ঢাকা কলেজ(Dhaka College): হ্যাঁ, আজ আমরা ঢাকা কলেজ নিয়ে আলোচনা করব। জানবো, ঢাকা কলেজের ইতিহাস, ঢাকা কলেজ প্রতিষ্ঠার পটভূমি, শিক্ষাব্যবস্থায় ক্রমবিকাশে ঢাকা কলেজ, ঢাকা কলেজ কোথায় অবস্থিত(Dhaka College location), ঢাকা কলেজ লোগো(Dhaka College Logo), ঢাকা কলেজ ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রদল, ঢাকা কলেজ ভর্তি তথ্য, ঢাকা কলেজে কি মেয়ে আছে? এবং আরও অনেক কিছু। ঢাকা কলেজ অনেকের কাছে শুধু একটি নাম নয় এটি আবেগ ও ভালোবাসা স্থান। এই কলেজ থেকেই দেশের খ্যাতনামা অনেক ব্যক্তিত্ব উঠে এসেছে।
ঢাকা কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্য অন্যতম। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঢাকা কলেজ অবস্থিত। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত।
Dhaka College Quick Overview:
Dhaka College location: MIRPUR ROAD/New Market
Post Office: NEWMARKET
Thana: NEW MARKET
District: DHAKA
Division: DHAKA
Dhaka College EIIN Number: 107977
Type: COLLEGE
Level: Masters
ঢাকা কলেজের গৌরবময় ইতিহাস(Glorious history of Dhaka College):
উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ ১৮৪১ খ্রিষ্টাব্দের ২০ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে এবং তারাই তখন এই অঞ্চলের শাসকে পরিণত হয়। ইংরেজরা তখন নিজেদের শাসক হিসেবে পরিচয় না দিলেও গভর্নর ওয়ারেন হেস্টিংস ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সরাসরি দেশের শাসনভার গ্রহণ করে। এরপর পরবর্তী 62 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকেরা এই অঞ্চলের জন্য কোন শিক্ষানীতি প্রণয়ন বা প্রাতিষ্ঠানিক ও সরকারী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি। অবশেষে ১৮৩০ এর দশকে সরকার এক শিক্ষা নীতি গ্রহণ করে এবং সে নীতিমালায় শিক্ষানীতির যে প্রচলন ঘটেছিল তা মূলত ইংরেজি শিক্ষা নামে পরিচিতি পায়। শিক্ষা ব্যবস্থায় প্রচলনের জন্য সে সময় ঢাকাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এর প্রসার ঘটলেও শিক্ষার প্রসার এর চেয়ে ধর্মপ্রচার সেখানে প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। তাই উল্লেখ করার মতো তখনো কোন শিক্ষাপ্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি। ১৮৩৫ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল দেশে শিক্ষাব্যবস্থা সম্পর্কিত একটি বৈঠকে (জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন) লর্ড বেন্টিং এর নিকট একটি প্রতিবেদন পেশ করেছিল। যাতে বলা হয়েছিল, সরকারের তত্ত্বাবধানে বাংলা প্রধান প্রধান জনবহুল শহরে ইংরেজি সাহিত্য এবং বিজ্ঞান শিক্ষার জন্য যত সম্ভব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এরপর সেই প্রতিবেদনের সত্যতা এবং গ্রহন যোগ্যতা যাচাই করার জন্য সেসময়ের ঢাকার সিভিল সার্জন ডক্টর জেমস টেইলার এর নিকট চিঠি প্রদান করা হয়। জেমস টেইলার এর পরিপ্রেক্ষিতে জানায় যে, এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা কেবল উচিত নয় বরং এর জন্য সকল প্রকার প্রয়োজনীয় সুবিধাও পাওয়া যাবে। তখন থেকেই শুরু হয় বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ। এরপর ১৮৩৫ সালের ১৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনারী যা বর্তমানে ঢাকা কলেজিয়েট স্কুল নামে পরিচিত।
১৮৪৭ খ্রিস্টাব্দে ঢাকা ইংলিশ সেমিনারি স্কুল কে একটি কলেজে বা আঞ্চলিক ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান রূপান্তর করা হয়। যার নাম দেয়া হয় ঢাকা সেন্ট্রাল কলেজ বা সংক্ষেপে ঢাকা কলেজ। এর পর থেকে মূলত ঢাকা হয়ে ওঠে সমগ্র পূর্ব বাংলার ইংরেজি শিক্ষার কেন্দ্রবিন্দু।
ঢাকা কলেজ শিক্ষাদান ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনেন মূলত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আয়ারল্যান্ড এবং তিনি ঢাকা কলেজের প্রথম প্রিন্সিপাল হিসাবে নিয়োগ পান।
ইতিহাস জানতে জানতে বোরিং হয়ে গেছেন তাহলে চলুন জেনে আসি ঢাকা কলেজ সম্পর্কে মজার কিছু তথ্য:
ঢাকা কলেজ কোথায় অবস্থিত( Dhaka College location)?
