প্যারাডক্সিক্যাল সাজিদ pdf | প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২

প্যারাডক্সিক্যাল সাজিদ pdf বই অনলাইনে খোঁজাখুঁজি করে। আজকে আমরা প্যারাডক্সিক্যাল সাজিদ বই 1 ও 2 আপনাদের সরবরাহ করব। তবে আমাদের ওয়েবসাইট কোন প্রকার বই স্ক্যান বা কপি করে না। আশা করি আপনারা প্যারাডক্সিক্যাল সাজিদ pdf বই পেয়ে উপকৃত হবেন। 

Paradoxical Sajid pdf

আমাদের ওয়েব সাইট কোন প্রকার বই কপি কিংবা স্ক্যান করে না। প্যারাডক্সিক্যাল সাজিদ pdf বই আমরা কপি করিনি। আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টারনেট থেকে Paradoxical Sajid pdf বইটি পিডিএফ সংগ্রহ করেছি। তার পরেও যদি স্বত্বাধিকারীর কোনো আপত্তি থাকে আমাদের জানাতে পারেন। আমরা বইটি 24 ঘণ্টার মধ্যে রিমুভ করে দিব। 

Read More:

সানজাক ই উসমান pdf book-Sanjak e usman pdf book

চোখ ও চশমা pdf – ডক্টর নজরুল ইসলাম বইটি নিন ফ্রিতে

শিশুর যত্ন pdf | শিশুর সাথে আচরণ | শিশুর যত্ন কিভাবে নিতে হয়

প্যারাডক্সিক্যাল সাজিদ বই সম্পর্কে বর্তমানে জানেনা এমন মানুষ কম রয়েছে। খুব অল্প সময়ে প্যারাডক্সিক্যাল সাজিদ বই জনপ্রিয় হয়েছে। বাংলাদেশী লেখক আরিফ আজাদ এর ইসলাম বিষয়ক ধারাবাহিক গ্রন্থ সিরিজ হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ। সাজিদ নামক একজন রূপক মানুষকে সাজিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ভিত্তিক সমাহার বই হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ। ইসলাম বিরোধী প্রশ্নগুলোকে ইসলামী তথ্য ও যুক্তি, দর্শন ও বাস্তবতার মাধ্যমে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন। 

প্যারাডক্সিক্যাল সাজিদ গল্পে মূল চরিত্র হচ্ছে সাজিদ। গল্পের পার্শ্বচরিত্র হিসেবে ছিলেন লেখক নিজেই। অর্থাৎ আরিফ আজাদ। তারা দুজনেই রুমমেট। অর্থাৎ তারা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজনেই অনুজীব বিজ্ঞানের ছাত্র। সাজিদকে প্রথমদিকে সংশয়বাদী রূপে দেখা যায়। এরপর সৃষ্টিকর্তার অস্তিত্ব-অনস্তিত্ব নিয়ে যুক্তি তর্কের শেষ পর্যায়ে সাজিদ স্রষ্টা এবং ইসলামের বিশ্বাস পুনরায় ফিরে পায়। এরপর বিভিন্ন কৌতুহলী মানুষের কাছে তিনি তাঁর বিশ্বাসের বড় অভাব অর্থাৎ সত্য ইসলামকে তুলে ধরতে শুরু করে। 

প্যারাডক্সিক্যাল সাজিদ pdf বই এর প্রত্যেকটি অংশে যেন কৌতূহল এবং রহস্য লুকিয়ে রয়েছে। যা পাঠকদের অন্তর ছুঁয়ে যায়। 

সাজিদ যুক্তির মাধ্যমে ইসলাম নিয়ে যাবতীয় সংশয় দূর করার প্রচেষ্টা চালায়। নিচের শিক্ষক মফিজুর রহমান কে সাজিদ তাকদীর অর্থাৎ ভাগ্য সম্পর্কে বোঝায়।  তিনি বোঝায়, তাকদীর অর্থাৎ ভাগ্য ইস্যুতে স্রষ্টা বিতর্কিত নন।  বিপ্লব দার কাছে এসে প্রমাণ করে কিভাবে কোয়ান্টাম মেকানিক্স স্রষ্টাকে কোনোভাবেই খারিজ করে দিতে পারবে না। কিভাবে স্রষ্টা মেহেরবান হওয়া সত্বেও জাহান্নামের মত শাস্তিকর জিনিস তৈরি করেছেন, তা বেঝায়। এভাবে মানুষের মাঝে লুকিয়ে থাকা বিভিন্ন প্রশ্নের আলোকে সাজিদ বিভিন্ন মানুষের কাছে যায় এবং এগুলোর সত্যতা উন্মোচন করে। যার মাধ্যমে স্রষ্টা সম্পর্কে যাবতীয় প্রশ্ন দূর হয়ে যায়। যুক্তিতর্ক এবং রহস্যঘেরা সংলাপের কারণেই প্যারাডক্সিক্যাল সাজিদ বই খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। 

প্যারাডক্সিক্যাল সাজিদ 1 গ্রন্থটি প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের প্রথম বই। 2017 সালের ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশিত হয়। বইটি প্রকাশ করে গার্ডিয়ান পাবলিকেশন। অল্পদিনের মধ্যেই প্যারাডক্সিক্যাল সাজিদ বেস্টসেলার এর তালিকায় চলে আসে। 

প্যারাডক্সিক্যাল সাজিদ pdf-১ ও ২ : Paradoxical Sajid pdf

প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটি 2019 সালের একুশে বই মেলায় প্রকাশিত হয়। পরবর্তীতে প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বেস্টসেলার হিসেবে চলে আসে। 

প্যারাডক্সিক্যাল সাজিদ pdf (Paradoxical Sajid pdf) এর মত অনেক বই পিডিএফ সহকারে আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এজন্য ভিজিট করুন এখানে। 

1 thought on “প্যারাডক্সিক্যাল সাজিদ pdf | প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২”

Leave a Comment