SSC 9th week assignment answer 2022 pdf | এসএসসি এসাইনমেন্ট 2022

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এসএসসি অ্যাসাইনমেন্ট 2022 উত্তর পত্র পিডিএফ আকারে পাবে। এখানে আমরা সকল ssc all week assignment answer 2022 pdf এখানে দিয়ে দিব।

আইসোটোপ: একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বিভিন্ন ভরের মৌলসমূহকে আইসোটোপ বলা হয়। একটি পরমাণু তে তিনটি মূল কণিকা বিদ্যমান। তা হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। উদ্দীপকে প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপের কথা বলা হয়েছে। যাদের ভর সংখ্যা ৬৩ এবং ৬৫. এখন আমরা এই দুটি আইসোটোপের তিনটি মূল কণিকা নির্ণয় করব। 

কপারের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 29 .

প্রথম আইসোটোপ এর জন্য প্রোটন সংখ্যা=২৯

 ইলেকট্রন সংখ্যা =২৯

নিউট্রন সংখ্যা=৬৩-২৯=৩৪

দ্বিতীয় আইসোটোপ এর জন্য প্রোটন সংখ্যা=২৯

ইলেকট্রন সংখ্যা =২৯

নিউট্রন সংখ্যা= ৬৫-২৯= ৩৬

মৌলের শক্তিস্তর: 

শক্তিস্তর কে n দ্বারা প্রকাশ করা হয় । এদের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 2n^2.

সুতরাং k শক্তিস্তরের জন্য n =1,

K শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে =2n^2 =2 x 1^2 = 2

L শক্তিস্তরের জন্য n =2,

L শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে =2n^2 =2 x 2^2 = 8

M শক্তিস্তরের জন্য n =3,

M শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে =2n^2 =2 x 3^2 = 18

N শক্তিস্তরের জন্য n =4,

N শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে =2n^2 =2 x 4^2 = 32

কপারের ইলেকট্রন বিন্যাস 2n^2  সূত্রের আলোকে নিম্নে রূপে লেখা যায়:

(Cu) = 29

k=2

L=8

M=18

N=1

উপশক্তিস্তর

উপশক্তিস্তর কে l দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তিস্তর গুলোকে  s,p,d,f ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয় ।  এর মান শূন্য থেকে n -১ পর্যন্ত। 

n = 1 হলে l=0, অরবিটাল একটি, তা হল 1s

n = 2 হলে l=0,1, অরবিটাল একটি, তা হল 2s, 2p

n = 3 হলে l=0,1,2  অরবিটাল একটি, তা হল 3s, 3p, 3d

n = 14 হলে l=0,1,2,3 অরবিটাল একটি, তা হল 4s, 4p, 4d, 4f

উপশক্তিস্তর

সুতরাং কপারের ইলেকট্রন বিন্যাস উপশক্তিস্তর অনুযায়ী 2(2l + 1) সমর্থন করেন

কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, 1s^2  2s^2  2p^6  3s^2  3p^6  3d^10  4s^1

ইলেকট্রন বিন্যাস হতে আমরা দেখতে পাই, কপার পর্যায় সারণির চতুর্থ পর্যায় এবং ১১ তম গ্রুপে অবস্থিত। 

এসএসসি পদার্থ এসাইনমেন্ট উত্তর 2021 পঞ্চম সপ্তাহ: SSC physics Assignment Answer 2021 5th Week pdf

তবে এই ssc assignment 2021 পিডিএফ গুলো হচ্ছে ধারণামাত্র। তোমরা অবশ্যই বই থেকে সুন্দর করে নিজেরা এসাইনমেন্ট তৈরি করবে। অবশ্যই হুবহু কপি করলে তোমাদের উত্তর পত্র বাতিল হতে পারে।

জীববিজ্ঞান এসএসসি এসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ 2021: সালোকসংশ্লেষণ এর ফলে অক্সিজেন নির্গমন এর উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করো

SSC Biology Assignment Answer 2021 4th Week

পৌরনীতি ও সুশাসন এসএসসি এসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ 2021: রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ করতে হবে।

HSC Civics Assignment Answer 2021 4th Week pdf

এসএসসি পদার্থ এসাইনমেন্ট উত্তর 2021 চতুর্থ সপ্তাহ: SSC physics Assignment Answer 2021 4th Week pdf

9 নম্বর পৃষ্ঠায় 30 মিটার উচ্চতায় গতিশক্তি নির্ণয় একটু কারেকশন রয়েছে। দয়া করে ইউটিউব ভিডিওটা দেখে নিবেন।

Channel Name: Learning View Bd

Stay with Us.

Leave a Comment