সেট ও ফাংশন ssc -সেট ও ফাংশন ফুল টিউটোরিয়াল-SSC Preparation

আজ আমরা জানবো সেট ও ফাংশন ssc. SSC Preparation পরীক্ষার্থীদের জন্য সেট ও ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের টিউটোরিয়াল দেখেন তাহলে সেট ও ফাংশন নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকার কথা নয়। তাই আপনাদের অনুরোধ করবো আমাদের সেট ও ফাংশন ssc টিউটোরিয়াল গুলো দেখার। 

আপনারা আমাদের সম্পূর্ণ সেট ও ফাংশন টিউটোরিয়াল ইউটিউব এর মাধ্যমে দেখতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে: Learning View Bd

Next Video: Please go to our YouTube Channel “Learning View Bd”.

সেট ও ফাংশন নবম দশম শ্রেণী

বীজগণিতের সূত্র সমূহ | বীজগণিতের সকল সূত্র সমূহ এর বাইরে নেই

ধারার সূত্রাবলী | সমান্তর ধারা | bcs math | ধারার সূত্রাবলী pdf

সেট কাকে বলে?

দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুর সংগ্রহ কিংবা গুচ্ছ বোঝাতে আমরা সেট শব্দটি ব্যবহার করে থাকি। অংকের ক্ষেত্রেও সেট অনেকটা তেমন। অর্থাৎ আমরা অনেকগুলো সংখ্যাকে আলাদা আলাদা না রেখে যদি একটি দলবদ্ধ করতে পারি, তাহলে তাকে সেট বলা যাবে। যেমন, আপনার এলাকায় যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, তাদের সকলকে যদি একটি ক্লাবের আওতাভুক্ত করা হয়, তাহলে তা একটি সেট হয়ে যাবে।

আশাকরি SSC Preparation সেট ও ফাংশন ssc নিয়ে আপনাদের তেমন কোন সমস্যা নেই। যদি কোন সমস্যা থাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অথবা ইউটিউবে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন।

Leave a Comment