ইলেকট্রন আসক্তি এক পোষ্টে সবকিছু-ইলেকট্রন আসক্তি পর্যায়বৃত্ত ধর্ম

ইলেকট্রন আসক্তি পর্যায় সারণির একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন গ্রুপ এবং পর্যায় এর উপর ইলেকট্রন আসক্তির প্রভাব রয়েছে। ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। আজ আমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে বিশদ আলোচনা করব।

ইলেকট্রন আসক্তি কাকে বলে? 

গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়নে পরিনত করতে যে শক্তি নির্গত হয় তাকে ঐ মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

অর্থাৎ কোন একটি মৌলের মৌলের শেষ কক্ষপথের একটি নতুন ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি লাগবে তাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। যদি শক্তি বেশি প্রয়োজন হয় তাহলে ইলেকট্রন আসক্তি বেশি হবে এবং যদি শক্তি কম প্রয়োজন হয় তাহলে ইলেকট্রন আসক্তি কম লাগবে হবে।

আজ এই পোষ্টের মাধ্যমে আমরা যে সকল বিষয় সম্পর্কে অবহিত হতে পারব: ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি 

হ্যালোজেন গ্রুপের ইলেকট্রন আসক্তির ক্রম 

ইলেকট্রন আসক্তি কে কি দ্বারা প্রকাশ করা হয় 

F এর ইলেকট্রন আসক্তি কত 

নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি 

N ও F এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি 

ইলেকট্রন আসক্তির মান

ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম

কোন মৌলের ইলেকট্রন আসক্তি কম

Na এর ইলেকট্রন আসক্তি কত

Mg এর ইলেকট্রন আসক্তি কত

ইলেকট্রন আসক্তি কে কি দ্বারা প্রকাশ করা হয় ?

বিভিন্ন মৌলের ইলেকট্রন আসক্তি এর মান নির্ণয় বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। একটি গ্রুপের উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। তাই ইলেকট্রন আসক্তি কে প্রকাশ করার জন্য একটি একক প্রয়োজন। 

ইলেকট্রন আসক্তি কে kj mol^-1 দ্বারা প্রকাশ করা হয়।

বিভিন্ন মেীলের ইলেকট্রন আসক্তির মান:

Na এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর:-52.8 kj mol^-1

Mg এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: 0 kj mol^-1

F এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -328 kj mol^-1

Be এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: 0

Ca এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -2.37 kj mol^-1

Read More:

আয়নিকরণ শক্তি সবকিছু ক্লিয়ার-আয়নীকরণ শক্তির মান ও ক্রম

তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম -তড়িৎ ঋণাত্মকতা এর বিস্তারিত

পর্যায় সারণি- পর্যায় সারণি মনে রাখার কৌশল সহ বিস্তারিত

N এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -7 kj mol^-1

P এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -72 kj mol^-1

B এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -26.7 kj mol^-1

C এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -153.9 kj mol^-1

N এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -7

O এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -141 kj mol^-1

ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম:

কোন মৌলের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করানোর জন্য যে পরিমান শক্তি নির্গত হবে, তা হচ্ছে ইলেকট্রন আসক্তি। যদি ওই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয় তাহলে নিউক্লিয়াস কর্তৃক সর্ব শেষ কক্ষপথের ইলেকট্রন এর আকর্ষণ কম হয়। তাই খুব সহজে ইলেকট্রন ইলেকট্রন প্রবেশ করানো সম্ভব হয়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি কম হয়।

আবার যদি ওই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম হয় তাহলে নিউক্লিয়াস কর্তৃক সর্ব শেষ কক্ষপথের ইলেকট্রন এর আকর্ষণ বেশি হয়। তাই খুব সহজে ইলেকট্রন ইলেকট্রন প্রবেশ করানো সম্ভব হয় না। অর্থাৎ ইলেকট্রন আসক্তি বেশি হয়।

পর্যায় সারণিতে, পর্যায় এর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। তাহলে ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। 

আবার একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি কমে যায়।

সুতরাং আমরা বলতে পারি, ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম

হ্যালোজেন গ্রুপের ইলেকট্রন আসক্তির ক্রম :

অনেকেই হ্যালোজেন গ্রুপের ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চান তাদের জন্য নিম্নের টেবিল দেয়া হলো:

মৌলইলেকট্রন আসক্তি
F-328.8 kj mol-1
Cl-348.8 kj mol-1
Br-324 kj mol-1
I-295 kj mol-1

নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি:

যেহেতু নিষ্ক্রিয় গ্যাস অষ্টক পূর্ণ থাকে, তাই তারা কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এজন্য তারা কোন ইলেকট্রন কে তাদের কক্ষপথ থেকে বের হতে দেয় না, সেই সাথে প্রবেশ করতে দেয় না। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কোন ইলেকট্রন আসক্তি নেই।

নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি ক্রম:

মৌল ইলেকট্রন আসক্তি
Ne0 kj mol-1
Ar0 kj mol-1
Kr0 kj mol-1
Xe0 kj mol-1

N ও F এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি?

N এর ইলেকট্রন আসক্তি -7 kj mol-1 ও F এর ইলেকট্রন আসক্তি -328 kj mol-1

আশাকরি, ইলেকট্রন আসক্তি নিয়ে আমরা বিস্তারিত জেনে গেছি। আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল এ যুক্ত থাকতে পারেন। তাহলে পড়ালেখা বিষয়ক বিভিন্ন বিষয়ে জানতে পারবেন এবং শিখতে পারবেন।

fb: Learning View Bd

YouTube: Learning View Bd

You May Like:

2 thoughts on “ইলেকট্রন আসক্তি এক পোষ্টে সবকিছু-ইলেকট্রন আসক্তি পর্যায়বৃত্ত ধর্ম”

Leave a Comment