একুশে বইমেলা অনুচ্ছেদ-সকল শ্রেণী

একুশে বইমেলা অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে একুশে বইমেলা অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

একুশে বইমেলা অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনুচ্ছেদ লেখার নিয়ম

অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:

  • অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
  • অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে
  • অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত
  • অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত

একুশে বইমেলা অনুচ্ছেদ

বাংলাদেশের সর্ববৃহৎ বই মেলা হচ্ছে একুশে বইমেলা। প্রতিবছর ফেব্রুয়ারি মাস জুড়ে একুশে বইমেলা বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। বই মানুষের পরম বন্ধু। জানার জন্য প্রয়োজন বই। জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজন বই। ইতিহাস, দর্শন, বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা প্রাপ্ত হওয়ার জন্য প্রয়োজন বই পড়া। বই ক্রয় করলে কেউ কোনদিন ক্ষতিগ্রস্ত হয় না। মানুষের জীবনে যত ভালো দিকগুলো রয়েছে তার মধ্যে বইপড়া অন্যতম। আমাদের বই পড়ার আগ্রহ কে আরো বাড়িয়ে দেয় বইমেলা। এজন্য আমাদের দেশে প্রতিবছর বইমেলার আয়োজন করা হয়। একুশে বই মেলার সার্বিক নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 1952 সালের ভাষা শহীদদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই একুশে বইমেলার আয়োজন করা হয়। তবে এখানে শুধুমাত্র ভাষা কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাওয়া যায় না। এখানে নানারকম বই পাওয়া যায়। বইপ্রেমীদের মিলন মেলা হচ্ছে একুশের বইমেলা। সারাদেশ থেকে বিভিন্ন লেখক কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন মানুষের জনসমাগম হয় একুশে বই মেলায়। নতুন নতুন লেখক তাদের বই প্রকাশ করে। এর ফলে লেখক এর সংখা বাড়তে থাকে। তেমনই বাড়তে থাকে পাঠকের সংখ্যা। যা একটি জাতির জন্য আশীর্বাদস্বরূপ। একুশে বই মেলায় থাকে যুবক, শিশু-কিশোর ইত্যাদি সকল শ্রেণীর মানুষের জন্য বই। বই মানুষের অকৃত্রিম বন্ধু। তাই আমাদের সকলের বই পড়ার অভ্যাস বাড়ানো উচিত। এজন্য একুশে বইমেলা আমাদের জীবনে গুরুত্ব বহন করে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট অনুচ্ছেদ

বৃক্ষরোপণ অনুচ্ছেদ

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা একুশে বইমেলা অনুচ্ছেদ পড়েছ। একুশে বইমেলা অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।

Leave a Comment