বিসিএস জীববিজ্ঞান প্রস্তুতি পার্ট-১ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আমরা অনেকেই বিসিএস জীববিজ্ঞান প্রিপারেশন নিতে চাই কিন্তু আমার সঠিক গাইডলাইন পাই না। সেজন্য আজ থেকে বিসিএস জীববিজ্ঞান গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেয়া হলো। বিসিএস জীববিজ্ঞান এই প্রিপারেশন পরবর্তীতে ধারাবাহিক থাকবে।

১. বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ল্যামার্ক ।

২. বায়োলজি শব্দটির বাংলা পরিভাষা কি ?

উত্তর : বায়োলজি শব্দটির বাংলা পরিভাষা ”জীববিজ্ঞান”

৩. বায়োলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর: বায়োলজি শব্দটি “গ্রিক” ভাষা থেকে এসেছে

৪. গ্রিক শব্দ বায়োস অর্থ কি?

উত্তর: গ্রিক শব্দ বায়োস অর্থ ”জীবন”

৫. গ্রিক শব্দ লোগোস এর অর্থ কি?

উত্তর: গ্রিক শব্দ লোগোস এর অর্থ “জ্ঞান”

৬. জীববিজ্ঞান কাকে বলে?

উত্তর: বিজ্ঞানের যে শাখায় জীবের আকার- আকৃতি, গঠন –প্রকৃতি, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বংশবৃদ্ধি, শ্রেণীবিন্যাস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে।

৭. কাকে জীববিজ্ঞানের জনক বলা হয়?

উত্তর :অ্যারিস্টোটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়

৮. জীব বিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

উত্তর : জীব বিজ্ঞানের প্রধান শাখা ২ টি

৯. জীববিজ্ঞান এর প্রধান দুটি শাখার নাম কি?

উত্তর : জীববিজ্ঞান এর প্রধান দুটি শাখার নাম হলো, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান

১০. উদ্ভিদ বিজ্ঞান কাকে বলে?

উত্তর :জীব বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা, সমালোচনা ও গবেষণা করা হয় তাকে উদ্ভিদবিজ্ঞান বলে

১১. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

উত্তর: উদ্ভিদ বিজ্ঞানের জনক “থিওফ্রাস্টাস”

১২. নিম্নে উদ্ভিদ বিজ্ঞানের কিছু শাখা এবং তাদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা হলো:

ফাইকোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর : ফাইকোলজিতে শৈবাল নিয়ে আলোচনা করা হয়

১৩. মাইকোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: মাইকোলজি তে  “ছত্রাক” নিয়ে আলোচনা করা হয়

১৪. ফিজিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: ফিজিওলজিতে “শারীরবৃত্তীয় প্রক্রিয়া” নিয়ে আলোচনা করা হয়\

১৫. সাইটোলজিতে  কী নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: সাইটোলজিতে  “কোষ” নিয়ে আলোচনা করা হয়

১৬. ইকোনমিক বোটানিতে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন উদ্ভিদ

১৭. Plant breeding তে  কী নিয়ে আলোচনা করা হয়?

উত্তর :উদ্ভিদ প্রজনন

১৮. ট্যাক্সোনমি তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: ট্যাক্সোনমি তে উদ্ভিদের “শ্রেণীবিন্যাস” নিয়ে আলোচনা করা হয়

১৯. হিস্টোলজি তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর : হিস্টোলজি তে উদ্ভিদের “টিস্যু” নিয়ে আলোচনা করা হয়

২০. ইভোলিউশনে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: ইভোলিউশনে উদ্ভিদের বিবর্তন বা অভিব্যক্তি নিয়ে আলোচনা করা হয়

২১. লিমনোলজিতে যা আলোচনা করা হয়?

উত্তর: লিমনোলজিতে “জলাশয়” নিয়ে আলোচনা করা হয়

২২. agrostology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: agrostology “ঘাস” নিয়ে আলোচনা করা হয়

২৩. জেনেটিক্সে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর : জেনেটিক্সে “বংশগতি” নিয়ে আলোচনা করা হয়

২৪. ভাইরোলজি তে কি নিয়ে আলোচনা হয়?

