স্বাধীনতা দিবস অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে স্বাধীনতা দিবস অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:
- অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে।
- অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে।
- অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত।
- অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত।
স্বাধীনতা দিবস অনুচ্ছেদ
26 শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা অর্থ মুক্তি, স্বাধীনভাবে বেঁচে থাকা। তবে এই স্বাধীনতার অর্থ ব্যাপক। খুব সহজে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয় না। প্রয়োজন হয় অনেক ত্যাগ তিতিক্ষার এবং সাহসের। যা সব জাতি করতে পারেনা। বাঙ্গালীদের জীবনের এক গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ দিন 1971 সালের 26 মার্চ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়। তবে এই স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। তখন পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে দুটি অঞ্চল ছিলো। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেমন অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ছিল পিছিয়ে। তারা বিভিন্নভাবে শোষিত হচ্ছিল। এর ফলে বাংলার দুঃসাহসিক অভিযাত্রীরা আন্দোলনে ফেটে পড়ে। ১৯৭১ সালের ২৫এ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালায় নিরস্ত্র বাঙালির ওপর। মধ্যরাতের পর হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান। তবে গ্রেফতার হওয়ার আগে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষণার পরপর সারা বাংলার মানুষ জেগে ওঠে। তারা অধিকার আদায়ে বদ্ধপরিকর হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা পাই স্বাধীন বাংলাদেশ। তাই ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে গুরুত্ব বহন করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা স্বাধীনতা দিবস অনুচ্ছেদ পড়েছ। স্বাধীনতা দিবস অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।