বৃক্ষরোপণ অনুচ্ছেদ- বৃক্ষরোপণ সকল ক্লাস

বৃক্ষরোপণ অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে বৃক্ষরোপণ অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

বৃক্ষরোপণ অনুচ্ছেদ

বৃক্ষরোপণ অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:

  • অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
  • অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে
  • অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত
  • অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত

বৃক্ষরোপণ অনুচ্ছেদ

বৃক্ষরোপণ হচ্ছে গাছ রোপন করা। বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। পৃথিবীতে এমন বন্ধু খুব কম পাওয়া যায় যারা বিনা স্বার্থে আমাদের উপকার করে। তবে বৃক্ষ তেমনি বন্ধু। আমরা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন বৃক্ষ হতে পাই। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তা পরিবেশের জন্য ক্ষতিকর। গাছ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে আমাদের পরিবেশকে রক্ষা করে। গৃষ্মকালে যখন চারিদিকে প্রচুর গরম, তখন বৃক্ষের নিচে পাওয়া যায় পরম প্রশান্তি। বৃক্ষ হতে আমরা খাদ্য পাই। এছাড়াও পরিবেশের তাপমাত্রা ঠিক রাখার জন্য প্রয়োজন বৃক্ষ। অতিরিক্ত বৃক্ষনিধন এর ফলে জলবায়ু পরিবর্তন দেখা যায়। অসময়ে বৃষ্টি, খরা ইত্যাদি দেখা যায়। তাই আমাদের সকলের প্রয়োজন বেশি বেশি বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সকলকে বুঝে বোঝানো উচিত। এ জন্য সরকারি-বেসরকারি এবং ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণের প্রতি জোর দেওয়া প্রয়োজন। আমাদের শপথ করা উচিত একটি বৃক্ষ নিধন করলে, সেখানে অন্তত দুইটা বৃক্ষরোপণ করা।

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ

বই পড়া অনুচ্ছেদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ

শীতের সকাল অনুচ্ছেদ

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা বৃক্ষরোপণ অনুচ্ছেদ পড়েছ। বৃক্ষরোপণ অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।

3 thoughts on “বৃক্ষরোপণ অনুচ্ছেদ- বৃক্ষরোপণ সকল ক্লাস”

Leave a Comment