বিসিএস বাংলা প্রস্তুতি| বিসিএস প্রস্তুতি প্রশ্ন| বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

বিসিএস প্রস্তুতি: বিসিএস যেনো স্বপ্ন, অনেকে বিসিএস কে সোনার হরিণ বলে থাকে। আমি বা আপনি সবাই চাই বিসিএস নামক সোনার হরিণ হাতে পেতে। এ জন্য বিসিএস স্বপ্নকে সত্যি করতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। এই লেখাতে আপনারা ৩০ টি করে বিসিএস বাংলা প্রশ্ন পেয়ে যাবেন। আপনাদের কাজ হলো কমেন্ট সেকশন এ যেয়ে উত্তর গুলো দেওয়া। প্রতি সপ্তাহে বিসিএস প্রিপারেশন এর জন্য বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।

আপনাদের বিসিএস বাংলা উত্তর গুলো নির্ধারিত দিনে পাব্লিশ করা হবে। তাই কারো উত্তর অন্য কেউ পরীক্ষার দিন দেখতে পারবেন না। আমাদের সাথে বিসিএস প্রস্তুতি নিতে ফেসবুক গ্রুপে জয়েন হোন। [ BCS Advance Preparation (বিসিএস প্রস্তুতি) ]

আমাদের ওয়েবসাইটে বিসিএস সম্পর্কিত কি কি পাবেন?

বিসিএস প্রশ্ন( বিগত বছরের)

বিসিএস পরীক্ষার যোগ্যতা      

বিসিএস লিখিত সিলেবাস        

বিসিএস ক্যাডার ধাপসমূহ       

বিসিএস প্রস্তুতি      

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস

বিসিএস বই পিডিএফ

Miracle English literature pdf

তাহলে আজকের বিসিএস প্রস্তুতি হিসেবে বিসিএস বাংলা প্রশ্ন গুলো দেওয়া হলো:

বিসিএস প্রস্তুতি: বাংলা

১) বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?

ক) ক-বর্গের   খ) ট-বর্গের  গ) ত-বর্গের   ঘ) প-বর্গের               

২) বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে?

ক)ছয়টা  খ)সাতটা গ)নয়টা   ঘ)দশটা

৩) নিচের কোনটি সমীভবনের উদাহরণ ?

ক)পক্কা > পকক খ)শরীর > শরীল গ)পাকা > পাক্কা   ঘ)কাঁদনা > কান্না

৪) কোন বানানটি শুদ্ধ?

ক)আচার্যনী  খ)আচার্যানী  গ)আচাযানি  ঘ)আর্চার্যানি

৫) কোন দুটি স্বরবর্ণের পরে ‘ষ’ এর প্রয়োগ হয় না ?

ক.অ, আ    খ) ঐ, উ   গ)ই, প      ঘ)এ, ঐ

৬) ‘প্রাকৃত’ এর অর্থ কি ?

ক)মূল  খ)স্বাভাবিক  গ)পুরাতন   ঘ)নতুন

৭) বাংলা গদ্য কোন যুগের নিদর্শন?

ক) আধুনিক যুগ  খ) প্রাচীন যুগ  গ) মধ্য যুগ  ঘ) বর্তমান যুগ

৮) ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টি শাখা?

ক) একটি   খ) দুইটি   গ) তিনটি   ঘ)চারটি

৯) চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে?

ক) নদীয়া   খ) মিথিলা  গ) আরাকান  ঘ) চুরুলিয়া

১০) বাংলায় শব্দ গঠনে কত প্রকার প্রত্যয় ব্যবহৃত হয়?

ক) ১  খ) ২  গ) ৩   ঘ) ৪

১১) বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি?

ক) তৃতীয় বর্ণ  খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ  গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ   ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

১২) নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি?

ক) আয়    খ) আম   গ) কুপ   ঘ) লিলি

১৩) জিহ্বামূলীয় বর্ণ কোনটি?

ক) গ   খ) ন   গ) ক   ঘ) থ

১৪. কোন ভাষারীতিতে স্বরসঙ্গতি অভিশ্রুতি এর ব্যবহার নেই?

ক) সাধু ভাষারীতি  খ) চলিত ভাষারীতি  গ) উপভাষা  ঘ) সকল ভাষারীতি

১৫. চলিত ভাষা কোন নদী তীরবর্তী মানুষের ভাষা?

ক) পদ্মা  খ) মেঘনা  গ) গঙ্গা  ঘ) ভাগীরথী

১৬) কোন বানান শুদ্ধ?

ক) ধুলিস্যাৎ   খ) ধুলিসাৎ   গ) ধুলিষাৎ   ঘ) অভিশেক

১৭) নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ণ এর ব্যবহার আছে?

ক) শোষণ   খ) ঠান্ডা   গ) শ্রবণ  ঘ) লক্ষণ

১৮. বিসর্গ (ঃ) বর্ণটি কোন বর্ণের রূপান্তর?

