সাম্প্রতিক করোনার মহামারীর কারণে দেশের প্রায় সকল স্কুল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রণীত এসাইনমেন্ট কার্যক্রম প্রকাশ করা হয়েছে। তবে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে এসএসসি 2022 সালের পরীক্ষার জন্য নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। কিন্তু উচ্চমাধ্যমিক শ্রেণির পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় দুশ্চিন্তায় পড়েছেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট(HSC assignment 2022) এর মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ 12 জুন 202,1 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে একটি নির্দেশনা প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে এখনো মনোনিবেশ করতে না পারায়, শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত সিলেবাসের ভিত্তিতে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার জন্য বিষয়ভিত্তিক এইচ এস সি এসাইনমেন্ট 2022 প্রণয়ন করা হয়েছে।
ফুল নোটিশ এখানে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রণীত এসাইনমেন্ট কার্যক্রম
অ্যাসাইনমেন্ট কার্যক্রম 14 জুন 2021 সোমবার থেকে শুরু হবে।
উল্লেখ্য করোনা মহামারীর কারণে যে সকল এলাকা লকডাউন এর আওতায় রয়েছে সে সকল এলাকায় স্বাস্থ্যবিধি নির্দেশনা মোতাবেক বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। কোনো ক্রমেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করা যাবে না।
অ্যাসাইনমেন্ট বিতরণ এবং মূল্যায়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা অচিরেই অবহিত করা হবে। এসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান এবং অন্যান্যদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি জরুরি।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটি সম্ভাবনা থাকলেও নতুন করে করোনা সংক্রমণ সেই সম্ভাবনার আলো নিভিয়ে দিয়েছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রণালয় ঘোষণা করেছে চলমান ছুটি 30 জুন পর্যন্ত থাকবে। এ পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা তাদের পড়ালেখায় মনোনিবেশ করতে পারছেনা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভেঙ্গে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্য শিক্ষাবিদরা অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি যত্ন নেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। কারণ কোনোভাবেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করা সম্ভব নয়। এমন অবস্থায় অভিভাবকরা মূলত পিতামাতা এবং শিক্ষকের ভূমিকা পালন করবে। এজন্য প্রয়োজন আমাদের সচেতনতা বৃদ্ধি। যেন কোনো সংক্রমণ হ্রাস পায় এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যায়।
শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার জন্য শিক্ষামন্ত্রণালয় বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম তারা হাতে নিয়েছে। অতি শীঘ্রই অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাস্তবায়িত হবে। মূলত 14 ই জুন থেকে তা বাস্তবায়ন শুরু হবে।
আমাদের ওয়েবসাইটে HSC অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এবং অ্যাসাইনমেন্টের উত্তর আমরা সরবরাহ করে থাকব।
তাই আমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য পেতে ভিজিট করুন এখানে
আমাদের সকল তথ্য পেতে ভিজিট করুন Learning View Bd