মৌলিক সংখ্যা কাকে বলে: গণিতে মৌলিক সংখ্যা গুরুত্বপূর্ণ একটি বিষয়। মৌলিক সংখ্যা নির্ণয় করা সহজ। কিন্তু অনেকের কাছে কঠিন। তবে প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যার সংজ্ঞা থেকে আমরা মৌলিক সংখ্যা বের করতে পারবো। আশা করি আজকের এই পোস্ট এর মাধ্যমে মৌলিক সংখ্যা নিয়ে যাবতীয় প্রশ্ন এর অবসান হবে।

মৌলিক সংখ্যা কাকে বলে?
যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়।
অন্যভাবে, মৌলিক সংখ্যা হল এমন প্রাকৃতিক সংখ্যা যার কেবলমাত্র দুটো পৃথক উৎপাদক আছে: ১ এবং ঐ সংখ্যাটি নিজে।
অর্থাৎ মৌলিক সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে।
যেমন 11. 11 সংখ্যাকে শুধুমাত্র 1 এবং 11 সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 2 বা 3 ইত্যাদি সংখ্যা দ্বারা ভাগ করতে চাই, তাহলে দশমিক আসবে। পূর্ণসংখ্যায় ভাগ করা যাচ্ছে না। সুতরাং 11 মৌলিক সংখ্যা।
আমরা একটি শর্টকাট টেকনিক মনে রাখতে পারি। জোড় সংখ্যার ক্ষেত্রে কোন মৌলিক সংখ্যা হয় না। কিন্তু মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। অর্থাৎ দুই মৌলিক সংখ্যা। কিন্তু অন্য কোন জোড় সংখ্যার জন্য মৌলিক সংখ্যা নেই। কারণ জনসংখ্যাকে 2 কিংবা অন্য কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়।
সীমা | মৌলিক সংখ্যা | মোট |
১ থেকে ১০ | ২, ৩, ৫, ৭ | 4 |
১১ থেকে ২০ | ১১, ১৩, ১৭, ১৯ | 4 |
২১ থেকে ৩০ | ২৩, ২৯ | 2 |
৩১ থেকে ৪০ | ৩১, ৩৭ | 2 |
৪১ থেকে ৫০ | ৪১, ৪৩, ৪৭ | 3 |
৫১ থেকে ৬০ | ৫৩, ৫৯ | 2 |
৬১ থেকে ৭০ | ৬১, ৬৭ | 2 |
৭১ থেকে ৮০ | ৭১, ৭৩, ৭৯ | 3 |
৮১ থেকে ৯০ | ৮৩, ৮৯ | 2 |
৯১ থেকে ১০০ | ৯৭ | 1 |
সুতরাং 1 থেকে 100 পর্যন্ত মোট 25 টি মৌলিক সংখ্যা রয়েছে।
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ২, ৩, ৫, ৭। সুতরাং, ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি।
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ১১, ১৩, ১৭, ১৯। সুতরাং, ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি।
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ২৩, ২৯। সুতরাং, ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি।
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ৩১, ৩৭। সুতরাং, ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি।
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ৪১, ৪৩, ৪৭। সুতরাং, ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি।
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ৫৩, ৫৯। সুতরাং, ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি।
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ৬১, ৬৭। সুতরাং, ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি।
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ৭১, ৭৩, ৭৯। সুতরাং, ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি।
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ৮৩, ৮৯। সুতরাং, ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি।
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ ৯৭। সুতরাং, ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি।
Read More: বীজগণিতের সূত্র সমূহ | বীজগণিতের সকল সূত্র সমূহ এর বাইরে নেই
সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
সমতুল ভগ্নাংশ কাকে বলে? জেনে নিন বিস্তারিত
ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কত প্রকার ও কি কি?
পাটিগণিত এর সূত্র | পাটিগণিত সকল সূত্র একসাথে সাথে pdf

যৌগিক সংখ্যা কাকে বলে
যৌগিক সংখ্যা: যে সংখ্যাগুলি ১ এবং সেই সংখ্যা বাদেও অন্য সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য, তাদেরকে যৌগিক সংখ্যা বলে । যেমন:- ৮, ৯, ১৫, ২০
সুতরাং মৌলিক সংখ্যার বিপরীত হচ্ছে যৌগিক সংখ্যা।
মৌলিক সংখ্যা কাকে বলে, এর পাশাপাশি আমরা কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর দেখব।
১। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(ক) ৫৯
(খ) ১৫
(গ) ২০
(ঘ) ৬৩
উত্তর:- (ক) ৫৯
২। নিচের কোন সংখ্যাটি মৌলিক?
(ক) ৫৫
(খ) ৫৩
(গ) ৩৯
(ঘ) ৪৯
উত্তর:- (খ) ৫৩
৩। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(ক) ৯৯
(খ) ৪৭
(গ) ১৪৫
(ঘ) ৯১
উত্তর:- (খ) ৪৭
আশাকরি মৌলিক সংখ্যা কাকে বলে এসংক্রান্ত প্রশ্নের অবসান হয়েছে। আপনারা এখন থেকে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন। তবে মনে রাখতে হবে সর্বপ্রথম মৌলিক সংখ্যা 2 .অর্থাৎ দুই থেকে মৌলিক সংখ্যা শুরু হয়।