ক) স   খ) হ   গ) ম    ঘ) শ

১৯) গ্রীক ভাষায় Grammer শব্দের অর্থ কি?

ক) নিয়ম তন্ত্র   খ) শব্দ শাস্ত্র   গ) ব্যাকরণ শাস্ত্র   ঘ) ভাষা শাস্ত্র

২০) ব্যাকরণ এর উচ্চতর পর্যায়ে আলোচিত হয় নিম্নের কোনটি?

ক) বাক্যতত্ত্ব   খ) ধ্বনিতত্ত্ব   গ) শব্দতত্ত্ব    ঘ) অর্থতত্ত্ব

২১) ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?

ক)  ১    খ)  ২     গ)   ৩      ঘ) ৪

২২) কবাট> কপাট কোন ধরনের পরিবর্তন?

ক) ব্যঞ্জনবিকৃতি    খ) ধ্বনিবিপর্যয়   গ) সম্প্রকর্ষ   ঘ) ব্যঞ্জনচ্যুতি    

২৩) নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?

ক) চারি> চাইর   খ) টপ+টপ= টপাটপ  গ) গ্রাম> গেরাম  ঘ)  শিকা> শিকে

২৪) নিচের কোনটি নিলীন বর্ণ?

ক)  আ   খ)  ঋ  গ) হ   ঘ) অ

২৫) ঞ্জ এর যুক্তব্যঞ্জন কি?

ক) জ্ + ঞ     খ) ঞ্+জ    গ) ঞ্+ ঝ    ঘ)

২৬) শব্দতত্ত্ব কে কি বলা হয়?

ক) রুপ তত্ত্ব    খ) ধ্বনিতত্ত্ব   গ) অর্থতত্ত্ব   ঘ) বাক্যতত্ত্ব

২৭) বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি সম্পর্কে আলোচনা করা হয়?

ক) রুপ তত্ত্ব    খ) ধ্বনিতত্ত্ব   গ) অর্থতত্ত্ব   ঘ) বাক্যতত্ত্ব

২৮) ব্রাহ্মী লিপি কোন রাজাদের আমলে পরিবর্তিত হয়?

ক) অশোক ও আকবর   খ) পাল ও সেন  গ) অশোক ও পাল   ঘ) কুশান ও গুপ্ত

২৯) কোন দুটি স্বরবর্ণের পরে ‘ষ’ এর প্রয়োগ হয় না ?

ক.অ, আ      খ.ঐ, উ         গ.ই, প           ঘ.এ, ঐ

৩০) ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?

ক.ণ -ত্ব বিধানের নিয়মানুসারে

খ.ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

গ.ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

ঘ.স্বাভাবিক নিয়মনুযায়ী

Bcs English literature pdf

bcs bangla literature pdf | বিসিএস বাংলা সাহিত্য বই

4 thoughts on “বিসিএস বাংলা প্রস্তুতি| বিসিএস প্রস্তুতি প্রশ্ন| বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি”

  1. ১) ঘ ২) খ ৩)ঘ ৪) খ ৫)ক ৬)খ ৭)ক ৮)খ ৯)খ ১০)খ ১১)খ ১২)ক ১৩)খ ১৪)খ ১৫)ক ১৬)খ ১৭)ঘ ১৮)খ ১৯)ঘ ২০)খ ২১)ঘ ২২)ক ২৩)গ ২৪)ঘ ২৫)ক ২৬)ক ২৭)খ ২৮)গ ২৯)ক ৩০)ঘ

    Reply
    • ১)ঘ, ২) খ , ৩)ঘ ৪)খ ৫)ক ৬)খ ৭)ক ৮) খ ৯)ক ১০)গ ১১)খ ১২)ক ১৩)গ ১৪)ক ১৫)ঘ ১৬)খ ১৭)ক ১৮)খ ১৯) খ ২০)ঘ ২১)ঘ ২২)ক ২৩)ক ২৪)ঘ ২৫)ক ২৬)ক ২৭)খ ২৮)ঘ ২৯)ক ৩০)ঘ

      ১০টি ভুল হয়েছে, ২০ টি সঠিক

      Reply
  2. ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯.ঘ ১০.গ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭.গ ১৮. ঘ ১৯.গ ২০.খ ২১.ঘ ২২. ক ২৩. ক ২৪.ঘ ২৫. ক ২৬. খ ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০. ঘ ।

    Reply
    • ১)ঘ, ২) খ , ৩)ঘ ৪)খ ৫)ক ৬)খ ৭)ক ৮) খ ৯)ক ১০)গ ১১)খ ১২)ক ১৩)গ ১৪)ক ১৫)ঘ ১৬)খ ১৭)ক ১৮)খ ১৯) খ ২০)ঘ ২১)ঘ ২২)ক ২৩)ক ২৪)ঘ ২৫)ক ২৬)ক ২৭)খ ২৮)ঘ ২৯)ক ৩০)ঘ

      ১৩ টি ভুল হয়েছে, ১৭ টি ঠিক

      Reply

Leave a Comment