বিসিএস প্রস্তুতি, জীববিজ্ঞান mcq for biology class 9 and online bcs preparation.

বিসিএস প্রস্তুতি: জীববিজ্ঞান mcq– Today we will discuss about biology mcq. This article is suitable for: biology mcq class 9, biology class 10, class 11th biology, biology class 11, biology Olympiad, biology mcq questions for class 11 pdf, hsc biology mcq, bcs preparation, online bcs preparation and others.

বিসিএস প্রস্তুতি

১. ক্রোমোজোম কি?

উত্তর: নিউক্লিয়াসে সুতার ন্যায় লম্বা তন্তু সমূহকে ক্রোমোজোম বলা হয়।

প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকতে পারে।

২.বংশগতির ধারক ও বাহক কে?

উত্তর: ক্রোমোজোম।

৩.ক্রোমোজোম কি দ্বারা গঠিত?

উত্তর: ক্রোমোজোম ডিএনএ, আরএনএ, হিস্টোন এবং প্রোটিন দ্বারা গঠিত ।৪.প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে কে?

উত্তর ক্রোমোজোম যে জিন থাকে সেই জিনগুলো প্রজাতির বৈশিষ্ট্য প্রকাশ করে।

৫.ক্রোমোজোম কয় প্রকার ও কি কি?

উত্তর: ক্রোমোজোম দুই প্রকার। যথা_  অটোসম এবং সেক্স ক্রোমোজোম।

৬.মানুষের কোষে কয়টি ক্রোমোজোম থাকে?

উত্তর: মানুষের কোষে 46 টি ক্রোমোজোম থাকে।

এর মধ্যে দুইটি সেক্স ক্রোমোজোম ও 22 জোড়া অটোসোম।

৭.কে প্রথম আবিষ্কার করেন?

উত্তর: স্টার্সবুর্গার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন।

৮.কবুতরে কয়টি ক্রোমোজোম আছে?

উত্তর: ৮০ টি ক্রোমোজোম আছে ।

৯. ছাগল কয়টি ক্রোমোজোম আছে?

উত্তর : ৬০ টি ক্রোমোজোম আছে ।

১০. ধান গাছে কয়টি ক্রোমোজোম আছে?

উত্তর: ২৪ টি ক্রোমোজোম আছে ।

১১. বিড়ালে কয়টি ক্রোমোজোম আছে?

উত্তর: ৩৮ টি ক্রোমোজোম আছে ।

১২. কুকুরে কয়টি ক্রোমোজোম আছে?

উত্তর: ৭৮ টি ক্রোমোজোম আছে ।

১৩. মাছিতে কয়টি ক্রোমোজোম আছে?

উত্তর: ১২ টি ক্রোমোজোম আছে ।

১৪.কুনোব্যাঙে কয়টি ক্রোমোজোম আছে?

উত্তর: ২২ টি ক্রোমোজোম আছে ।

১৫.রাইবোজোম কে আবিষ্কার করেন?

উত্তর: রাইবোজোম বিজ্ঞানী প্যালাডে(Palade)  আবিষ্কার করেন।

১৬.কত সালে রাইবোজোম আবিষ্কার করা হয়?

উত্তর: ১৯৫৬ সালে রাইবোজোম আবিষ্কার করা হয়।

১৭.রাইবোজোম কাকে বলে?

উত্তর:নিউক্লিয়ার মেমব্রেন এর গায়ে, মাইট্রোকন্ডিয়া অভ্যন্তরে অথবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো গোলাকার অঙ্গগুলোকে রাইবোজোম বলা হয়।

১৮. কোন কোষের রাইবোজোম বেশি থাকে?

উত্তর: যেসব আমিষ সংশ্লেষণ বেশি হয় সেসব কোষে রাইবোজোম বেশি বেশি  থাকে।

১৯.রাইবোসোমে কোন জাতীয় প্রোটিন কত ভাগ থাকে?

উত্তর: রাইবোসোমে 50 ভাগ রাইবোনিউক্লিক অ্যাসিড এবং বাকি 50 ভাগ হিস্টোন প্রোটিন থাকে।

২০.রাইবোজোম এর প্রধান কাজ কি?

উত্তর: রাইবোজোম এর প্রধান কাজ আমিষ সংশ্লেষণ করা এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক সাধন করা।

২১.প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে?

জীববিজ্ঞান mcq: We are posting a lot for online BCS preparation. If you benefit from us then we are successful. We write posts in a way that is suitable for everyone ‍such as biology class 9, biology class 10, class 11th biology, biology class 11, biology Olympiad, biology mcq questions for class 11 pdf, hsc biology mcq, bcs preparation, online bcs preparation and others.           

উত্তর: রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।

২২.প্লাস্টিড কোথায় থাকে?

উত্তর: সাইটোপ্লাজমে।

২৩.সকল সজীব কোষে কি থাকে?

উত্তর: সাইটোপ্লাজম।

২৪.কোন কোষে নিউক্লিয়াস থাকে না?

উত্তর: লোহিত রক্ত কণিকা।

২৫.কোনটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়?

উত্তর: নিউক্লিয়াসকে।

২৬.কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াস।

২৭.জীব কোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?

উত্তর: রাইবোজোম।

২৮.কে সর্বপ্রথম মাইট্রোকন্ডিয়ন এর উপস্থিতি লক্ষ করেন?

