তোমরা জানো 2023 সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যক্রম পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে বইগুলো। তোমাদের নতুন বই নতুন করে পড়তে হবে। তোমরা অনেকেই নতুন পাঠ্যক্রম বুঝতে পারছ না। এজন্য তোমাদের গণিত সমাধান করতে সমস্যা হচ্ছে। এই সমস্যা দূর করতে তোমাদের জন্য নিয়ে এসেছি class 6 math solution chapter 1 2023.

নতুন বইয়ের আলোকে class 6 math book solution bangladesh তোমরা আজকে আমাদের কাছে পাচ্ছ। ষষ্ঠ শ্রেণির গণিত বইতে যে অধ্যায় রয়েছে চলো আমরা এক নজরে দেখে নেই:
- সংখ্যার গল্প
- দ্বিমাত্রিক বস্তুর গল্প
- তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ
- মৌলিক উৎপাদকের কাজ
- দৈর্ঘ্য মাপা
- পূর্ণসংখ্যার জগত
- ভগ্নাংশের খেলা
- অজানা রাশির জগত
- সরল সমীকরণ
- ত্রিমাত্রিক বস্তুর গল্প
- ঐকিক নিয়ম
- শতকরা এবং অনুপাত
- সূত্র খুজি শুধু বুঝি
আজকে তোমাদের জন্য যে অধ্যায়ের সমাধান থাকবে তা হচ্ছে: সংখ্যার গল্প।
বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কীভাবে সংখ্যা লিখত এবং গণনা করত?
- দাগ কেটে গণনা
- দড়ির গিট দিয়ে গণনা
- ট্যালির মাধ্যমে গণনা
দশমিক (Decimal) সংখ্যা পদ্ধতি:
০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই মোট দশটা চিহ্ন দিয়ে সংখ্যা তৈরি করার যে পদ্ধতিটা ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট ব র্য ের করেছিলেন সেটিকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি।
সংখ্যারেখা:
সংখ্যারেখার মাধ্যমে পূর্ণসংখ্র্ণ যার চার প্রক্রিয়ার ধারণা
একটি সরল রেখা এঁকে তার উপরের যে কোনো বিন্দুকে ০ দ্বারা চিহ্নিত করো।
০ এর ডানদিকে দ্বিতীয় একটি বিন্দুকে ১ দ্বারা চিহ্নিত করো।
০ এবং ১ হিসেবে চিহ্নিত এই বিন্দুগুলোর মধ্যে দূরত্বকে একক দূরত্ব বলা হয়।
এবারে এই সরলরেখায় ১ এর ডানদিকে এবং ১ থেকে একক দূরত্বে একটি বিন্দুকে ২ দ্বারা চিহ্নিত
করো।
এইভাবে সরলরেখায় ৩, ৪, ৫, … হিসেবে ইউনিট দূরত্বে বিন্দু চিহ্নিত করো।
এই পদ্ধতিতে তুমি ডানদিকে ০ এবং ০ থেকে বড় সকল পূর্ণ সংখ্ র্ণ যা চিহ্নিত করতে পারবে।
সংখ্যারেখার মধ্যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে:
সংখ্যারেখায় যোগ
সংখ্যারেখায় বিয়োগ
সংখ্যারেখার মাধ্যমে গুণ
সংখ্যারেখার মাধ্যমে ভাগের ধারণা
আশা করি তোমরা ইতিমধ্যে class 6 math solution chapter 1 new book খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের যে কোন মন্তব্য আমাদের জানাতে ভুলবে না।
Connect with us on: