জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ – জলবায়ু পরিবর্তন সকল ক্লাস

জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ: বর্তমানে যে শব্দটি খুব বেশি পরিমাণে শোনা যায় তা হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলাফল মারাত্মক। আমাদের জীবনের উপর বিরূপ প্রভাব ফেলে জলবায়ু পরিবর্তন। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক করছেন। যেহেতু জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ তাই পরীক্ষায় জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ আসার সম্ভাবনা অনেক।

জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ

পদ্মা সেতু অনুচ্ছেদ ২০২২

ইন্টারনেট অনুচ্ছেদ -ইন্টারনেট

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ

কোন একটি স্থানে বছরের পর বছর আবহাওয়ার যে গড়পরতা ধরন তাকে জলবায়ু পরিবর্তন বলা হয়। এক্ষেত্রে আবহাওয়ার ধরন বদলে যায়। যেমন বর্ষাকালে বৃষ্টির দেখা মেলে না। অপরদিকে শীতকালে বৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তনের সাথে বদলে যায় আমাদের জীবন যাপন। বিশেষ করে খাদ্য উৎপাদন ব্যাপক হারে হ্রাস পাবে। কোন কোন অঞ্চলে অধিক মাত্রায় তাপমাত্রা বেড়ে যাবে। তাই সেখানে বেশি গরম অনুভূত হবে। সেই সাথে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে বহু নিম্নাঞ্চল প্লাবিত হবে। সেইসব জায়গা বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। বর্তমানে বিশ্বের আবহাওয়া চরমভাবাপন্ন। এর ফলে অতিরিক্ত গরমের পাশাপাশি ভারী বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ বাড়তে থাকবে। ফলে গরিব দেশগুলোর বিপদ মোকাবেলা করতে সক্ষম হবে না। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে উত্তর মেরুর জমাটবাঁধা বরফ এবং হিমবাহগুলো খুব দ্রুত গলে যাবে। ফলে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং অনেক অঞ্চল প্লাবিত হবে। জলবায়ু পরিবর্তন এত দ্রুত ঘটছে যার ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। যেমন আটলান্টিক মহাসাগরে স্যামন মাছ বিপন্ন হবে। আমরা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। কিন্তু এই কার্বন-ডাই-অক্সাইড শোষণ হওয়ার জন্য প্রয়োজনীয় গাছপালা নেই। কল কারখানার বিষাক্ত গ্যাস বায়ুতে সহজে মিশে যাচ্ছে। বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড সাগরের পানিতে মিশে পানির এসিডের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অন্যতম একটি গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ উনবিংশ শতকের তুলনায় 50 শতাংশ বেড়ে গেছে। এর একটি কারণ হচ্ছে ব্যাপকহারে বনাঞ্চল ধ্বংস করা। যদি এভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকে তাহলে আমাদের জীবন ধারণ বিপন্ন হবে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ

আশা করি আমরা সবাই জলবায়ু পরিবর্তন সম্পর্কে বুঝতে পেরেছি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক সম্পর্কে বুঝতে পেরেছি। তাই আমাদের উচিত জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে সকলকে এগিয়ে আসা। এক্ষেত্রে আজকের জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ আমাদের সাহায্য করবে।

Leave a Comment