উত্তর হচ্ছে, ঢাকা কলেজ, ঢাকা নিউমার্কেট এর পাশেই অবস্থিত। এটি ঢাকা ধানমন্ডি থানার অন্তর্গত। নিউমার্কেট এলাকায় এসে শুধু বলবা ঢাকা কলেজ কিভাবে যাব। সেখানে ঢাকা কলেজ কে চেনে না এমন লোক খুঁজে পাওয়া ভার।

আর যারা ঢাকা কলেজে পড়ে, তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন ঢাকা কলেজ কোথায় অবস্থিত( Dhaka College location)? তারা বলবে আমার অন্তরে অবস্থিত।
ঢাকা কলেজে কি মেয়ে আছে?
হাহা। এর সহজ সরল উত্তর হচ্ছে না? নেই? কিন্তু ফেসবুকে আপনি অহরহ ঢাকা কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে মেয়েদের আইডি দেখতে পারবেন। কিন্তু ভুলেও ভাববেন না এখানে মেয়ে আছে। অর্থাৎ ঢাকা কলেজ শুধুমাত্র ছাত্র ভর্তি করে।
ঢাকা কলেজ লোগো (Dhaka College Logo):
ঢাকা কলেজ লোগো তে (Dhaka College Logo) লেখা আছে- know Thyself. অর্থাৎ নিজেকে জানো।

ঢাকা কলেজ কেমন(How is Dhaka College)?
এই প্রশ্নের উত্তরটা দেওয়া কঠিন। ঢাকা কলেজকে দেশের শীর্ষস্থানীয় মেধাবীদের একটি স্থান হিসেবে ধরা হয়। এখানে রয়েছে HSC, অনার্স, মাস্টার্স কোর্স।
ঢাকা কলেজের স্টুডেন্ট রা কিভাবে চলাফেরা করে চলুন জেনে নেয়া যাক।
ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের ওপর গোয়েন্দা নজরদারি রাখার জন্য ঢাকা কলেজের রয়েছে 2 টি কমিটি। সেই কমিটি তোমার যদি চুল ১ সেন্টিমিটারের বেশি হয় তাহলে তোমার গার্ডিয়ান পর্যন্তি আনিয়ে ছাড়বে। ঢোকার সময় তোমার ব্যাগ, পকেট ইত্যাদি চেক করা হবে। মানে হচ্ছে তুমি কলেজে ঢোকার জন্য একপ্রকার সংগ্রাম করছো। যদি ঢুকতে পারো এরপর ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে অ্যাটেনডেন্স নেয়া হয়। কিন্তু ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ালেখার মান খুবই ভালো। বরাবর এখানে রেজাল্ট ভালো হয় এবং এটি শীর্ষস্থানীয় কলেজ সমূহের সাথে টক্কর দেয়।
তবে অনার্স লেভেলে ঢাকা কলেজের চিত্র ভিন্ন। সেখানে তোমার চুল জেমসের মতো হলেও সমস্যা নেই। বাইক নিয়ে অহরহ ঘুরে বেড়ানো হচ্ছে। এছাড়া ঢাকা কলেজ অনার্স খুবই দাপটের সঙ্গে ঢাকায় চলাফেরা করে। ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ও অনার্স এর মধ্যে রয়েছে পার্থক্য। অনার্স লেভেলে যখন তুমি পড়ালেখা করবে তখন তোমার মনে হবে তুমি ওই এলাকার প্রেসিডেন্ট। কিন্তু বিষয়টা এমন নয় যে তারা শুধু রাজনৈতিক, মারামারি এবং আড্ডাবাজি করে। ঢাকা কলেজ বিসিএসে প্রায় প্রতি বছর টপে থাকে। এছাড়া 2021 সালে এস আই নিয়োগ পরীক্ষায় ঢাকা কলেজ থেকে 90 জন সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হয়। এছাড়া সরকারি-বেসরকারি সব জায়গায় তাদের পদার্পণ।
অর্থাৎ এরা যেমন রাজনীতির মাঠে সক্রিয়। তেমন আড্ডাবাজিতে সেরা। আবার পড়ালেখা ক্ষেত্রেও সেরা।
ঢাকা কলেজ মাঠে যখন আপনি যাবেন দেখবেন মাঠে কেউ খেলা করছে, কেউবা দাঁড়িয়ে বা বসে গল্প করছে। অন্যদিকে পুকুরপাড়ে গেলে দেখবেন এক ঝাঁক তরুণ সাঁতার কাটছে। আপনার মনে হবে এটি আপনার পরিবার। আপনি পরিবারে থেকে পড়ালেখা করছেন।

আর হ্যাঁ, ঢাকা কলেজে পড়লে আপনি কিছু পারেন আর না পারেন অন্তত নিজের ভেতরে সাহস অর্জন করতে পারবেন। ঢাকা কলেজের ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী।
ঢাকা কলেজের ছাত্ররা কি মারামারি করে?
উত্তর হচ্ছে, ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্ররা মারামারি করে না। অনার্স লেভেলে ছাত্ররা মারামারি করে। হ্যাঁ এটা সত্য। কিন্তু তারা অন্যায় ভাবে কাউকে আঘাত করে না। বরং তারা অন্যায়ের প্রতিবাদ করে। আর এই মানসিকতা থাকা খারাপ কিসের! সকল যৌক্তিক আন্দোলনে আপনি তাদের পাশে পাবেন। এখানে শতভাগ বিশ্বাস রাখতে পারেন।
ঢাকা কলেজ(Dhaka College) এর সাথে যোগাযোগ:
ফোন: ০২- ৮৬১৮৩৫০, ৮৬১৮৭০৭, ৮৬৫২২২৩, ৮৫১১৩৫৪
ই-মেইলে যোগাযোগ: info@dhakacollege.edu.bd
ঢাকা কলেজ ওয়েবসাইট: Dhaka College Website
ঢাকা কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ও ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা (Dhaka College Admission):
ঢাকা কলেজ ভর্তি তথ্য ও ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা জানতে ঢাকা কলেজ ওয়েবসাইট(Dhaka College Website) এ চোখ রাখুন। এছাড়া আমাদের ওয়েবসাইটে সকল আপডেট জানতে পারবেন। কারণ প্রতি বছর ঢাকা কলেজ ভর্তির যোগ্যতা পরিবর্তন হতে পারে। মূলত ঢাকা কলেজে ভর্তির যোগ্যতা(Dhaka College Admission) নির্ভর করে দেশের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর।
ঢাকা কলেজে ভর্তির সময় যেসব কাগজপত্র প্রয়োজন হয়(Dhaka College Admission):
এইচ এস সি তে ভর্তির ক্ষেত্রে (Dhaka College Admission in HSC):
- এসএসসি পরীক্ষার মূল সনদপত্র,
- নম্বরপত্র, প্রবেশপত্র,
- রেজিস্ট্রেশন কার্ড,
- চারিত্রিক সনদপত্র সহ ইত্যাদি।
অনার্স ভর্তির ক্ষেত্রে ঢাকা কলেজে যেসব কাগজপত্র প্রয়োজন হয়(Dhaka College Admission Information honours):
- এসএসসি ও এইচএসসি সনদপত্র,
- নম্বরপত্র,
- রেজিস্ট্রেশন কার্ড।
- অবশ্যই এগুলোর মূল কপি প্রয়োজন হবে।
- ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র,
- পরিবারের আয়ের সনদপত্র,
- চারিত্রিক সনদপত্র সহ ইত্যাদি।
অনেক কিছুই জানা হল ঢাকা কলেজ সম্পর্কে। তাহলে চলুন আবার একটু ঢাকা কলেজের শিক্ষাব্যবস্থার ক্রমবিকাশ সম্পর্কে জেনে আসি।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, কিভাবে যাবো সবকিছু একসাথে
ঢাকা কলেজের শিক্ষাব্যবস্থার ক্রমবিকাশ: Development of the education system of Dhaka College
১৮৫৭ খ্রিস্টাব্দে ২৪ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা যেমন গুরুত্বপূর্ণ ঘটনা তেমনি ঢাকা কলেজের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই ঢাকা কলেজকে এর অন্তর্ভুক্ত করা হয়। তখন থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত কোর্সগুলোতে অংশগ্রহণ করতে থাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে অধিভুক্ত করা হলেও ঢাকা কলেজের কাঠামোতে পরিবর্তন সমূহের কথা ভাবা হয়নি গুরুত্বের সঙ্গে। এছাড়া ঢাকা কলেজে বৈষম্যমূলক আচরণ শুরু হয়। কিন্তু এরপর নতুন অধ্যক্ষ নিয়োগের পরে ঢাকা কলেজ তার ক্রান্তিলগ্ন থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। ঢাকা কলেজের শিক্ষাব্যবস্থা আবারও হোঁচট