ভগ্নাংশ কাকে বলে: গণিতে ভগ্নাংশ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। গণিতের নিত্যনৈমিত্তিক ব্যাপার হচ্ছে ভগ্নাংশ। কিন্তু আমরা কি জানি ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার ও কি কি ? আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানব ভগ্নাংশ সম্পর্কে।

ভগ্নাংশ কাকে বলে?
দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে।
অন্যভাবে ভগ্নাংশ বলতে বোঝায়, কোন বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলা হয়।
আবার ভগ্নাংশ বলতে যার লব ও হর আছে তাকে বোঝায়।
ধরি, x ও y দুটি পূর্ণ সংখ্যা। তাহলে, x/y কে বলা হয় ভগ্নাংশ।
বাস্তব জীবনে আমরা কোন একটি পূর্ণাঙ্গ বস্তুর অংশবিশেষ বোঝাতে ভগ্নাংশ ব্যবহার করি। যেমন, একটি কেক সমান 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটি ভাগ হবে মূল কেকের ¼ অংশ।
ভগ্নাংশ কয় প্রকার ও কি কি?
ভগ্নাংশ তিন প্রকার
১) প্রকৃত ভগ্নাংশ
২) অপ্রকৃত ভগ্নাংশ
৩) মিশ্র ভগ্নাংশ
প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ।
উদাহরণ – 4/ 10, 5/9
অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
যে ভগ্নাংশের লব বড় ও হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে ।
উদাহরণ – 8/6 , 7/5
Read More: বীজগণিতের সূত্র সমূহ | বীজগণিতের সকল সূত্র সমূহ এর বাইরে নেই
পাটিগণিত এর সূত্র | পাটিগণিত সকল সূত্র একসাথে সাথে pdf
মিশ্র ভগ্নাংশ কাকে বলে?
যে ভগ্নাংশে একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে অর্থাৎ যে ভগ্নাংশটি একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত তাকে মিশ্র ভগ্নাংশ বলে ।
কোনো ভগ্নাংশের লবের সাথে ১ যোগ করলে ১/২ হয় এবং হরের সাথে ১ যোগ করলে তা ১/৩ হয়,ভগ্নাংশটি কত?
ক) 2/7
খ) 1/8
গ) 3/8
ঘ) 3/5
Ans: c
নিচের কোন ভগ্নাংশটি ৩/৫ থেকে বড় এবং ৬/৭ থেকে ছোট ?
ক) ৭/৮
খ) ১/৩
গ) ২/৩
ঘ) ১/২
Ans: c
কোন সংখ্যাটি বৃহত্তর?
ক.১/২
খ.৭/১৫
গ.৪৯/১০০
ঘ.১২৬/২৫০
Ans: d
আশা করি আমরা সকলে ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। ভগ্নাংশ কাকে বলে তা বুঝতে পেরেছি। যদি আমরা গণিতের আরো এডভান্স লেভেল প্রিপারেশন নিতে চাই, তাহলে আমরা তোমাদের বলব আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে। কারণ আমাদের চ্যানেলে আমরা এমন অনেক তথ্য দেই, যা তোমাদের পড়ালেখায় উপকার করবে। আমাদের ইউটিউব চ্যানেল: