সাধারণ জ্ঞান ২০২২- pdf সহ সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান: সকলের জন্য প্রয়োজনীয়। শুধুমাত্র পরীক্ষার জন্য প্রয়োজন বলে সাধারণ জ্ঞান পড়তে হবে এমন কথা নয়। ছোট-বড় সবারই সাধারণ জ্ঞান জানা থাকা প্রয়োজন। চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা চেষ্টা করব আজকে আপনাদের সাধারণ জ্ঞান জানানোর জন্য। এছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান পাবেন।

চাকরির সাধারণ জ্ঞান

পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: নীলনদ

জাতীয় শিশু দিবস কত তারিখে?

উত্তর: ১৭ মার্চ।

বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

উত্তর: আমাজান।

ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তর: বেলজিয়াম।

নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?

উত্তর: নরওয়ে-কে।

বাংলাদেশের সেরা গোয়েন্দা সংস্থা :

NSI→National security intelligence

DGFI→Director general of forces intelligence

CID→Criminal investigation Department

DB→Detective branch

SB→Special branch

বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকায়

বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড কয়টি অঞ্চলে বিভক্ত?

উত্তর: চারটি

বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিকম সংস্থার নাম কী?

উত্তর: বাংলাদেশ রুবেল টেলিকম অথরিটি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?

উত্তর: 4 জানুয়ারি 1990

বাংলাদেশে কবে থেকে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়?

উত্তর: 3 সেপ্টেম্বর ১৯৯২

বাংলাদেশের প্রথম সেলুলার ফোন কোনটি?

উত্তর: সিটিসেল ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?

উত্তর: রোম।

অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে

প্রশ্ন: অপরাজেয় বাংলার স্থপতি কে?

উত্তর: সৈয়দ আব্দুল্লাহ খালিদ

প্রশ্ন: অপরাজেয় বাংলার কিসের প্রতীক?

উত্তর: বাংলার নারী ও পুরুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ও বিজয়ের

আরো কিছু সাধারণ জ্ঞান পড়ুন:

জীববিজ্ঞান সাধারণ জ্ঞান কুইজ: প্রশ্ন ও উত্তর

সাধারণ বিজ্ঞান | বিসিএস প্রস্তুতি

প্রশ্ন: অপরাজেয় বাংলা উদ্বোধন করেন কে?

উত্তর যুদ্ধাহত অজ্ঞাত মুক্তিযোদ্ধা

স্বোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত?

উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে

প্রশ্ন: স্বাধীনতার সংগ্রাম স্থপতি কে?

উত্তর: শামীম শিকদার প্রশ্ন স্বাধীনতার সংগ্রাম উদ্বোধন করা হয় কবে?

উত্তর: 7 ই মার্চ 1999

প্রশ্ন: সাবাস বাংলাদেশ এর অবস্থান কোথায়?

উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে প্রধান ফটকের বাম পাশে মুক্তাঙ্গনের উত্তর পাশে

প্রশ্ন: সাবাস বাংলাদেশ এর উদ্বোধন করা হয় কবে?

উত্তর: 10 ফেব্রুয়ারি 1992

প্রশ্ন: সাবাস বাংলাদেশ ভাস্কর কে?

উত্তর: নিতুন কুন্ডু

রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর: অ্যারিস্টোটল

প্রশ্ন: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর: মেকিয়াভেলি

প্রশ্ন: অর্থনীতির জনক কে?

উত্তর: অ্যাডাম স্মিথ

আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তর: পল স্যামুয়েলসন

প্রশ্ন: সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তর: অগাস্ট কোঁৎ

সাধারণ জ্ঞান PDF is : HERE

প্রশ্ন: গণতন্ত্রের জনক কে?

উত্তর: জন লক

প্রশ্ন: মানুষ সামাজিক জীব উক্তিটি কার?

উত্তর: এরিস্টটল অপরাধ বিজ্ঞানের জনক কে?

উত্তর: জন লক

প্রশ্ন: যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন উক্তিটি কার?

উত্তর: হিটলার সততাই সর্বোৎকৃষ্ট পন্থা কার উক্তি?

উত্তর: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই কার উক্তি?

উত্তর: জন লক সর্বাপেক্ষা বৃহৎ কোষ কোনটি?

সর্বাপেক্ষা বৃহৎ কোষ হচ্ছে উট পাখির ডিম।

উট পাখির ডিমের ব্যাস কত?

উত্তর: উট পাখির ডিম এর ব্যাস হচ্ছে(১৭০মি.মি-১২৫মি.মি)।

সর্বাপেক্ষা দীর্ঘ কোষ কোনটি?

উত্তর: সর্বাপেক্ষা দীর্ঘ হচ্ছে মানুষের স্নায়ু কোষ।

সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ কোনটি?

উত্তর: সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ হলো মাইকোপ্লাজমা গলিসেপটিকাম ব্যাকটেরিয়াম কোষ।

মানবদেহে সবচেয়ে ছোট কোষ কোনটি?

উত্তর: মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শ্বেতকণিকা।

দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য কি প্রয়োজন?

উত্তর: দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন।

প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?

উত্তর: ১১তম।

বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?

উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।

প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?

উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।

পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর: এশিয়া।

সাধারণ জ্ঞান: জনক

প্রশ্ন : অর্থনীতির জনক কে?

উত্তর : অ্যাডাম স্মিথ।

প্রশ্ন : আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তর : পল স্যামুয়েলসন।

প্রশ্ন : আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তর : জন লক।

আধুনিক জোতির্বিজ্ঞানের জনক কে?

উত্তর : কোপার্নিকাস।

আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?

উত্তর : সিগমুন্ড ফ্রয়েড।

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর : নিকোলো মেকিয়াভেলি।

ইংরেজি নাটকের জনক কে?

উত্তর : শেক্সপিয়র।

ইতিহাসের জনক কে?

উত্তর : হেরোডোটাস।

ইন্টারনেটের জনক কে?

উত্তর : ভিনটন জি কার্ফ।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’র জনক কে?

উত্তর : টিম বার্নাস লি।

ই-মেইলের জনক কে?

উত্তর : রে টমলি সন।

ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক কে?

উত্তর : এলান এমটাজ।

উদ্ভিদবিজ্ঞানের জনক কে?

উত্তর : থিওফ্রাস্টাস।

অ্যানাটমির জনক কে?

উত্তর : আঁদ্রে ভেসালিয়াস।

ক্যালকুলাসের জনক কে?

উত্তর : আইজ্যাক নিউটন।

গণিত শাস্ত্রের জনক কে?

উত্তর : আর্কিমিডিস।

চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তর : হিপোক্রেটিস

জীবাণুবিদ্যার জনক কে?

উত্তর : লুই পাস্তুর।

আশা করি আপনারা সাধারন জ্ঞান পড়েছেন এবং বুঝেছেন। আপনারা আমাদের ওয়েবসাইটে আরও বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান পাবেন। যেমন জীববিজ্ঞান সাধারণ জ্ঞান, বিসিএস সাধারন জ্ঞানসাধারণ জ্ঞান সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment