্বয়।  যার অধিকাংশ অংশ জুড়ে রয়েছে পাটিগণিত  তাই আমাদের অংক করার সময় পাটিগণিত সূত্র সমূহ এর প্রয়োজন অত্যাধিক।  তাই সূত্রসমূহ আজ আপনাদের সরবরাহ করার জন্য হাজির হয়েছি। পাটিগণিত সূত্র সমূহ pdf আকারে আপনাদের দেওয়া হবে। 

এই সূত্রগুলো পাটিগণিত অংক সমাধান করতে আপনাদের সাহায্য করবে। সপ্তম শ্রেণির পাটিগণিত সহ বিভিন্ন শ্রেণীর পাটিগণিত সমাধান করতে সূত্রগুলো কাজে লাগে।

এই সূত্রসমুহের মাধ্যমে আপনাদের যে বিষয়গুলো কভার হয়ে যাবে: 

  • পাটিগণিত সূত্র সমূহ pdf
  • পাটিগণিত সূত্র সমূহ class 8
  • পাটিগণিত সূত্র সমূহ class 7
  • পাটিগণিত সূত্র সমূহ ও অনুসিদ্ধান্ত
  • পাটিগণিত সূত্র সমূহ ক্লাস ৬
  • পাটিগণিত সূত্র সমূহ class 10
  • পাটিগণিত অংক
  • পাটিগণিত সমাধান করার শর্ট টেকনিক

পাটিগণিত এর ইতিহাস:

পাটি গণিত গণিতের একটি শাখা।  প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন পদ্ধতিতে হিসাব-নিকাশ করে আসছে।  পাটিগণিত সেসব পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি।  প্রাচীন অনেক গণিতবিদ পাটিগণিতের উন্নতি সাধন করেছেন।  ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট গণিতবিদ ছিলেন যাদব চন্দ্র।  তিনি গণিতশাস্ত্র নিয়ে একটি বই লিখেন তা হচ্ছে: “Arithmetic”.

এটি পড়ে বিভিন্ন ভাষায় অনূদিত অনূদিত হয় এবং পাটিগণিতের উন্নতি সাধন করে।

পাটিগণিত  বিয়ােগের সূত্রাবলী:

  • 1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
  • 2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
  • 3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল

পাটিগণিত গুণের সূত্রাবলী

  • 1.গুণফল =গুণ্য × গুণক
  • 2.গুণক = গুণফল ÷ গুণ্য
  • 3.গুণ্য= গুণফল ÷ গুণক

পাটিগণিত  ভাগের সূত্রাবলী

নিঃশেষে অবিভাজ্য  এর ক্ষেত্রে:

  • 1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
  • 2.ভাজক= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগশেষ।
  • 3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।

নিঃশেষে বিভাজ্য এর ক্ষেত্রে:

  • 4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
  • 5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
  • 6.ভাজ্য = ভাজক × ভাগফল।

পাটিগণিত ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী :

  • 1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
  • 2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
  • 3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.

পাটিগণিত গড় নির্ণয় :

  • 1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
  • 2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
  • 3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
  • 4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
  • 5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
  • 6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2

পাটিগণিত  সুদকষার পরিমান নির্ণয় এর সূত্রাবলী:

  • 1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
  • 2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
  • 3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
  • 4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)

আশা করি পাটিগণিত সূত্র সমূহ, পাটিগণিত অংক ,পাটিগণিত সমাধান করার শর্ট টেকনিক আপনাদের উপকারে আসবে। আপনারা আমাদের ওয়েবসাইটে গণিতের সূত্র এর উপর বিভিন্ন লেখা পাবেন। এছাড়া আমাদের এই ওয়েবসাইটটি মূলত লেখাপড়া ভিত্তিক।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।