টেলিটক ব্যালেন্স চেক সহ টেলিটক সিমের সকল কোড একসাথে

আমরা অনেকেই টেলিটক সিম ব্যবহার করি।  কিন্তু কিভাবে টেলিটক ব্যালেন্স চেক করতে হয় তা জানি না।  এজন্য আমরা অন্যদের শরণাপন্ন হই।  কিন্তু আপনি যদি আজকের এই লেখাটি পড়েন তাহলে আপনি খুব সহজেই আপনার টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। 

একটি কথা বলে দেই, এই পোস্টে টেলিটক ব্যালেন্স চেক করার জন্য কোডসহ টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক এবং টেলিটক সিমের প্রয়োজনীয় বিভিন্ন কোড আপনাদের সাথে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত আমাদের পোষ্ট টি পড়ুন।

টেলিটক ব্যালেন্স চেক

আপনারা আমাদের এই পোস্টে টেলিটক ব্যালেন্স চেক এর যে বিষয় সম্পর্কে জানতে পারবেন:

টেলিটক মোবাইল ব্যালেন্স চেক

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক 

টেলিটক মিনিট ব্যালেন্স চেক 

টেলিটক এসএমএস ব্যালেন্স চেক 

টেলিটক সিমের নাম্বার দেখার কোড বা টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক সিমের বিভিন্ন অফার দেখার কোড

এছাড়াও কিভাবে টেলিটকের মাধ্যমে ইমারজেন্সি টাকা লোন নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত বলা হবে

আপনি ussd ব্যবহার করে খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আপনাদের বলে দেই কিভাবে টেলিটক সিমের ব্যালেন্স চেক করা যায়। 

আপনি আপনার মোবাইল হ্যান্ড সেটটি হাতে নিয়ে  *152#  ডায়াল করুনG সঙ্গে সঙ্গে আপনি আপনার টেলিটক সিমের ব্যালেন্স দেখতে পারবেন।

সুতরাং টেলিটক ব্যালেন্স চেক করার কোড হচ্ছে : *152# 

আশা করি এখন থেকে টেলিটক সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয় এনিয়ে আপনাদের কোন সমস্যা নেই।

আমরা এখন টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক কিভাবে করতে হয় তা জানবো: 

টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক :

বর্তমানে আমাদের অধিকাংশ  মানুষের স্মার্টফোন রয়েছে। আমরা সিমে ইন্টারনেট প্যাক কিনে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি। বিশেষ করে আমরা যখন বাইরে থাকি তখন আমাদের ওয়াইফাই সুবিধা থাকে না। এক্ষেত্রে আমরা মোবাইল ডাটার শরণাপন্ন হই। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়। 

এ কারণে অনেক সময় আমাদের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যায় কিন্তু আমরা ঠিক পাই না। এ কারণে আমাদের মোবাইলে থাকা মূল ব্যালেন্স শেষ হয়ে যায়। আপনাদের এই ভোগান্তির দূর করতে এখন আপনাদের সাথে শেয়ার করব: কিভাবে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায়।

টেলিটক সিম একটি উপকারিতা হচ্ছে আপনি ব্যালেন্স চেক যেভাবে করেছিলেন, ঠিক সেভাবেই টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়। অর্থাৎ 

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে:  *152# 

আপনার হ্যান্ডসেট থেকে প্রেস করার পরে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা ফলো করুন।

Read More:

টেলিটক নাম্বার চেক-টেলিটক নাম্বার দেখার উপায় জেনে নিন

টেলিটক ইন্টারনেট প্যাকেজ | টেলিটক সকল প্যাকেজ এর ডাটা প্যাক একসাথে

টেলিটক এমবি চেক- টেলিটক এমবি চেক করার কোড সহ সকল কোড

টেলিটক সিমের আরও সুবিধা হচ্ছে টেলিটক সমস্ত ব্যালেন্স চেক করার জন্য যেমন টেলিটক মোবাইল ব্যালেন্স চেক, টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক, টেলিটক মিনিট ব্যালেন্স চেক, টেলিটক এসএমএস ব্যালেন্স চেক করার সকল কোড ই একই।

