Bcs Preparation Biology | বিসিএস প্রস্তুতি | জীববিজ্ঞান mcq part-2

Bcs Preparation (বিসিএস প্রস্তুতি): জীববিজ্ঞান mcq- This article is suitable for: bcs preparation, online bcs preparation, biology class 9 mcq, biology class 10 mcq, class 11th biology mcq, biology class 11 mcq, biology Olympiad, biology mcq questions for class 11 pdf, hsc biology mcq and others.

বিসিএস প্রস্তুতি জীববিজ্ঞান

বিসিএস প্রস্তুতি জীববিজ্ঞান:

উত্তরাধিকারসূত্রে কিভাবে এক পুরুষের বৈশিষ্ট্য সমূহ পরবর্তী পুরুষে যায়, জীববিজ্ঞানের যে শাখায় এই সম্বন্ধে আলোচনা করা হয় তাকে সুপ্রজননবিদ্যা বা জেনেটিকস বলে।

বংশগতির বাহক জিন হতে জেনেটিকস শব্দটির উৎপত্তি হয়েছে।

১. জেনেটিক শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

উত্তর: জিন থেকে।

২. ক্রোমোজোম কাকে বলে?

উত্তর: নিউক্লিয়াসে সুতার ন্যায় লম্বা তন্তু সমূহকে ক্রোমোজোম বলা হয়।

৩. জীবের বংশগতি বৈশিষ্ট্য বংশপরম্পরায় বহন করে কে?

উত্তর: ডিএনএ।

৪. ক্রোমোজোম কি দ্বারা গঠিত?

উত্তর: ক্রোমোজোম নিউক্লিক অ্যাসিড- ডিএনএ, আরএনএ এবং হিস্টোন ও ৫. নন হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। এছাড়া ধাতব আয়ন ও বিভিন্ন এনজাইম রয়েছে। কিন্তু কোন সময় কোন লিপিড থাকে না।

৫. ক্রোমোজোম কয় প্রকার ও কি কি?

উত্তর: ক্রোমোজোম দুই প্রকার। যথা- অটোসোম এবং সেক্স ক্রোমোজোম।

৬. মানুষের দেহে কয়টি ক্রোমোজোম থাকে?

উত্তর: মানুষের দেহে ৪৬ টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে।

৭. মানুষের 23 জোড়া ক্রোমোজোম এর মধ্য কয়টি সেক্স ক্রোমোজোম?

উত্তর: ২টি । 

৮. মানুষের 23 জোড়া ক্রোমোজোম এর মধ্যে কয়টি অটোসোম?

উত্তর: ২২ টি।

৯. অটোসোম এর কাজ কি?

উত্তর: অটোসোম দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।

১০. সেক্স ক্রোমোজোম এর কাজ কি?

উত্তর: সেক্স ক্রোমোজোম যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।

১১. ক্রোমোজোমের কাজ লিখ?

  • ১. ক্রোমোজোম ডিএনএ বংশগতির ধারক এবং বাহক।
  • ২. কোষের সকল প্রকার জৈব কার্যক্রম ক্রোমোজোমের মাধ্যমে ঘটে।
  • ৩. ক্রোমোজোম কোষের বিভিন্ন প্রকার প্রোটিন সংশ্লেষণ করে।

১২. হ্যাপ্লয়েড সেট কাকে বলে?

উত্তর: শুক্রাণু ও ডিম্বাণু এই দুই ধরনের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একা হ্যাপ্লয়েড সেট বলা হয়। পুরুষের শুক্রানুতে ক্রোমোজোম ২৪ টি, ২২ টি অটোসোম এবং একটি Y সেক্স ক্রোমোজোম থাকে। মহিলাদের ডিম্বানুতে ২২টি অটোসোম এবং একটি X সেক্স ক্রোমোজোম থাকে।

১৩. কোন জীবে সবচেয়ে কম সংখ্যক এবং সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম থাকে?

উত্তর: এক ধরনের পুরুষ পিপড়ায় একটি এবং স্ত্রী পিপড়ায় দুইটি ক্রোমোজোম থাকে। এরা Myrmecia Pilosule  প্রজাতিভুক্ত। ফার্নবর্গীয় উদ্ভিদের সবচেয়ে বেশি ক্রোমোজোম থাকে। এর সংখ্যা ১২৬০ টি।

১৪. মাছির ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর: ১২টি।

১৫. কুকুরের ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর: ৭৮ টি।

১৬. গরু-ছাগলের ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর: ৬০ টি।

১৭. ধানগাছের ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর: ২৪ টি।

১৮. মুরগির ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর: ৭৮ টি।

১৯. ভেড়ার ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর: ৫৪ টি।

২০. ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর: ২২ টি।

২১. মানুষের দেহকোষে একই ধরনের 22 জোড়া ক্রোমোসোম আছে তাকে কি বলা হয়?

উত্তর: অটোসোম।

Read More: বিসিএস প্রস্তুতি, জীববিজ্ঞান mcq for biology class 9 and online bcs preparation.

জীববিজ্ঞান সাধারণ জ্ঞান কুইজ: প্রশ্ন ও উত্তর

জীববিজ্ঞান mcq: We are posting a lot for online BCS preparation. If you benefit from us then we are successful. We write posts in a way that is suitable for everyone such as bcs preparation, online bcs preparation, biology class 9 mcq, biology class 10 mcq, class 11th biology mcq, biology class 11 mcq, biology Olympiad, biology mcq questions for class 11 pdf, hsc biology mcq and others.

২২. জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে কে?

উত্তর: ক্রোমোসোম।

২৩. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?

উত্তর ২৩ জোড়া।

২৪. মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা কত?

উত্তরঃ এক জোড়া।

২৫. কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোসোমের অভ্যন্তরে থাকেনা?

উত্তর: লিপিড।

২৬. সন্তান না হওয়ার জন্য কে দায়ী?

উত্তর: বাবা।

২৭. মেন্ডেলের দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?

উত্তর: ৯:৩:৩:১

বিসিএস প্রস্তুতি হিসেবে জীববিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করেছি আপনাদের জীববিজ্ঞান সহজ করতে।

Our website can be the best way to prepare for BCS online.

Leave a Comment