Bangla blogging | Bangla ব্লগিং করে টাকা আয় | ফ্রি ব্লগ থেকে আয়

bangla blogging: বর্তমানে বাংলা ব্লগিং খুবই জনপ্রিয়। অনেকেই ফ্রি ব্লগ থেকে আয় করতে চায়। বর্তমানে আমাদের দেশ থেকে অনেকেই বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম করছে। যা আগে সম্ভব ছিল না। আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। যেমন ব্লগিং কি, ব্লগিং করে কিভাবে আয় করা যায়, ব্লগিং কিভাবে শিখব, কিভাবে ব্লগিং শুরু করব, ব্লগিং করে আয় ইত্যাদি। এ সকল প্রশ্নের ডিটেইলস উত্তর আজ আপনাদের দিব। যদি আপনি সম্পূর্ণ ব্লগিং কোর্স  করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

নিচে ইউটিউব ICON এ প্রেস করুন:

bangla blogging এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পাবেন আমার ইউটিউব চ্যানেল এ। একেবারে বেসিক থেকে আস্তে আস্তে এডভান্স লেভেলে যাওয়া হয়েছে। যা দেখলে আপনি ব্লগিং করতে পারবেন ই। তাই দেরি না করে ভিডিও গুলো দেখুন আর ব্লগিং শুরু করুন। 

ব্লগিং কি (blogging meaning in bengali)

ব্লগিং হচ্ছে (blogging meaning in bengali) আপনার একটি ওয়েবসাইট যেখানে আপনি লেখালেখি করবেন আপনি যেকোন বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন যে বিষয়ে আপনার সবচেয়ে ভালো লাগে আপনি সেই বিষয় নিয়ে লেখালেখি করবেন আর এটিই হচ্ছে ব্লগিং করে টাকা ইনকাম করা সম্ভব যার জন্য ব্লগিং খুবই জনপ্রিয়। আর বর্তমানে আপনি bangla blogging করতে পারবেন। 

ব্লগিং হচ্ছে এককথায় লেখালেখি করা। এজন্য প্রয়োজন আপনার একটি লেখার প্ল্যাটফর্ম। সেটা হতে পারে একটি ওয়েবসাইট। ওয়েবসাইট আবার দুই ভাবে তৈরি করা যায়। একটি হচ্ছে বিভিন্ন সিএমএস ব্যবহার করে এবং অন্যটি হচ্ছে কোডিং করে। সিএমএস ব্যবহার করে ওয়াডপ্রেস এর মাধ্যমে খুব সহজে আমার ওয়েবসাইট তৈরি করতে পারি। আবার ব্লগার এর মাধ্যমে আমরা খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারি। যখন আপনার একটি ওয়েবসাইট থাকবে তখন আপনি সেখানে বিভিন্ন বিষয়ে লেখালেখি করবেন। হতে পারে টেকনোলজি, স্বাস্থ্য, ভ্রমণ ইত্যাদি। আমি এখন ব্লগ নিয়ে একটি পোস্ট লিখছি। এটি একটি ব্লগিং। ওয়েবসাইট যেহেতু আপনার নিজের, সুতরাং আপনি সেখানে যেকোনো বিষয়ে পোস্ট করতে পারবেন। তবে চেষ্টা করবেন অবশ্যই যেন সে টি ইনফরমেটিভ হয়।

bangla blogging

ব্লগ সাইট খুলতে কত টাকা প্রয়োজন? 

আপনি ব্লগসাইট 2 টি  উপায়ে খুলতে পারবেন। একটি হচ্ছে ব্লগ স্পট থেকে।  অন্যটি হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, তাহলে নিজে নিজে কোডিং করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ব্লগস্পট এবং ওয়াডপ্রেস। দুইটি ই ফ্রী। অর্থাৎ আপনার কোনো অর্থ প্রয়োজন হবে না। কিন্তু আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। এজন্য আপনাকে অর্থ খরচ করতে হবে। যদি আপনি ব্লগস্পট সাইটে ব্লগিং করেন, তাহলে আপনার ডোমেইন কিনতে হবে কিন্তু হোস্টিং কেন প্রয়োজন হবেনা। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস সাইটে bangla blogging করেন, তাহলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। সে ক্ষেত্রে ওয়াডপ্রেস এ ২৫০০ থেকে ৩০০০ টাকা এবং ব্লগস্পটে 1000 টাকা খরচ করলে একটি ফ্রি ব্লগ সাইট খুলতে পারবেন। 

ব্লগিং কিভাবে শিখব?

