শিশুশ্রম অনুচ্ছেদ-শিশুশ্রম | সকল শ্রেণী

শিশুশ্রম অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে শিশুশ্রম  অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

শিশুশ্রম অনুচ্ছেদ

শিশুশ্রম অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:

  • অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
  • অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি
  • তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে
  • অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত
  • অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত

শিশুশ্রম অনুচ্ছেদ

ইউনেস্কো এর ঘোষণা অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুরা যখন কাজে লিপ্ত হয় তখন তাকে শিশুশ্রম বলা হয়। বিভিন্ন কারণে শিশুশ্রম হয়ে থাকে। তবে প্রধান ভাবে শিশুশ্রম এর কারণ হিসেবে দারিদ্রতাকে ধরা হয়। শিশুশ্রমের রয়েছে নানা দিক নেতিবাচক প্রভাব। 14 বছরের নিচে শিশুরা থাকে কোমলমতি। তারা মানসিকভাবে থাকে অপ্রস্তুত। তাই তখন যদি তারা কাজে লিপ্ত হয় তাহলে তাদের মানসিক অবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এসময় শরীরের প্রতি থাকে তাদের অযত্ন। এ কারণে অল্পতেই তারা রোগে আক্রান্ত হয়ে পড়ে। অস্বাস্থ্যকর পরিবেশে সাথে মানিয়ে নিতে না পেরে তারা বিভিন্ন মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। এ ছাড়া পৃথিবীতে প্রতিবছর প্রচুর শিশুশ্রমিক মৃত্যুবরণ করছে। কারণ বয়সের তুলনায় তারা কাজকে মানিয়ে নিতে পারেনি। কিছু অসাধু মানুষ শিশুদের নিয়ে অনেক কাজ করিয়া অল্প টাকা দেওয়ার প্রবণতা করেন। এর মাধ্যমে শিশুশ্রমের মাত্রা বাড়ছে। পৃথিবীতে 30% মানুষের দৈনিক আয় দুই ডলারের কম। এর ফলে তারা বেঁচে থাকার তাগিদে শ্রমিক হিসেবে তাদের পেশা বেছে নিচ্ছে। ফলে বাড়ছে অদক্ষ জনবল এবং কমছে সাক্ষরতার হার। তাই আমাদের সকলের উচিত শিশুশ্রমকে না বলা।

একুশে বইমেলা অনুচ্ছেদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট অনুচ্ছেদ

বৃক্ষরোপণ অনুচ্ছেদ

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা শিশুশ্রম অনুচ্ছেদ পড়েছ। শিশুশ্রম অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।

Leave a Comment