উত্তর: অল্টম্যান সর্বপ্রথম মাইট্রোকন্ডিয়ন এর উপস্থিতি লক্ষ করেন।

২৯.কত সালে বিজ্ঞানী অল্টম্যান প্রথম মাইট্রোকন্ডিয়ন এর উপস্থিতি লক্ষ্য করেন? উত্তর: 1894 সালে বিজ্ঞানী অল্টম্যান প্রথম মাইট্রোকন্ডিয়ন এর উপস্থিতি লক্ষ্য করেন।

৩০.প্রতিটি মাইট্রোকন্ডিয়া কেমন পর্দা দ্বারা আবৃত থাকে?

উত্তর: দ্বি-একক পর্দা দ্বারা।

গুরুত্বপূর্ণ নোট:

মাইটোকনড্রিয়া এর বাইরের স্তরটি মসৃণ কিন্তু ভেতরের স্তরটি  বিভিন্নভাবে ভাজ বিশিষ্ট হয়ে থাকে। ভেতরের এই ভাজকে বলা হয় ক্রিস্টি।

৩১.মাইক্রোকন্ডিয়া এর উপাদান গুলো কি কি?

উত্তর: মাইট্রোকন্ডিয়ায় 72 থেকে 75 % প্রোটিন, 25 থেকে 27% লিপিড, 0.5% আর এন এ এবং সামান্য পরিমাণের ডিএনএ, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।

৩২.কোষের সকল জৈবনিক কাজের শক্তি কোথা থেকে আসে?

উত্তর: মাইটোকনড্রিয়া থেকে কোষের সকল জৈবনিক কাজের শক্তি আসে।

গুরুত্বপূর্ণ নোট :

অন্তঃশ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্র মাইট্রোকন্ডিয়া তে ঘটে এবং মাইক্রোকন্ডিয়া এটিপি উৎপাদন করে দেহে সরবরাহ করে। দেহের যে কোনো প্রয়োজনে  এটিপি শক্তির যোগান দেয়।

৩৩.কোষের শক্তিঘর বলা হয় কাকে?

উত্তর: মাইটোকনড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়।

৩৪.কোন কোষে মাইট্রোকন্ডিয়া থাকেনা?

উত্তর: ব্যাকটেরিয়ার কোষে মাইট্রোকন্ডিয়া থাকেনা।

৩৫. মাইট্রোকন্ডিয়া কাকে বলে?

উত্তর: সজীব কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দন্ডের ন্যায় অঙ্গানুগুলোকে মাইট্রোকন্ডিয়া বলা হয়।

ক্রোমোজোমের গাঠনিক একক কি?

উত্তর: DNA.

সাইটোপ্লাজমের বিভাজন কে কি বলা হয়?

উত্তর: সাইটোকাইনেসিস।

নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?

উত্তর: ক্যারিওকাইনেসিস।

মাইট্রোকন্ডিয়া নামকরণ কে করেন?

উত্তর: বেন্ডা।

প্রোটোপ্লাজম এর চলন কে কি বলা হয়?

উত্তর: সাইক্লোসিস।

কিসের উপস্থিতির কারণে কোষ এর রং রঙিন হয়? 

উত্তর: ক্রোমোপ্লাস্ট।

কোন কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকেনা?

উত্তর: আদি কোষ।

জেনেটিক্স বা সুপ্রজননবিদ্যা কাকে বলা হয়?         

উত্তর: উত্তাধীকারসূত্রে কিভাবে পিতা-মাতার বৈশিষ্ট্যসমূহ পরবর্তী সন্তান-সন্ততিতে বর্তায়, জীব বিজ্ঞানের যে শাখায় এ সম্পর্কে আলোচনা হয় তাকে জেনেটিক্স বা সুপ্রজননবিদ্যা বলে।

জেনেটিক্স শব্দের উৎপত্তি কি হতে?

উত্তর: জিন হতে।

ক্রোমোজোম কাকে বলা হয়?

নিউক্লিয়াসে সুতার ন্যায় লম্বা জট পাকানো তন্তু সমূহকে ক্রোমোজোম বলা হয়।

ক্রোমোজোম কি কি দ্বারা গঠিত?

ডিএনএ, আরএনএ, হিস্টোন ও ননহিস্টোন প্রোটিন।  এছাড়া এতে রয়েছে ধাতব আয়ন ও বিভিন্ন ধরনের এনজাইম। কিন্তু ক্রোমোজোমে লিপিড  থাকে না।

ক্রোমোজোম কয় প্রকার ও কি কি?

ক্রোমোজোম ২ প্রকার। অটোসোম ও সেক্স ক্রোমোজোম।

ক্রোমোজোম এর কাজ কি? 

ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ বংশগতির ধারক ও বাহক।

কোষের সকল প্রকার জৈবনিক কার্যক্রম নির্ধারণ করে।

ক্রোমোজোম কোষের বিভিন্ন প্রকার প্রোটিন সংশ্লেষণ করে।

I hope you understand biology mcq. Here are some of the ones you found to be helpful: biology class 9, biology class 10, class 11th biology, biology class 11, online bcs preparation and others. Stay with Learning View bd.

2 thoughts on “বিসিএস প্রস্তুতি, জীববিজ্ঞান mcq for biology class 9 and online bcs preparation.”

Leave a Comment