উত্তর : ভাইরোলজিতে  “ভাইরাস” নিয়ে আলোচনা করা হয়

২৫. morphology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: morphology তে  উদ্ভিদের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয়

২৬. Taxicology তে  কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Taxicology তে বিষ নিয়ে আলোচনা হয়

২৭. ইকোলজি তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: ইকোলজি তে বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করা হয়

২৮. ফার্মাকোলজি তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর : ফার্মাকোলজি তে ভেজস উদ্ভিদের নিয়ে আলোচনা করা হয়

২৯. হর্টিকালচার(horticulture) এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: হর্টিকালচার(horticulture)  এ উদ্যানপালন নিয়ে আলোচনা করা হয়

৩০. প্রাণীবিজ্ঞান কাকে বলে?

উত্তর : জীব বিজ্ঞানের যে শাখায় প্রাণীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা, সমালোচনা ও গবেষণা করা হয় তাকে প্রাণীবিজ্ঞান বলা হয়

৩১. প্রাণিবিজ্ঞানের জনক কাকে বলা হয়?

উত্তর:  অ্যারিস্টোটল কে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়

প্রাণিবিজ্ঞানের কতিপয় শাখা নিম্নে আলোচনা করা হল:

৩২. Entomology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Entomology তে কীটপতঙ্গ বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৩৩. Helminthology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Helminthology তে কৃমি বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৩৪. Ethology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Ethology তে আচরণ বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৩৫. Endocrinology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Endocrinology তে হরমোন বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৩৬. Malcology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Malcology তে সরীসৃপ বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৩৭. Mammalogy তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Mammalogy তে স্তন্যপায়ী বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৩৮. Parasitology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Parasitology তে পরজীবী বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৩৯. Zoogeography তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Zoogeography তে ভ্রু-প্রাণী বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৪০. Embryology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Embryology তে ভ্রুণ বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৪১. Herpetology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Herpetology তে উভচর বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৪২. Ornithology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Ornithology তে পাখি বিদ্যা নিয়ে আলোচনা করা হয়

৪৩. Anthropology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Anthropology তে মানুষের উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়

ফলিত প্রাণী বিজ্ঞানের কিছু শাখা নিয়ে আলোচনা করা হলো:

৪৪. Apiculture এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Apiculture এ মৌমাছি চাষ নিয়ে আলোচনা করা হয়

৪৫. Prawn culture এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Prawn culture এ চিংড়ি নিয়ে আলোচনা করা হয়

৪৬. Pisiculture এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Pisiculture এ মৎস্য চাষ নিয়ে আলোচনা করা হয়

৪৭. Aviculture এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Aviculture এ পাখি নিয়ে আলোচনা করা হয়

৪৮. Frog culture এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Frog culture এ ব্যাঙ চাষ নিয়ে আলোচনা করা হয়

৪৯. Pearl culture এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Pearl culture এ মুক্তা চাষ নিয়ে আলোচনা করা হয়

৫০. Poultry -Farming এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Poultry -Farming এ হাঁস-মুরগি পালন নিয়ে আলোচনা করা হয়

৫১. Animal Husbandry এ কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Animal Husbandry এ গবাদি পশু পালন নিয়ে আলোচনা করা হয়

চিকিৎসা বিজ্ঞানের কিছু শাখা ও এর আলোচ্য বিষয় নিম্নে আলোচনা করা হল:

৫২. Paediatrics তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Paediatrics তে শিশু চিকিৎসা বিষয়ক জ্ঞান নিয়ে নিয়ে আলোচনা করা হয়

৫৩. Osteology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Osteology তে হাড় বিষয়ক জ্ঞান নিয়ে নিয়ে আলোচনা করা হয়

৫৪. Dermatology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Dermatology তে চর্ম বিষয়ক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়

৫৫. Nephrology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Nephrology তে কিডনি বিষয়ক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়

৫৬. Ophthalmology তে কি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: Ophthalmology তে অক্ষিগোলক বিষয়ক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়

আপনার বিসিএস প্রস্তুতি সম্পূর্ণ করতে ভিজিট করুন এখানে

3 thoughts on “বিসিএস জীববিজ্ঞান প্রস্তুতি পার্ট-১ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর”

Leave a Comment