Noun চেনার উপায়(২৫ টি সহজ উপায়): Parts of speech

Noun চেনার উপায়: সবাইকে Learning View Bd এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমাদের ক্লাসে কী কী থাকছে চলুন এক নজরে দেখে নেই। Parts of speech চেনার উপায়, Noun চেনার উপায়, Noun meaning, Types of noun, Noun examples, Countable and uncountable nouns, determiner, possessive pronouns.

Parts of speech কাকে বলে?

সাধারণত যেকোনো অর্থবোধক শব্দ কে ইংরেজিতে Parts of speech বলা হয়।

Parts of speech এর প্রকারভেদ:

Parts of speech মোট ৮ প্রকার। যথা-

  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Verb
  5. Adverb
  6. Preposition
  7. Conjunction
  8. Interjection

Parts of speech চেনার উপায় হিসেবে আজকে আমরা Noun চেনার উপায় জানা শুরু করব। পরবর্তীতে আমরা প্রত্যেকটি Parts of speech চেনার উপায় জানব।

Noun কাকে বলে (noun meaning in Bengali)?

Noun definition: Noun একটি নামবাচক শব্দ যা দ্বারা কোন ব্যক্তি বস্তু অথবা স্থানের নাম বোঝায়।

Noun examples: Hasan, Water, Dhaka, Book etc.

Types of noun:

Noun কে পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা-

  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
  5. Abstract Noun

Proper Noun definition: একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নির্দিষ্ট নাম কে Proper Noun বলা হয়।

এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, ব্যক্তি বস্তু অথবা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝাবে।

Proper Noun examples: Jami, Table, Comilla etc.

এখানে Jami বলতে শুধু একজনকে বোঝাচ্ছে। সে হচ্ছে Jami. অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে।

Common Noun definition: নির্দিষ্ট করে নাম না বুঝিয়ে বরং সমজাতীয় অর্থাৎ একটি না বুঝিয়ে অনেকজন বা অনেকগুলো বোঝালে তাকে Common Noun বলে।

Proper Noun examples: City, River, Boy, Girl etc.

এখানে Boy বলতে নির্দিষ্ট একজন বালক কে বোঝানো হচ্ছে না। বরং এখানে যেকোন বালক হতে পারে। তেমনি ভাবে City বলতে, একটি City কে বোঝানো হচ্ছে। না যে কোন City হতে পারে।

Collective Noun definition: এখানে মূলত সমষ্টি বা দল বোঝায়। অর্থাৎ যেসব শব্দ দ্বারা সমষ্টি, গোষ্ঠী বা দল বোঝায় তাকে Collective Noun বলে।

Collective Noun examples: Army, Team, Cattle etc.

এখানে Team বলতে একটি দলকে বোঝানো হচ্ছে। যেমন, বাংলাদেশ ক্রিকেট Team. যারা পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।

Material Noun definition: যেসব শব্দ দ্বারা বস্তুর নাম বোঝায় তাদেরকে Material Noun বলা হয়।

Material Noun examples: Oil, Water, Milk etc.

এখানে Water, Oil এইসব শব্দগুলো বস্তুর নাম (material noun examplesnoun)।

Abstract Noun definition: যা অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা বা ছোঁয়া যায় না, সেইসব শব্দগুলোকে Abstract Noun বলা হয়।

Abstract Noun examples: Love, Kindness, Honesty etc.

আপনি সততার মূল্য পরিমাপ করতে বা ছুতে পারবেন না। তাই Honesty Abstract Noun.

Countable and Uncountable Noun:

গণনার দিক হতে Noun কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা-

১. Countable Noun

২. Uncountable Noun

Countable Noun: যে Noun কে পরিমাপ বা গণনা করা যায়, তাকে Countable Noun বলা হয়

Countable Noun list: Chair, Table, Mobile, Book, Apple, Computer etc.

Uncountable Noun: যে Noun কে পরিমাপ বা গণনা করা যায় না, তাকে Uncountable Noun বলা হয়।

Uncountable Noun list: Milk, Honesty, Love, Kindness etc.

Noun চেনার সহজ উপায়:

Countable and Uncountable Noun চেনার সহজ উপায়:

Rule 1:

Countable Noun identify করার উপায়:

১. Countable Noun এর পূর্বে Article( A, An, The) বসে।

২. Countable Noun এর সাথে s/es যুক্ত হয়।

৩. Countable Noun কে Singular বা Plural দুটি Form এ ই করা যায়।

৪. যেকোনো Possesive form ছাড়া Countable Noun বাক্য গঠন করে না।

Rule 2:

Uncountable Noun :

১. Uncountable Noun এর শুধু Singular Form হয়।

২. Uncountable Noun এর সাথে s/es যুক্ত হয় না।

৩. Uncountable Noun এর পূর্বে Article( A, An, The) বসে না। তবে মাঝে মাঝে নির্দিষ্ট করে বোঝাতে Article ব্যবহৃত হয়।

Rule 3:

Article এর পরে একটি মাত্র Word থাকলে তা অবশ্যই Noun.

Example: I walked for a while.

Explanation: এখানে a হলো Article. তাই a এর পরের শব্দটি while হলো Noun.

