শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ জুন পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ জুন পর্যন্ত!! হ্যাঁ। ঠিকই শুনেছেন। আবারও বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। চলুন জেনে নেই বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল এবং কলেজের) চলমান যে ছুটি চলছে তা আগামী 30 জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শনিবার (১২ জুন)  দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যে ঘোষণা দেয়া হয়েছিল সে অনুযায়ী, আজ শনিবার (১২ জুন) পর্যন্ত স্কুল ও কলেজের ছুটি ছিল। অর্থাৎ কাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।

দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আবারও অবনতি হচ্ছে এবং নতুন করে দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে বা কঠোরভাবে লকডাউন দেয়া হচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং সকলের সার্বিক সুস্বাস্থ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি সাথে পরামর্শ করে দেশে স্কুল এবং কলেজ পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদরাসা সমূহের চলমান ছুটি আগামী 30 জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দেশে করোনা পরিস্থিতির অনুকূলতা সাপেক্ষে 13 জুন থেকে দেশের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারাচ্ছে। বেশিরভাগ সময় তারা মোবাইলে বিভিন্ন প্রকার গেম খেলে সময় অপচয় করছে। শুধু তাই নয় তাদের মানসিক অবস্থার অবনতি ঘটছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক দিন ধরে বন্ধ রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে প্রথমে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। এরপরে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলার সাপেক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পূর্বে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের টিকার আওতায় আনার বিষয়টি লক্ষণীয়।

শিক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন, কবে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে? এছাড়া এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কবে হবে সে বিষয়েও রয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যে এসএসসি এবং এইচএসসি এর জন্য নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আপনারা ছাড়া নতুন সিলেবাস পাননি তারা এখান থেকে সিলেবাস কালেক্ট করতে পারেন।

দেশের শিক্ষাবিদরা অভিভাবকদের অনুরোধ করেছেন, তাদের সন্তানদের দিকে খেয়াল রাখতে। বিশেষ করে মানসিক স্বাস্থ্যের দিকে। যেহেতু করোনা পরিস্থিতির উন্নতি না হলে কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়, তাই অভিভাবকদেরকে এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। আমরা সকলেই চাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হোক এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক। আমরা আর ছুটি চাই না। চাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক। এজন্য অবশ্য প্রয়োজন আমাদের সচেতনতা বৃদ্ধি। যেন কোভিড-১৯ এর সংক্রমণ কমে যায়।

দেশের শিক্ষা বিষয়ক নতুন নতুন তথ্য জানতে ভিজিট করুন এখানে

আমাদের সকল পোস্ট পেতে ক্লিক করুন এখানে

Leave a Comment