সেট ও ফাংশন নবম দশম শ্রেণী ব্যাসিক টু এডভান্স একদম ক্লিয়ার

নবম দশম শ্রেণীর গণিত সেট ও ফাংশন: আজ আমরা সেট, ফাংশন নবম দশম শ্রেণি সাধারণ গণিত সমাধান করব। আমি আশাবাদী তোমরা আজকের এই লেখাটি এবং নিচের ভিডিওগুলো দেখলে সেট ও ফাংশন, বাস্তব সংখ্যা সেট ও ফাংশন, সেট ও ফাংশন এর চিহ্ন নাম, বাস্তব সংখ্যার সেট ও ফাংশন, সেট ও ফাংশন ssc ইত্যাদি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। এছাড়া সেট ও ফাংশন নোট তোমাদের pdf আকারে দেয়া হবে। তোমরা যেনো সেট ও ফাংশন সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারো সেই আলোকে আজকের এই পোস্ট দেওয়া হবে।

এই পোস্ট এর মাধ্যমে আপনার কাছে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন:
সেট ও ফাংশন নবম দশম
সেট ও ফাংশন ssc
নবম দশম শ্রেণীর গণিত সেট ও ফাংশন
বাস্তব সংখ্যা সেট ও ফাংশন

সেট কাকে বলে?

দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুর সংগ্রহ কিংবা গুচ্ছ বোঝাতে আমরা সেট শব্দটি ব্যবহার করে থাকি। অংকের ক্ষেত্রেও সেট অনেকটা তেমন। অর্থাৎ আমরা অনেকগুলো সংখ্যাকে আলাদা আলাদা না রেখে যদি একটি দলবদ্ধ করতে পারি, তাহলে তাকে সেট বলা যাবে। যেমন, আপনার এলাকায় যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, তাদের সকলকে যদি একটি ক্লাবের আওতাভুক্ত করা হয়, তাহলে তা একটি সেট হয়ে যাবে।

সেট প্রকাশ করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। 

১. তালিকা পদ্ধতি 

২. সেট গঠন পদ্ধতি

সেট ও ফাংশন নবম দশম শ্রেণি:

সেট ও ফাংশন এর চিহ্ন নাম

নবম দশম শ্রেণীর জন্য আমাদের এই ভিডিওগুলো দেখলে সেট ও ফাংশন সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেগ।  সে ক্ষেত্রে বাস্তব সংখ্যার সেট ও ফাংশন নিয়ে আপনাদের মনে কোন প্রশ্ন থাকবে না।

নবম দশম শ্রেণীর গণিত সেট ও ফাংশন:

১. সেট গুলিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে: 

(a){x∈N:x2>9 এবং x3<130}

(b){x∈Z:x2>5 এবং x3≤36}

(c) {x∈N:x,36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক}

(d) {x∈N:x3>25 এবং x4<264} 

সমাধান:(a)

 যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ৯ অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের নিয়ে গঠিত নির্ণয় সেট।

আমরা জানি,

স্বাভাবিক সংখ্যার সেট, N={1,2,3,…}

এখানে, 

x=1 হলে,x2=1<9এবং x3=1<130 [ গ্রগণযোগ্য নয়]

x=2 হলে, x2 =4<9এবং x3 =8<130 [ গ্রগণযোগ্য নয়]

x=3হলে, x2 =9=9এবং x3 =27<130 [ গ্রগণযোগ্য নয়]

x=4 হলে, x2 =16>9এবং x3 =64<130 [ গ্রগণযোগ্য]

x=5হলে, x2=25>9এবং x3 =125<130 [ গ্রগণযোগ্য]

x=6হলে, x2=36>9এবং x3 =216 <130 [ গ্রগণযোগ্য নয়]

∴4,5 হলে প্রদত্ত শর্ত মানে।

∴ নির্ণেয় সেট ={4,5}

Read More: পাটিগণিত এর সূত্র | পাটিগণিত সকল সূত্র একসাথে সাথে pdf

বীজগণিতের সূত্র সমূহ | বীজগণিতের সকল সূত্র সমূহ এর বাইরে নেই

ধারার সূত্রাবলী | সমান্তর ধারা | bcs math | ধারার সূত্রাবলী pdf

(b):

আমরা জানি,

পূর্ণসংখ্যার সেট, 

Z= {…,-4,-3,-2,-1,0,1,2,3,4,…}

x=0 হলে, x2=0<5 এবং x3=03=0<36

x=±1 হলে, x2 =1 <5 এবং x3 =±1<36

x=±2 হলে, x2 =4 < 5 এবং x3 =±8<36

x=±3 হলে, x2 =9>5 এবং x3 (±3)3=±27<36

x=-4 হলে, x2 =16>5 এবং x3 =-64<36

x=4 হলে, x2 =16>5 এবং x3 =64>36

∴ নির্ণেয় সেট ={………,-5,-4,-3,3}

সেট ও ফাংশন ssc

(a) {3,5,7,9,11}

(b) {1,2,3,4,6,9,12,18,36}

(c) {4,8,12,16,20,24,28,32,40}

(d) {±4,±5,±6}

Answer:

ক) {3,5,7,9,11}

∴নির্ণেয় সেট ={x∈N:xবিজোড় সংখ্যা এবং 1<x<13}

(খ) {1,2,3,4,6,9,12,18,36}

∴নির্ণেয় সেট = {x∈N:x,36এর গুণনীয়ক}

(গ) {4,8,12,16,20,24,28,32,40}

∴নির্ণেয় সেট = { x∈N:x,4 এর গুণিতক এবং x≤40}

ঘ) {±4,±5,±6}সেটের উপাদানসমূহ 

প্রত্যেকে পূর্ণসংখ্যা,

∴নির্ণেয় সেট{x∈Z:x2≥36এবংx3≤216}

general math chapter 2.1 | class 9-10 general math | সেট ও ফাংশন

সেট গঠন পদ্ধতি :

সেট ও ফাংশন এর চিহ্ন নাম:

সেটের সদস্য প্রকাশের চিহ্ন কোনটি?

উত্তর: সেটের সদস্য প্রকাশের চিহ্ন ∈
ফাঁকা সেট প্রকাশের চিহ্ন কোনটি?

উত্তর: ফাঁকা সেট প্রকাশের চিহ্ন Φ
সংযোগ সেট প্রকাশের চিহ্ন কোনটি?

উত্তর: সংযোগ সেট প্রকাশের চিহ্ন ∪
ছেদ সেট প্রকাশের চিহ্ন কোনটি?

উত্তর: ছেদ সেট প্রকাশের চিহ্ন ∩
প্রকৃত উপসেট প্রকাশের চিহ্ন কোনটি?

উত্তর: প্রকৃত উপসেট প্রকাশের চিহ্ন ⊆

আশা করি, তোমাদের সেট ও ফাংশন, সেট ও ফাংশন এর চিহ্ন নাম, বাস্তব সংখ্যার সেট ও ফাংশন ইত্যাদি নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের ইউাটউবে সেট নিয়ে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পাবে। আমাদের ইউাটউব: Learning View Bd.

4 thoughts on “সেট ও ফাংশন নবম দশম শ্রেণী ব্যাসিক টু এডভান্স একদম ক্লিয়ার”

Leave a Comment