শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ- অনুচ্ছেদ শৃঙ্খলা বোধ

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:

  • অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
  • অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে
  • অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত
  • অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ

দৈনন্দিন জীবনে সঠিক নিয়ম মেনে কাজ পরিচালনা করা শৃঙ্খলা। শৃংখলার মাধ্যমে যে কাজ করা হয় তা হচ্ছে শৃঙ্খলা বোধ। মানব জীবনে শৃঙ্খলা বোধের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সব কিছুতেই রয়েছে শৃঙ্খলা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সবাই নিজ অক্ষে শৃংখলার মাধ্যমে ঘুরছে। যদি পৃথিবীতে শৃঙ্খলা না থাকতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই আমাদের জীবনে প্রয়োজন শৃঙ্খলা। তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। শৃঙ্খলা বোধের জন্য ছাত্রজীবন থেকেই অধ্যবসায় প্রয়োজন। শৃঙ্খলা বোধ সবার মধ্যে এমনিতে জন্মায় না। এর জন্য প্রয়োজন অনুশীলন। বড় বড় মনীষী দিকে তাকালে আমরা দেখতে পারবো তারা ছিলেন শৃঙ্খলা বোধের উৎকৃষ্ট উদাহরণ। যুদ্ধের ময়দানে শৃঙ্খলা না থাকলে যুদ্ধে জয়লাভ সম্ভব নয়। তেমনি জাতীয় জীবনে শৃঙ্খলা না থাকলে উন্নতি কোনভাবেই সম্ভব নয়। যে জাতির মধ্যে শৃঙ্খলা নেই সেই জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই আমাদের সকলের শৃঙ্খলা বোধ জাগ্রত করা উচিত। জীবনকে নান্দনিক রূপ দিতে শৃঙ্খলা এর অনুশীলন অত্যাবশ্যক।

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ

বই পড়া অনুচ্ছেদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ

শীতের সকাল অনুচ্ছেদ

বিজয় দিবস অনুচ্ছেদ

অনুচ্ছেদ সততা – সততা অনুচ্ছেদ

সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ পড়েছ। শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।

2 thoughts on “শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ- অনুচ্ছেদ শৃঙ্খলা বোধ”

  1. অনুচ্ছেদের মধ্যে ইংরেজি কিছু প্রবাদ বাক্য দিলে ভালো হতো,,,,,,প্লিজ ইংরেজি প্রবাদ এবং কবিদের কিছু কবিতার অংশ দিবেন।তাহলে অনুচ্ছেদটি লিখলে সুন্দর লাগবে।

    Reply

Leave a Comment