খায় সিপাহী বিদ্রোহের সময়। শহরের ইউরোপীয় কর্মকর্তা এবং তাদের পরিবার এমনকি ঢাকা কলেজের ইউরোপীয় শিক্ষকরাও সিপাহী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। এ বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসন থেকে মুক্তি। এই বিদ্রোহের কারণে এ কোম্পানির অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। এর ফলে ঢাকা কলেজের শিক্ষাখাতে যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয়ের ইচ্ছা বা সামর্থ্য কোনটাই ছিল না সরকারের।
সিপাহী বিদ্রোহের অবসানের পর দেশের অর্থনৈতিক ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগে। এ কারণে ঢাকা কলেজের অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। কলেজটির ভবন সামরিক বাহিনীর হাতে চলে যায়। পূর্ববঙ্গের স্কুল পরিদর্শক ১৮৫৯ সালের প্রতিবেদনে উল্লেখ করে, ঢাকা কলেজে যে কোর্স করানো হয়, তা লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষার কোর্সের সমতুল্য। পরবর্তীকালে ঢাকা কলেজের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন ১৮৬০ সালে জুনিয়র স্কলার্শিপ পরীক্ষার নিয়ম কারণে রদবদল করা হয়। এর ফলে স্কলার্শিপ প্রাপ্ত ছাত্র সংখ্যা বেড়ে যায়। নতুন নতুন জেলা স্কুল সহ ইংগো বাংলা স্কুল থেকে বেশি সংখ্যক ছাত্ররা ঢাকা কলেজে পড়তে আগ্রহী হয়ে ওঠে।
১৮৭৫ খ্রিস্টাব্দে ঢাকা কলেজ একটি গৌরবময় সম্মান লাভ করে। সেই বছর থেকেই ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগ খোলা হয় অর্থাৎ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন নতুন নতুন বিষয় পড়ানোর কার্যক্রম শুরু হয়। এটা ছিল একটি বৈপ্লবিক পরিবর্তন কারণ। এই পরিবর্তনের মাধ্যমে ঢাকা কলেজে ছাত্র ভর্তি হওয়ার হিড়িক পড়ে যায়। এর পরেও নানা রকম ঘাত-প্রতিঘাত থাকলেও ঢাকা কলেজ শিক্ষা ক্ষেত্রে তাঁর অগ্রযাত্রা অব্যাহত রেখেছিল। যার সোনালী ফসল হিসেবে ১৯২১ সালে সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা কলেজ পাঠাগার: Dhaka College Library
ঢাকা কলেজে ১৮৪১ সালে পাঠাগার নির্মিত হয়। পাঠাগারে রয়েছে প্রায় 50 হাজার বই। একসাথে প্রায় দুই শতাধিক ছাত্র এখানে পড়তে পারেন। পাঠাগার সকাল আটটায় খোলা হয় এবং বিকাল চারটায় বন্ধ করে দেওয়া হয়।
পাঠাগারে যে যার মত পড়ালেখা করছে। কেউ পড়ালেখা করছে বিসিএস পরীক্ষার জন্য কেউবা সরকারি চাকরির জন্য আবার কেউ কেউ তাদের পাঠ্যবই পড়ালেখা করছেন। কিন্তু পাঠাগারের ঢুকলে আপনার মনেই হবেনা এখানে কেউ আছে অর্থাৎ একেবারেই নীরবতা। আপনি ঢাকা কলেজ মাঠ কিংবা ঢাকা কলেজ ঘুরলে মনে হবে, এখানে শুধু আড্ডাবাজ, রাজনীতি, মিছিল এগুলাই হয়। কিন্তু যখন আপনি ঢাকা কলেজ পাঠাগার, খাবার ডাইনিং এ যাবেন তখন আপনার ধারনা পুরোটাই পাল্টে যাবে। আপনি তখন বুঝবেন কেন ঢাকা কলেজ এর ছাত্ররা সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। এখানে খাবার ডাইনিং বলতে যেখানে ছাত্ররা খাবার খায়। হ্যাঁ, সেখানেও তারা পড়ালেখা করে। দুপুরের আগ পর্যন্ত আপনি তাদের সেখানে দেখতে পারবেন। অর্থাৎ ঢাকা কলেজের ছাত্র পড়ালেখায় সেরাদের তালিকায়।