ব্লগিং শুরু করার পূর্বে ব্লগিং কিভাবে শিখবো, সেই প্রশ্নটি সবার মনে আসে। কারণ ব্লগিং শেখাটা একেবারেই সহজ নয়। যে আপনি ঘরে বসে নিজে নিজে শিখতে পারবেন। যদি আপনি কোন টিউটোরিয়াল ফলো করেন, তাহলে শিখতে পারেন। সেজন্য টিউটোরিয়ালটি হতে হবে মানসম্মত। অর্থাৎ ব্লগিং টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি ব্লগিং সম্পর্কে ধারণা পেতে পারেন। তাই যারা ভাবছেন কীভাবে ব্লগিং শুরু করব তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে মানসম্মত ব্লগিং টিউটোরিয়াল একেবারেই ফ্রী। নিচের ভিডিওগুলো দেখুন এবং উপরে ইউটিউব চ্যানেলে আইকনে প্রেস করে সাবস্ক্রাইভ করে রাখুন চ্যানেলটি।

bangla blogging

bangla blogging সম্ভব?  

এর উত্তর দিচ্ছে হ্যাঁ। সম্ভব। তবে আগে বাংলা ব্লগিং থেকে ইনকাম করা সম্ভব ছিল না। কিন্তু বর্তমানে গুগোল বাংলা ব্লগিং থেকে আয় করার সুযোগ দিচ্ছে। আমাদের দেশ থেকে অনেক ব্লগার খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করে bangla blogging থেকে।  সুতরাং আপনিও  বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারবেন। যদিও বাংলা ব্লগ এ সিপিসি কিছুটা কম থাকে। তার পরেও আপনার যথেষ্ট পরিমাণ ব্লগ থেকে ইনকাম হবে। 

অনলাইন জব করার সেরা ১৫ টি উপায় জেনে নিন-অনলাইন ইনকাম

কিভাবে ঘরে বসে মোবাইলে আয় করবো? অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২১

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? ফেসবুকে টাকা আয় করার 16 টি উপায়

ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?ইউটিউব থেকে আয় কি হালাল?

ব্লগিং করে কিভাবে আয় করা যায়?

ফ্রি ব্লগ থেকে আয়

ফ্রী ব্লগ বলতে মূলত ব্লগস্পট কে বোঝায়। যেখানে ডোমেইন এবং হোস্টিং কোনোটি না নিলেও হয়। যদি আপনি ডোমেইন না নেন তাহলে আপনার ওয়েবসাইট এড্রেস টি কেমন হবে:

Website_name.blogspot.com

তবে আপনি ব্লগস্পট সাইটে অ্যাডসেন্সে যুক্ত করতে পারবেন। অর্থাৎ আপনি ফ্রি ব্লগ থেকে আয় করতে পারবেন। তবে ডোমেইন কিনে নেওয়া ভাল। এতে রেংকিং সুবিধা হয়। তবে আপনার হোস্টিং কেনার প্রয়োজন নেই। কারণ ব্লগস্পট আপনাকে হোস্টিং সুবিধা দিবে। শুধুমাত্র ডোমেইন কিনলে হয়ে যাবে। যদি আপনি ডোমেইন ও কিনতে না চান অর্থাৎ পুরোপুরি ফ্রি ব্লগ সাইট চালাতে চান, তাও পারবেন। একেবারে ফ্রী ব্লগ থেকে আয় করা সম্ভব। ব্লগিং করে কিভাবে আয় করা যায় আমরা জানলাম।

Bangla blogging করে কত টাকা আয় করা যায়?

