বিসিএস প্রস্তুতি | Bcs Preparation | Biology | জীববিজ্ঞান | part-1

বিসিএস প্রস্তুতি

Bcs Preparation (বিসিএস প্রস্তুতি): জীববিজ্ঞান mcq- Today we will discuss about biology mcq. This article is suitable for: bcs preparation, online bcs preparation, biology class 9 mcq, biology class 10 mcq, class 11th biology mcq, biology class 11 mcq, biology Olympiad, biology mcq questions for class 11 pdf, hsc biology mcq and others.

১.কোন অঙ্গাণু কারণে উদ্ভিদের পাতা ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্যপূর্ণ হয়?

উত্তর: প্লাস্টিড এর কারণে উদ্ভিদের পাতা ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্যপূর্ণ হয়।

২.প্লাস্টিক এর আরেক নাম কি?

উত্তর: প্লাস্টিক এর আরেক নাম বর্ণাধার।

৩. ক্লোরোপ্লাস্ট কাকে বলে?

উত্তর: যে প্লাস্টিক অধিক মাত্রায় সবুজ ক্লোরোফিল ধারণ করে, তাকে ক্লোরোপ্লাস্ট বলা হয়।

৪.রঙিন প্লাস্টিড এর নাম কি?

উত্তর: রঙিন প্লাস্টিড এর নাম ক্রোমোপ্লাস্ট।

৫. কিসের কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়?

উত্তর: ক্রোমোপ্লাস্ট এর কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়।

৬. উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে কে?

উত্তর: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট।

৭.প্লাস্টিড বিহীন একটি উদ্ভিদের নাম কি?

উত্তর: প্লাস্টিড বিহীন একটি উদ্ভিদের নাম এগারিকাস।

৮.ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে?

উত্তর:  উদ্ভিদের সবুজ অংশে অর্থাৎ পাতা এবং কচি কান্ডে থাকে।

বিসিএস প্রস্তুতি গুরুত্বপূর্ণ নোট:

উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট এর সংখ্যা মোটামুটি নির্দিষ্ট।

৯.উচ্চতর উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে কয় ধরনের ক্লোরোফিল থাকে এবং কি কি?

উত্তর: দুই ধরনের। যথা ক্লোরোফিল ”এ” এবং ক্লোরোফিল ”বি”।

১০.ক্লোরোপ্লাস্টের ক্ষুদ্র গোলাকার ডানায় ডানায় কি থাকে?

উত্তর: ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড। এছাড়া এতে চার ধরনের রঞ্জক পদার্থ থাকে।

১১.ক্লোরোফিল কাকে বলে?

উত্তর: উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে  অবস্থিত সবুজ রঙের রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল।

১২.ক্লোরোফিল তৈরীর জন্য প্রয়োজনীয় উপাদান কি কি?

উত্তর: ম্যাগনেসিয়াম এবং লৌহ।

১৩.মাইটোকনড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু রয়েছে?

উত্তর: শ্বসন অঙ্গাণু।

১৪.উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে কত প্রকারের রঞ্জক পদার্থ পাওয়া যায়?

উত্তর: উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে চার প্রকারের রঞ্জক পদার্থ পাওয়া যায়।

১৫.সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?

উত্তর: ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।

১৬.ক্রোমোপ্লাস্ট কি?

উদ্ভিদের দেহে সবুজ রং ব্যতীত অন্য যে কোন রং সৃষ্টিকারী প্লাস্টিড কে বলা হয় ক্রোমোপ্লাস্ট।

১৭.ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে?

উত্তর: ক্রোমোপ্লাস্ট রঙিন বৃতি ও রঙিন মূলে থাকে।

১৮.ক্রোমোপ্লাস্ট এর বিভিন্ন ধরনের রং কেন হয়?

আমাদের মূল উদ্দেশ্য বিসিএস প্রস্তুতি যেন আপনারা ভালোভাবে নিতে পারেন। তাহলেই আমরা অনুপ্রাণিত হব। জীববিজ্ঞান mcq: বিসিএস প্রস্তুতি হিসেবে জীব বিজ্ঞানের আজ যেই লেখাটা লিখেছি এইগুলো যেসব ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে পারে তা হচ্ছে: bcs preparation, online bcs preparation, biology class 9 mcq, biology class 10 mcq, class 11th biology mcq, biology class 11 mcq, biology Olympiad, biology mcq questions for class 11 pdf, hsc biology mcq and others.

Read More: বিসিএস প্রস্তুতি, জীববিজ্ঞান mcq for biology class 9 and online bcs preparation.

জীববিজ্ঞান সাধারণ জ্ঞান কুইজ: প্রশ্ন ও উত্তর

উত্তর: ক্রোমোপ্লাস্ট জ্যান্থোফিল এবং ক্যারোটিন এর উপস্থিতির কারণে  ক্রোমোপ্লাস্ট এর বর্ণ লাল হলুদ কমলা ইত্যাদি হতে পারে।

১৯.ফুলের বর্ণ রঙিন হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: ফুলের বর্ণ রঙিন হওয়ার কারণ হলো উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট এর উপস্থিতি। সবুজ বর্ণ ব্যতীত যেকোনো বর্ণহীন ক্রোমোপ্লাস্টে থাকে প্রচুর পরিমাণে লালবর্ণের ক্যারোটিন এবং হলুদ বর্ণের জ্যান্থোফিল। ক্রোমোপ্লাস্ট ফুল, ফল, মূল, কাণ্ড প্রভৃতি অঙ্গকে রঙিন করে।

২০.কোষ বিভাজন কয় প্রকার ও কি কি?

উত্তর:কোষ বিভাজন ৩ কোন প্রকার। যথা- অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস।

২১.অ্যামাইটোসিস প্রক্রিয়া কি?

উত্তর: যে বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস প্রক্রিয়া বলা হয়।

২২.অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়?

উত্তর: অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়  ।

২৩. অ্যামাইটোসিস প্রক্রিয়ার একটি উদাহরণ লেখ।

উত্তর: ব্যাকটেরিয়ার কোষ বিভাজন।

২৪.মাইটোসিস কোষ বিভাজন কে কোন ধরনের কোষ বিভাজন বলা হয়?

উত্তর: মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়।

২৫.মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা কেমন পরিবর্তন হয়?

উত্তর: মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃ কোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়।

২৬.মিয়োসিস কোষ বিভাজন কি?

উত্তর: যে প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলা হয়।

২৭.কোষ বিভাজন অস্বাভাবিকতার হলে তাকে কি বলা হয়?

উত্তর: ক্যান্সার হিসাবে চিহ্নিত করা হয়।

২৮.ক্যান্সার হওয়ার অর্থ কি?

উত্তর: ক্যান্সার হওয়ার অর্থ সে স্থানে কোষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়া। এ বৃদ্ধি মাইটোসিস ও মিয়োসিস এর মত স্বাভাবিক নয়।

২৯.সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?

উত্তর: জ্যান্থোফিল এর কারণে।

৩০.ফলের রং হলুদ হয় কি বেশি হলে?

উত্তর: জ্যান্থোফিল বেশি হলে।

৩১.ফুলের পাপড়িতে বিভিন্ন বর্ণের জন্য কে দায়ী?

উত্তর: ক্লোরোপ্লাস্ট।

৩২.ব্যাকটেরিয়ার দেহে কোন ধরনের কোষ বিভাজন হয়?

উত্তর: অ্যামাইটোসিস।

৩৩.মানুষের শরীরের কোন স্থানে ক্যান্সার হলে সেখানে কি হয়?

উত্তর: দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়।

৩৪.টিউমার, ক্যান্সার কোন ধরনের কোষ বিভাজনের ফসল?

উত্তর: অস্বাভাবিক।

৩৫.জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে ?

উত্তর: জীবদেহে তিন প্রকার কোষ বিভাজন ঘটে ।

৩৬. ক্রোমোজোমের গঠন একক কি?

উত্তর: ডিএনএ।

৩৭. সাইটোপ্লাজমের বিভাজন কে কি বলা হয়?

উত্তর: সাইটোকাইনেসিস।

৩৮. নিউক্লিয়াসের বিভাজন কে কি বলা হয়?

উত্তর: ক্যারিওকাইনেসিস।

৩৯. মাইটোকনড্রিয়ার নামকরণ কে করেন?

উত্তর: মাইটোকনড্রিয়ার নামকরণ করেন বেন্ডা।

৪০. প্রোটোপ্লাজম এর চলনকে কি বলা হয়?

উত্তর: সাইক্লোসিস।

৪১. ক্রোমোপ্লাস্ট কোষের উপস্থিতির কারণে রং কেমন হয়?

উত্তর: রঙ্গিন হয়।

৪২. আদি কোষের নিউক্লিয়াস কেমন থাকে?

উত্তর: সুগঠিত নিউক্লিয়াস থাকে না।

বিসিএস প্রস্তুতি হিসেবে জীববিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে জীববিজ্ঞান সহজ করতে। বিসিএস প্রস্তুতি হিসেবে জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে আমরা পোস্ট দিয়েছি এবং সামনেও দিব ইনশাআল্লাহ।

Our website can be the best way to prepare for BCS online. বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ভিজিট করুন বিসিএস প্রস্তুতি।

Leave a Comment