ঢাকা কলেজ ঢাকা বিভাগ সমূহ:
ঢাকা কলেজে অনেক বিভাগ রয়েছে সে সকল বিভাগে ছাত্র ভর্তি করা হয়।
- দর্শন
- ব্যবস্থাপনা
- হিসাববিজ্ঞান
- প্রাণিবিজ্ঞান
- রসায়ন
- গণিত
- পদার্থবিজ্ঞান
- ইতিহাস
- রাষ্ট্রবিজ্ঞান
- ইসলামের ইতিহাস
- সমাজবিজ্ঞান
- মনোবিজ্ঞান
- বাংলা
- পরিসংখ্যান
- ইংরেজি
- উদ্ভিদবিজ্ঞান
- অর্থনীতি
- ইসলামি শিক্ষা
- ভূগোল ও পরিবেশবিজ্ঞান
ঢাকা কলেজ ঢাকা সংগঠন:
ঢাকা কলেজের বিভিন্ন প্রকার সংগঠন রয়েছে। ঢাকা কলেজে রয়েছে রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ইসলামিক সংগঠন, ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব সহ অন্যান্য আরো অনেক সংগঠন।

ঢাকা কলেজ ঢাকা রাজনৈতিক সংগঠন:
প্রথমে আমরা ঢাকা কলেজ রাজনৈতিক সংগঠন গুলো কি কি তা জানবো:
ঢাকা কলেজ ছাত্রলীগ:
ঢাকা কলেজ ছাত্রলীগ সক্রিয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ঢাকা কলেজ ছাত্রলীগ এর পদচারণা বেশি দেখা যায়। বিভিন্ন সময়ে দুস্থদের মাঝে ঢাকা কলেজ ছাত্রলীগ সাহায্য সহযোগিতা করে থাকে। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ঢাকা কলেজের সংগঠনগুলো একটু বেশি পরিচিত। সে হিসাবে ঢাকা কলেজ ছাত্রলীগ বাংলাদেশের পরিচিত মুখ।
ঢাকা কলেজ ছাত্রদল:
জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ঢাকা কলেজ ছাত্রদল এর পদচারণা বেশি দেখা যায়। ঢাকা কলেজ ছাত্রদল ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য সময়ে দুস্থদের মাঝে সাহায্য সহযোগীতা করে থাকে। ঢাকা কলেজ ছাত্রলীগ এর মত ঢাকা কলেজ ছাত্রদল ও বাংলাদেশের পরিচিত মুখ।
এছাড়াও রয়েছে,
- ঢাকা কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
- ঢাকা কলেজ বাংলাদেশ ছাত্র ফেডারেশন
- ঢাকা কলেজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
- ঢাকা কলেজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
- ঢাকা কলেজ বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন
ঢাকা কলেজ ঢাকা সাংস্কৃতিক সংগঠন:
- ঢাকা কলেজ চারণ সাংস্কৃতিক কেন্দ্র
- ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (সাবেক ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব)
- ঢাকা কলেজ অন্যান্য সংগঠন:
- ঢাকা কলেজ সাংবাদিক সমিতি
- ঢাকা কলেজ বিএনসিসি
- ঢাকা কলেজ রেড ক্রিসেন্ট
- ঢাকা কলেজ রোভার স্কাউট
- ঢাকা কলেজ বাঁধন
- ঢাকা কলেজ মিউজিক স্কুল
- ঢাকা কলেজ অ্যাডভেঞ্চার ক্লাব
- ঢাকা কলেজ বিজনেস ক্লাব
- ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব
ঢাকা কলেজ প্রত্যেকটি ক্লাব সংগঠন অত্যান্ত সক্রিয়ভাবে কাজ করে থাকে। বিশেষ করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব, বাধন, রেড ক্রিসেন্ট ইত্যাদি খুবই সক্রিয়।
ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব এর মধ্যে রয়েছে:
- ঢাকা কলেজ সায়েন্স ক্লাব
- ঢাকা কলেজ বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন
