বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম – একদম সহজ

আমরা বাঙালি। কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলা সন সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। বাংলা সাল ও তারিখ আমরা অনেকেই জানিনা। যেমন, আমরা আমাদের ইংরেজি জন্ম তারিখ এবং জন্মসাল জানি। কিন্তু তার বাংলা তারিখ এবং সাল আমরা জানি না। তাই আজকে আমরা জানবো, বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম। আপনি আজকের এই পোস্ট থেকে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি তারিখ রূপান্তর করতে পারবেন।

বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম:

বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম এর বিভিন্ন পদ্ধতি রয়েছে। তবে আমরা সহজ একটি পদ্ধতি ব্যবহার করে, বাংলা থেকে ইংরেজি তারিখ রূপান্তর করব। 

বাংলা থেকে ইংরেজি তারিখ বের করার জন্য সহজ পদ্ধতি হল বাংলা মাসের সাথে ৫৯৩ সাল ৩ মাস ১৩ দিন যোগ করলেই ইংরেজি মাসের সাল,মাস ও দিন বের হয়ে যাবে।

একটি উদাহরণ দ্বারা, বাংলা থেকে ইংরেজি তারিখ রূপান্তর এর বিষয়টি ধারণা লাভ করা যাক। 

বাংলা থেকে ইংরেজি তারিখ রূপান্তর

যেমন, ২৫ জৈষ্ঠ ১৪০৪ ইংরেজি তারিখটি ইংরেজি সাল ও তারিখ কত হবে?

২৫ জৈষ্ঠ ১৪০৪ এর সাথে ৫৯৩ সাল ৩ মাস ১৩ দিন যোগ করেন

               ১৪০৪  ২  ২৫

                 ৫৯৩  ৩  ১৩

         যোগ করি

যোগফল= ১৯৯৭ – ৫ – ৩৮ দিন অর্থাৎ 

৩০ দিন মাসের হিসাবে গেলে হয় ৬ মাস  তাঁহলে হল : ১৯৯৭ (সাল) – ৬ (মাস) -৮  (দিন)

অর্থাৎ ২৫ জৈষ্ঠ ১৪০৪ ছিল ইংরেজি সাল ১৯৯৭, জুন মাসের ৮ তারিখ।

তাহলে এবার বাংলা থেকে ইংরেজি তারিখ বের করার জন্য আপনি একটি প্রশ্ন সমাধান করুন। 

প্রশ্ন : 1998 সালের ভাদ্র মাসের ১৮ তারিখ ইংরেজী কোন মাস, কত তারিখ?

উত্তর:: 1998 সালের ভাদ্র মাসের ১৮ তারিখ ইংরেজী সেপ্টেম্বর মাসের ২ তারিখ।

পড়ুন: ৫০০ + এক কথায় প্রকাশ PDF সহ

bangla rupchorcha book pdf

বাংলা থেকে ইংরেজি তারিখ রূপান্তর প্রয়োজনীয়তা

অনেক সময় আমরা আমাদের বাংলা তারিখ জানি। কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্র বিভিন্ন ফরম পূরণ করার জন্য আমাদের ইংরেজি তারিখ প্রয়োজন হতে পারে। তখন আমরা বাসায় এসে আমাদের ইংরেজি তারিখ নেওয়ার সময় থাকবে না। অথবা আপনি অন্যের সাহায্য নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে নিজে নিজে বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষই আমরা বের করতে পারি না। তাই আমরা চেষ্টা করেছি খুব সহজ উপায়ে কিভাবে আপনি বাংলা থেকে ইংরেজি তারিখ রূপান্তর করতে পারবেন তার সমাধান দিতে।

তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?

পরিশেষে,

আশা করি, এই পোষ্টের মাধ্যমে আপনি বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম ভালোভাবে জানতে পেরেছেন। আমরা আশাবাদী এখন থেকে আপনি বাংলা থেকে ইংরেজি তারিখ রূপান্তর করতে পারবেন। আপনার যদি আরো কোনো ভালো উপায় জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment