সমতুল ভগ্নাংশ কাকে বলে? জেনে নিন বিস্তারিত

সমতুল ভগ্নাংশ কাকে বলে: গণিতে সমতুল ভগ্নাংশ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। গণিতের নিত্যনৈমিত্তিক ব্যাপার হচ্ছে ভগ্নাংশ। কিন্তু আমরা কি জানি সমতুল ভগ্নাংশ কাকে বলে? আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানব সমতুল ভগ্নাংশ সম্পর্কে।

সমতুল ভগ্নাংশ কাকে বলে?

উত্তর: দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে।

Example: 3/4=3/4

আবার ভগ্নাংশকে সরলীকৃত করেও সমতুল ভগ্নাংশ প্রকাশ করা যায়।

Example: 9/12 = 6/8

এই ভগ্নাংশ দুইটাকে সরলীকৃত করলে বা কাটাকাটি করলে আমরা পাই 3/4। যা সমতুল ভগ্নাংশ।

Read More: বীজগণিতের সূত্র সমূহ | বীজগণিতের সকল সূত্র সমূহ এর বাইরে নেই

ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কত প্রকার ও কি কি?

ধারার সূত্রাবলী

পাটিগণিত এর সূত্র | পাটিগণিত সকল সূত্র একসাথে সাথে pdf

মোটকথা যদি দুইটি বা তার বেশি ভগ্নাংশের সরলীকৃত মান গুলো যদি সমান হয় তাহলে তাকে সমতুল ভগ্নাংশ বলে

ভগ্নাংশ কয় প্রকার ও কি কি?

ভগ্নাংশ তিন প্রকার
১) প্রকৃত ভগ্নাংশ
২) অপ্রকৃত ভগ্নাংশ
৩) মিশ্র ভগ্নাংশ

আশা করি আমরা সকলে সমতুল ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। সমতুল ভগ্নাংশ কাকে বলে তা বুঝতে পেরেছি। যদি আমরা গণিতের আরো এডভান্স লেভেল প্রিপারেশন নিতে চাই, তাহলে আমরা তোমাদের বলব আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে। কারণ আমাদের চ্যানেলে আমরা এমন অনেক তথ্য দেই, যা তোমাদের পড়ালেখায় উপকার করবে। আমাদের ইউটিউব চ্যানেল:

Leave a Comment