- ঢাকা কলেজ বিজ্ঞান আন্দোলন মঞ্চ
- ঢাকা কলেজ নেচার স্টাডি ক্লাব
- ঢাকা কলেজ ভূগোলবিদের বাসা
- ঢাকা কলেজ এনভারজিও সোসাইটি বাংলাদেশ
ঢাকা কলেজের উল্লেখযোগ্য শিক্ষক ও শিক্ষার্থী, ঢাকা কলেজ বিখ্যাত উক্তি: Notable teachers and students of Dhaka College
শিক্ষক
মো. নুরুল হক মিয়া, অধ্যক্ষ ও রসায়ন-বিভাগীয় প্রধান।
শহীদুল জহির, গল্পকার ও ঔপন্যাসিক।
শিক্ষার্থী
সরদার ফজলুল করিম, দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য।
এছাড়াও ঢাকা কলেজ(Dhaka College) থেকে অনেক গুণী ব্যক্তি বের হয়েছেন। যাদের আমরা খুব ভালোভাবেই জানি এবং চিনি। ঢাকা কলেজ কে মনে করা হয় মেধাবীদের আড্ডাখানা আবার রাজনৈতিক ব্যক্তি তৈরির কারখানা।
ঢাকা কলেজ পরিবহন ব্যবস্থা(Dhaka College Transport System):
ঢাকা কলেজে বর্তমানে চারটি বাস চালু আছে। কিন্তু বর্তমানে আরো চারটি বাস যুক্ত হয়েছে। কিন্তু এখনও চালু হয়নি। খুব শীঘ্রই সেগুলো চালু হবে।
ঢাকা কলেজ কম্পিউটার ল্যাব (Dhaka College Computer Lab):
ঢাকা কলেজ কম্পিউটার ল্যাবে প্রায় 50 টির মত কম্পিউটার রয়েছে এবং মোট দুইটি কম্পিউটার ল্যাব রয়েছে। তবে বর্তমানে কম্পিউটারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
শিক্ষক-শিক্ষিকার সংখ্যা (Dhaka College Teachers):
ঢাকা কলেজে এই লেখাটি লেখা পর্যন্ত সময়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রায় 200 জন এবং শিক্ষক-শিক্ষিকার মধ্যে 42 জন প্রফেসর রয়েছে।
ঢাকা কলেজ ক্যান্টিন(Dhaka College Canteen):
ঢাকা কলেজের ক্যান্টিন রয়েছে ১টি। এখানে প্রতিটি খাবারের জন্য খাবার মূল্য নির্ধারণ করা থাকে। আপনি জানালার পাশে বসে পুকুরপাড়ের সৌন্দর্য দেখতে দেখতে নাস্তা করতে পারবেন।
ঢাকা কলেজ ঢাকা আবাসিক হলসমূহ
- উত্তর ছাত্রাবাস
- দক্ষিণ ছাত্রাবাস
- পশ্চিম ছাত্রাবাস
- আন্তর্জাতিক ছাত্রাবাস
- আখতারুজ্জামান ইলিয়াস হল
- শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাস
- দক্ষিণায়ন ছাত্রাবাস
- শেখ কামাল ছাত্রাবাস
আমরা চেষ্টা করেছি ঢাকা কলেজ(Dhaka College) সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন , ঢাকা কলেজ কোথায় অবস্থিত, ঢাকা কলেজ লোগো(Dhaka College Logo), ঢাকা কলেজে কি মেয়ে আছে? ঢাকা কলেজের ইতিহাস, ঢাকা কলেজ প্রতিষ্ঠার পটভূমি, ঢাকা কলেজ বিখ্যাত উক্তি, ঢাকা কলেজ ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রদল, ঢাকা কলেজ ভর্তি তথ্য সহ ইত্যাদি তথ্য আপনাদের দিতে। এরপরেও যদি ঢাকা কলেজ সম্পর্কে আপনাদের কোন তথ্য জানার প্রয়োজন হয় আমাদের কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ঢাকা কলেজ দাঁড়িয়ে আছে তার ঐতিহ্যবাহী গৌরব ও মর্যাদায়। বিভিন্ন ক্যাম্পাস সম্পর্কে জানতে Learning View Bd এর সাথেই থাকুন।
ঢাকা কলেজের হল গুলো কি শুধুমাত্র অনার্স মাস্টার্স এ যারা পড়ালেখা করে তাদের জন্য??
inter er jonno o ase
ঢাকা কলেজে কলেজ পড়ার পর অনার্স মাস্টার্স এর জন্য কি ভর্তি পরীক্ষা দিতে হয়