  টেলিটক    কোড 
টেলিটক ব্যালেন্স চেক*152# 
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক*152# 
টেলিটক মিনিট ব্যালেন্স চেক*152# 
টেলিটক এসএমএস ব্যালেন্স চেক*152# 

টেলিটক সিমের নাম্বার দেখার কোড বা টেলিটক নাম্বার দেখার উপায়:

আপনি যদি আপনার টেলিটক সিমের নাম্বার ভুলে যান, তাহলে কি করবেন?চিন্তার কোন কারণ নেই। আমরা এখন বলে দিব আপনি আপনার নাম্বারটি কিভাবে দেখতে পারবেন। আপনি দুইটা উপায়ে আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে। দ্বিতীয়টি হচ্ছে ussd.

টেলিটক সিমের নাম্বার দেখার কোড (ussd)*551#
টেলিটক নাম্বার দেখার উপায় SMSমেসেজ অপশনে গিয়ে টাইপ করবেনTar তারপর send to 222

টেলিটক সিমের বিভিন্ন অফার দেখার কোড:

বিভিন্ন সিম কোম্পানি বিভিন্ন সময়ে গ্রাহকদের অফার দিয়ে থাকে।  এই অফার নিতে চায় না কে? আপনি যদি টেলিটক গ্রাহক হয়ে থাকেন,

টেলিটক সিমের বিভিন্ন অফার সম্পর্কে জানতে ডায়াল করুন:  *111#

অনেক সময় আমরা কার্ড এর মাধ্যমে রিচার্জ করে থাকি।  কিন্তু অনেকেই জানিনা কিভাবে রিচার্জ করতে হয়।  সে ক্ষেত্রে আমিন টেলিটক সিম ব্যালেন্স রিচার্জ করার কোড বলে দিচ্ছি:

টেলিটক সিম ব্যালেন্স রিচার্জ: *১৫১* গোপন নাম্বার #

টেলিটক জরুরি ব্যালেন্স সেবা বা Teletalk emergency balance service:

টেলিটক জরুরি ব্যালেন্স সেবা বা ইমারজেন্সি ব্যালেন্স সেবা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই আমাদের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরে আমরা রিচার্জ করার জন্য অপেক্ষায় থাকি। কিন্তু যদি আমরা ইমারজেন্সি ব্যালেন্স সম্পর্কে জানি, তাহলে খুব সহজেই ব্যালেন্স রিচার্জ করতে পারি। যখন আপনার মোবাইলের সিমের ব্যালেন্স এর পরিমাণ শূন্য হয়ে যাবে বা খুবই নিম্ন হয়ে যাবে, তখনই টেলিটক আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স সেবা দিবে।

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স দিতে আপনি দুইটা উপায় অবলম্বন করতে পারেন।

  1. SMS
  2. USSD

আপনি  Teletalk emergency balance নিতে পারবেন কিনা অথবা লোন নিতে পারবেন কিনা তা জানার জন্য ডায়াল করুন *1122#  অথবা এসএমএস করুন “Loan” লিখুন এবং send করুন 1122 এভাবে। 

10tk এর উপরে ইমারজেন্সি ব্যালেন্স নিলে আপনাকে চার্জ কাটা হবে। 

Teletalk emergency balance Code:

USD CODEএসএমএসব্যালেন্স পরিমাণসার্ভিস ফী
Dial *1122*10#SMS “10” and send to 1122১০
*1122*12#“12” and send to 1122১২১.৬০
*1122*20#“20” and send to 1122২০২.৬৭
*1122*30#“30” and send to 1122৩০
*1122*50#SMS “50” and send to 1122৫০৬.৬০

আশা করি এই প্রশ্নের মাধ্যমে আপনাদের টেলিটক ব্যালেন্স চেক , টেলিটক মোবাইল ব্যালেন্স চেক, টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক, টেলিটক মিনিট ব্যালেন্স চেক , টেলিটক এসএমএস ব্যালেন্স চেক , টেলিটক সিমের নাম্বার দেখার কোড বা টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটক সিমের বিভিন্ন অফার দেখার কোড, Teletalk emergency balance service বিষয়গুলো সমাধান হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।

1 thought on “টেলিটক ব্যালেন্স চেক সহ টেলিটক সিমের সকল কোড একসাথে”

Leave a Comment