Rule 4:

Possesive form এর পরে একটি মাত্র Word থাকলে তা অবশ্যই Noun.

Example: Give place to your betters.

Explanation: এখানে your হলো Possesive form. তাই your এর পরের শব্দটি betters হলো Noun.

আরও কিছু possessive pronouns example: me, your, his, her, its, our.

Rule 5:                                 

Preposition এর পরে একটি মাত্র Word থাকলে তা অবশ্যই Noun.

Example: Anawar is wearing the shoe for going to school.

Explanation: এখানে for Preposition. তাই for এর পরের শব্দটি going হলো Noun.

Rule 6:

Article এর পরে Verb থাকলে তা অবশ্যই Noun.

Example: Where is a will, there is a way.

Explanation: এখানে Article a এর পরে will হলো Verb. সুতরাং will এখানে Noun হিসেবে ব্যবহৃত হবে।

Rule 7:

Article এবং Preposition এর মাঝে যদি একটি Word থাকে, তাহলে সেই  Word টি Noun হবে।

Example: He kept the fast for a week.

Explanation: এখানে Article the এবং Preposition for এর মাঝে একটি Word হলো fast. সুতরাং fast এখানে Noun হিসেবে ব্যবহৃত হবে।

Rule 8:

Preposition এর পরে একাধিক Word থাকলে, প্রথমটি Adjective এবং পরেরটি Noun হবে।

Example: This is a book of English language.

Explanation: এখানে Preposition এর পরে Word, English এবং language আছে। সুতরাং English Word টি Adjective এবং language  Word টি Noun হবে।

Rule 9:

Determiner এর পরের শব্দটি Noun হবে।

Example: The kindness of prophet Mohammad(sm) will be remembered forever.

Explanation: এখানে The হচ্ছে Determiner, সুতরাং kindness এখানে Noun হিসেবে ব্যবহৃত হবে।

Determiner কি বা Determiner কাকে বলে ?

যেসব শব্দ Noun বা Pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা অথবা পরিমাণ নির্দেশ করে তাকে Determiner বলে।

Determiner অর্থ কি?

Determiner অর্থ নির্দেশ করা।

List of determiners:

Article Determiner: A, An, The

Possessive pronouns: my, your, his, her, its, our.

Demonstrative: This, that, these, those.

এছাড়া Some, Any, So, Each, All, Many, Few, Several, Much, Little, Less ইত্যাদি Determiner (Determiner example) হিসেবে ব্যবহৃত হয়।

Rule 10:

Uncountable এর পূর্বে too much/ much ব্যবহৃত হয়।

Example: There is too much traffic on the road.

Rule 11:

Countable এর পূর্বে too many/ many ব্যবহৃত হয়।

Example: There have many book on the table.

Rule 12:

Too much/ much/ Too many/ many পরের শব্দটি Noun হবে।

Example: There have many book on the table.

Explanation: এখানে many এর পরের শব্দটি book Noun হবে।

Rule 13.

Uncountable এর পূর্বে little, a little, the little, only little, much, less  ব্যবহৃত হয়। তাহলে এই পরের শব্দগুলোর পরের শব্দটি Noun হবে।

Example: Little information is currently available to study this project.

শব্দের শেষে Suffix বা বিভক্তি বা প্রত্যয়ের মাধ্যমে Noun চেনা যায়।

Rule 14.

-age, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: Marriage.

Rule 15.

-cy, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: accuracy.

Rule 16.

-ence, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: innocence.

Rule 17.

-hood, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: childhood.

Rule 18.

-ment, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: management.

Rule 19.

-sion, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: confusion.

Rule 20.

-ance, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: attendence.

Rule 21.

-dom, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: martyrdom.

Rule 22.

-th, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: growth.

Rule 23.

-tude, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: attitude.

Rule 24.

-ure, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: pleasure.

Rule 25.

-tion, শব্দের শেষে যুক্ত থাকলে, শব্দটি Noun হবে।

Example: action.

আজ আমরা আমাদের শেখা এ পর্যন্ত ই রাখবো। যদি আমরা আমাদের আজকের শেখাগুলো রিভিউ করি যে, আজ কি কি শিখলাম: Parts of speech চেনার উপায়, Noun চেনার সহজ উপায়, Noun meaning, Types of noun, Noun examples, Countable and uncountable nouns, determiner, possessive pronouns. আশা করি উপরোক্ত টপিকস এ আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি থাকে, আমাদের জানান।

আসলে আমরা সবাই জানি কোন কিছু নামকে Noun বলা হয়। কিন্তু বিভিন্নভাবে Noun আমাদের পরীক্ষায় এসে থাকে। তাই Noun চেনার উপায় হিসাবে আজ আমরা 25 টি উপায় বা Rule আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশাকরি Noun চিনতে এগুলো আপনাদের যথেষ্ট সহায়তা করবে।

আমাদের পরবর্তী ইংরেজি বিষয়ক পোস্ট পেতে ভিজিট করুন এখানে

আমাদের সাথে থাকতে ভিজিট করুন Learning View Bd

9 thoughts on “Noun চেনার উপায়(২৫ টি সহজ উপায়): Parts of speech”

Leave a Comment