html bangla tutorial full course | html bangla tutorial

html bangla tutorial: আপনারা অনেকেই html শিখতে আগ্রহী। তাই আজকে নিয়ে আসলাম html bangla tutorial। শুধু তাই নয়, আমাদের এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন html bangla tutorial full course  কিভাবে পেয়ে যাবেন। তাই ধৈর্য্য সহকারে আমাদের  html bangla পোস্ট পড়বেন।

html bangla tutorial কোর্সটি কাদের জন্য? 

আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, তারা কি এইচটিএমএল শিখতে পারবে? অবশ্যই পারবেন। বিশেষ করে নন সাইন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট অনেকেই এইচটিএমএল ভালো পারে। আর আমাদের এই কোর্সটি একদম বেসিক থেকে তৈরি করা হয়েছে। যেন আপনি খুব সহজে এইচটিএমএল বুঝতে পারেন। এইচটিএমএল প্রত্যেকটি বিষয়ে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি html bangla tutorial youtube ভিডিও দেওয়া আছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া যেকোন সমস্যার ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আমাদের এইচটিএমএল বাংলা কোর্সটি html bangla tutorial for beginners দের জন্য খুবই উপকার হবে। 

html bangla tutorial full course: 

আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা  html tutorial ফুল কোর্স পাচ্ছেন।  শুধু তা-ই নয় সেখানে ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণীর কোর্স সহ বিভিন্ন কোর্স পেয়ে যাবেন। আমরা একদম বেসিক থেকে প্রতিটি লাইন ধরে ধরে দেখিয়েছি। 

আমাদের ইউটিউব চ্যানেল: Learning View Bd

html bangla tutorial full course

HTML কি? 

এইচটিএমএল হচ্ছে একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ।  যার মাধ্যমে আপনি একটি ওয়েবসাইটের গঠন কাঠামো তৈরি করতে পারবেন।  অবশ্যই এইচটিএমএল কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না।  তবে তা মার্কআপ ল্যাংগুয়েজ।  পৃথিবীতে যত ওয়েবসাইট রয়েছে সকল ওয়েব সাইটের গঠন কাঠামো এইচটিএমএল দ্বারা তৈরি। 

Read More: ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? ফেসবুকে টাকা আয় করার 16 টি উপায়

ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?ইউটিউব থেকে আয় কি হালাল?

কনটেন্ট রাইটিং টিপস | আর্টিকেল লেখার কৌশল-২০২১

HTML কোড কোথায় লিখব? 

যেহেতু এইচটিএমএল ব্রাউজারে রান হয়, তাই এর কোড গুলো লেখার জন্য একটি কোড এডিটর প্রয়োজন।  সবচেয়ে বহুল ব্যবহৃত এডিটর হচ্ছে notepad++। এছাড়া রয়েছে Sublime Text, atom.io, Brackets ইত্যাদি। কিভাবে এইচটিএমএল এর জন্য এডিটর ইন্সটল করবেন তা আমরা html bangla tutorial এ দেখিয়েছি।

HTML DOCTYPE Tag কি?

DOCTYPE হচ্ছে আপনি কোন ধরনের এইচটিএমএল ভার্সন ব্যবহার করছেন তা বোঝানোর জন্য একটি ট্যাগ।  যদি আমরা html5 ব্যবহার করি তখন আমরা <!DOCTYPE html> লিখি।  এটা না লিখলে কোড রান হতে কোন সমস্যা হবে না। কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না, এটা কোন ভার্সন। তাই আপনি যদি html5 এর কোন এট্টিবিউট, এলিমেন্ট বা ট্যাগ ব্যবহার করেন তাহলে সেগুলো ঠিকভাবে কাজ নাও করতে পারে।

html bangla full course করুন এখান থেকে।

HTML Comments কি ?

এইচটিএমএল কমেন্ট হচ্ছে আপনি আপনার কোড যে সম্পর্কিত করেছেন, তা  লিখে রাখা।  যেমন আপনি কোন ইমেজ এনেছেন, তাই আপনি কমেন্টের মধ্যে লিখতে পারেন, এটা ইমেজ সেকশন।  এভাবে আপনি যে সেকশনে কাজ করবেন তা কমেন্টের মধ্যে লিখতে পারবেন।  তাহলে পরে আপনি খুব সহজে আপনার কোড গুলা বুঝতে পারবেন। 

এইচটিএমএল কমেন্ট ফরমেট:

<!– html bangla tutorial full course–>

আমরা html সম্পর্কে বেসিক কিছু কথা লেখার মাধ্যমে জানলাম। যখন আপনারা ভিডিও এর মাধ্যমে কোন কোর্স করবেন, তখন খুব ভালোভাবে সেগুলো বুঝতে পারবেন। তাই আমাদের html bangla tutorial ভিডিও গুলো দেখুন। এটি একটি html bangla tutorial full course। যদি html কোর্স বুঝতে কোন সমস্যা হয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। ফেসবুক গ্রুপ : Learning View Bd

চলুন দেখে নেওয়া যাক কি কি টপিকস আমাদের html bangla tutorial video কোর্স এ কভার হবে:

HTML Tutorial

HTML HOME

HTML Introduction

HTML Editors

HTML Basic

HTML Elements

HTML Attributes

HTML Headings

HTML Paragraphs

HTML Styles

HTML Formatting

HTML Quotations

HTML Comments

HTML Colors

HTML CSS

HTML Links

HTML Images

HTML Favicon

HTML Tables

HTML Lists

HTML Block & Inline

HTML Classes

HTML Id

HTML Iframes

HTML JavaScript

HTML Forms

HTML Forms

HTML Form Attributes

HTML Form Elements

HTML Input Types

HTML Input Attributes

HTML Input Form Attributes

HTML Media

HTML Media

HTML Video

HTML Audio

HTML Plug-ins

HTML YouTube

You May Like:

2 thoughts on “html bangla tutorial full course | html bangla tutorial”

Leave a Comment