ভাষা আন্দোলন অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো ভাষা আন্দোলন অনুচ্ছেদ। ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক চিরস্মরণীয় আন্দোলন। এই ইতিহাস ধারণ করে আমাদের বাংলা ভাষার এগিয়ে চলা. তাই অনুচ্ছেদ টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ভাষা আন্দোলন অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:
- অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
- অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি ।
- তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে ।
- অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত।
অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত।
ভাষা আন্দোলন অনুচ্ছেদ শুরু
পৃথিবীতে এমন আন্দোলন খুব কম আছে যা ভাষা কে কেন্দ্র করে হয়েছে। ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন এমন দেশ খুবই কম। এমনই এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে আমাদের দেশ বাংলাদেশ। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে মূলত ভাষা আন্দোলন এর সূচনা। বাংলাকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক ভাষার প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব আসে গণআজাদী লীগ এর পক্ষ থেকে ১৯৪৭ সালে। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার লক্ষ্যে তমুদ্দিন মজলিস একটি বই প্রকাশ করে, যার নাম ছিল ”পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু”? তবে তারা এই বইয়ে বাংলা এবং উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার অনুরোধ করেছিল। তবে সমগ্র পাকিস্তানের 56 শতাংশ মানুষের ভাষা ছিল বাংলা ভাষা। ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ এক অনুষ্ঠানে ঘোষণা করেন, ”উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা”। এরপরে বাংলার ছাত্র সমাজ আন্দোলনে ফেটে পড়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট ভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করে। এসময় সেখানে 144 ধারা জারি করা হয়। তবে পূর্ব পাকিস্তানের ছাত্ররা এই ধারা অমান্য করে সামনে এগিয়ে যায়। এতে পুলিশ গুলি চালায়। মারা যায় সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। এরপরে বাংলার ছাত্রসমাজ সহ সকলে পুরো বাংলায় বিক্ষোভে ফেটে পড়ে। অবশেষে বিক্ষোভের মুখে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। একুশে ফেব্রুয়ারি তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা আন্দোলন অনুচ্ছেদ শেষ
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভাষা আন্দোলন অনুচ্ছেদ ভালো করে বুঝতে পেরেছ। শুধুমাত্র ভাষা আন্দোলন আমাদের পড়লে হবে না, ইতিহাস জানতে হবে না। ভাষা আন্দোলন কে মনে ধারণ করতে হবে। তাহলে বাংলা ভাষার উন্নতি সাধিত হবে। তাই ভাষা আন্দোলন অনুচ্ছেদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ডিজিটাল বাংলাদেশ রচনা – ডিজিটাল বাংলাদেশ
ভাষা আন্দোলন অনুচ্ছেদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের শপথ নিতে হবে বাংলা ভাষার উন্নতিতে কাজ করার জন্য। দুঃখ হলেও সত্য আমরা অনেকেই সঠিকভাবে বাংলা উচ্চারণ করতে পারিনা। বাংলা ভাষাকে সম্মান করতে পারিনা। এমনটা হলে সালাম, জব্বার, রফিক, বরকত সহ যারা বাংলা ভাষার দাবিতে প্রাণ দিয়েছেন, তাদের প্রাণ বৃথা যাবে। তাই আসুন ভাষা আন্দোলন অনুচ্ছেদ থেকেই আমরা বাংলা ভাষার উন্নতিতে কাজ করি।