বিজয় দিবস অনুচ্ছেদ ২ টি-অনুচ্ছেদ বিজয় দিবস

বিজয় দিবস অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে বিজয় দিবস অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

বিজয় দিবস অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:

  • অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
  • অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি ।তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে ।অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত।
  • অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত।

বিজয় দিবস অনুচ্ছেদ-১

1971 সালের16 ডিসেম্বর অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা পেয়েছি বিজয়। বিজয় শব্দটি যতটা সহজভাবে বলা যায়, অর্জন করা তার চেয়ে অনেক কঠিন। কিন্তু বাংলার সাহসী যোদ্ধারা সেই দুঃসাহসিক কাজ করেছে। তারা প্রতিপক্ষের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে। লাখ লাখ প্রাণের বিনিময়ে 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। পশ্চিম পাকিস্তান কর্তৃক যখন পূর্ব পাকিস্তান শোষিত হচ্ছিল, তখন নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে হাজার1971 সালের 16 ডিসেম্বর আমরা পাই বিজয়। বিজয় এর মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম লেখা হয়। তাই আমরা প্রতিবছরই 16 ডিসেম্বর গুরুত্বসহকারে পালন করি। আমি শহীদদের আত্মার জন্য দোয়া করি। দেশের জন্য কাজ করতে এবং দেশের মানুষের সেবা করতে 16 ই ডিসেম্বর এর বিজয় আমাকে অনুপ্রাণিত করে। শুধুমাত্র 16 ডিসেম্বর বিজয় দিবস হিসেবে আমি পালন করি না, প্রত্যেকটি সময় আমি বিজয় কে স্মরণ করি। বিজয় আমাকে অনুপ্রাণিত করে। তাই আমাদের সকলকে বিজয় দিবসের অনুপ্রেরণা কে শক্তি হিসেবে নিয়ে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে।

বিজয় দিবস অনুচ্ছেদ-২

1971 সালের16 ডিসেম্বর অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা পেয়েছি বিজয়। তিনটি অক্ষরের সমন্বয়ে বিজয় শব্দটি গঠিত হলেও এর ভাব অর্থ গভীর। তিনটি অক্ষরের সমন্বয়ে গঠিত হলেও প্রায় ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ বিজয় লাভ করে। পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও বিভিন্ন ক্ষেত্রে তারা শোষণের শিকার হচ্ছিল। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, শিল্প ইত্যাদি ক্ষেত্রে তারা পিছিয়ে পড়েছিল। কিন্তু বাংলার দুঃসাহসিক মানুষেরা তা মেনে নেয়নি। তারা তাদের দাবি আদায় করতে বদ্ধপরিকর। তাদের দুঃসাহসিক অভিযানের মাধ্যমে 16 ডিসেম্বর আমরা পাই বিজয়। তাই বিজয় দিবস আমাদের জীবনে গুরুত্ব বহন করে। আমাদের সকলের উচিত বিজয় দিবস কে স্মরণ করে দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করা। দেশকে এগিয়ে নিতে কাজ করা। আমাদের সকলের উচিত দুর্নীতিকে না বলা। লক্ষ প্রাণের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা কোনোভাবেই ভূলুণ্ঠিত করা যাবে না। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিজয় দিবসের অনুপ্রেরণা কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হয়।

অনুচ্ছেদ সততা – সততা অনুচ্ছেদ

সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

ভাষা আন্দোলন অনুচ্ছেদ

শিক্ষা সফর রচনা

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা বিজয় দিবস অনুচ্ছেদ পড়েছ। বিজয় দিবস অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।

Leave a Comment