ব্লগিং করে কত টাকা আয় করা যায় এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া খুবই কঠিন। কারণ বিভিন্ন কীওয়ার্ড এর জন্য বিভিন্ন সিপিসি থাকে। যদি আপনার সিপিসি কম থাকে, তাহলে অনেক ভিজিটর আসলেও আপনার ইনকাম কম হবে। আবার যদি আপনার সিপিসি বেশি থাকে তাহলে, মোটামুটি ভিজিটর আসলেও আপনার bangla blogging সাইট থেকে ভালো পরিমাণ ইনকাম হবে। যেমন টেকনোলজি কিওয়ার্ড এ সিপিসি অনেক বেশি থাকে। আবার বিভিন্ন বই এর পিডিএফ সহ বিভিন্ন কিওয়ার্ড এ সিপিসি কম থাকে। তবে বাংলা ব্লগ সাইট থেকে ভালো পরিমাণ ইনকাম সম্ভব। তাই ব্লগিং করে কত টাকা আয় করা যায় এটা না ভেবে ব্লগিং শুরু করে দিন। আপনি চাইলে ফ্রি ব্লগ থেকে আয় করতে পারেন। 

Here are bangla blogging Tutorial:

ব্লগিং করতে হলে এসইও জানতে হয়? 

এর উত্তর খুব সহজ এবং হ্যাঁ। ব্লগিং এর সাথে এসইও ওতপ্রোতভাবে জড়িত। আপনার একটি লেখা পাঠক পড়বে। এজন্য আপনার লেখা প্রথম পেইজে থাকতে হবে। আমরা সাধারনত প্রথম পেইজ এর মধ্যে লেখাগুলো পড়ি।  দ্বিতীয় কিংবা তৃতীয় পেইজ যাইনা। তাহলে অন্যরা কেন যাবে! সুতরাং আপনার পোস্ট বা লেখা প্রথমদিকে থাকতে হবে। এজন্য আপনাকে এসইও জানতে হবে। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি গুগল সার্চ ইঞ্জিনকে বোঝাবেন আপনার লেখাটা খুব ভালো। এজন্য গুগল সার্চ ইঞ্জিন আপনার লেখাকে প্রথম দিকে নিয়ে আসবে। আর এই কাজটি করার জন্য প্রয়োজন এসইও। তাই এসইও শেখার কোনো বিকল্প নেই। আমি bangla blogging টিউটোরিয়াল দিয়ে থাকি। দেখতে পারেন। আশা করি উপকার হবে। 

bangla blog

ব্লগিং করে কিভাবে আয় করা যায়?

আসলেই কি ব্লগিং করে টাকা আয় সম্ভব? এই প্রশ্ন ব্লগিং শুরু করার আগে আমাদের সবার মাথায় ঘুরপাক খায়। কারন আমরা কোন একটি কাজের পিছনে শুধু শুধু সময় ব্যয় করি না। যেহেতু তোমরা ব্লগিং করতে ইচ্ছুক, সুতরাং ব্লগিং করে কিভাবে আয় করা যায়, এই প্রশ্ন আসতেই পারে। এর উত্তর হচ্ছে হ্যাঁ। ব্লগিং করে টাকা আয় সম্ভব। এজন্য আপনার যা প্রয়োজন তা হচ্ছে গুগল এডসেন্স। যখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, তখন গুগোল আপনার ওয়েবসাইট এ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন করবে। এই বিজ্ঞাপনগুলো প্রদর্শনের মাধ্যমে আপনার আয় হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ব্লগিং করে আয় সম্ভব।

bangla blogging নিয়ে বিস্তারিত সবই তো বুঝলেন। একন কবে থেকে এবং কীভাবে bangla blogging শুরু করবেন তা একান্তই আপনার সিদ্ধান্ত। তবে আপনার blogging নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের করুন।

আশা করি, bangla blogging, blogging meaning in bengali, কিভাবে ব্লগিং শুরু করব, ব্লগিং করে কত টাকা আয় করা যায়, বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম, ফ্রি ব্লগ থেকে আয় এ সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আমার ভিডিও গুলো দেখুন। কোন সমস্যা থাকলে কমেন্টে জানান।

Leave a Comment