বই পড়া অনুচ্ছেদ- বই পড়া

বই পড়া অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে বই পড়া অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

বই পড়া অনুচ্ছেদ

বই পড়া অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:

  • অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে।
  • অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে।
  • অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত।
  • অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত।

বই পড়া অনুচ্ছেদ

পৃথিবীতে এমন বন্ধু পাওয়া কষ্ট যারা বিনা স্বার্থে আপনার উপকার করবে। তবে বই আপনাকে বিনা স্বার্থে উপকার করবে। বই হচ্ছে জ্ঞানের আধার। মানুষের বিশ্বস্ত বন্ধু। ইতিহাস-ঐতিহ্য ও সভ্যতাকে জানার জন্য প্রয়োজন বইপড়া। যে মানুষ বই পড়তে ভালোবাসে তার খারাপ অভ্যাস থাকতে পারেনা। যে বই পড়তে ভালোবাসে সে মানুষকে, পশু-পাখিকে ভালোবাসতে জানে। বই হচ্ছে নির্মল আনন্দের উৎস। মানুষ যুগে যুগে বই পড়ার মাধ্যমে নিজেকে করেছে সমৃদ্ধ। নিজের জ্ঞানকে করেছে প্রসারিত। শুধুমাত্র জ্ঞান নয় মনের প্রসারতার জন্য প্রয়োজন বই পড়া। মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বই। মনীষীদের জীবনী পাঠ করলে আপনার মধ্যে তাদের আদর্শ প্রভাবিত হবে। সাহিত্যের শাখা, বিজ্ঞানের বৈচিত্র্যময় ইতিহাস, দর্শন ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্র সম্পর্কে জানার জন্য প্রয়োজন বই পড়া। একটি ভালো বই একজন মানুষের সর্বোচ্চ উৎকর্ষ সাধন করতে পারে। বিপুলা এ পৃথিবীর জানার জন্য প্রয়োজন বই পড়া। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যারা বড় মনীষী হয়েছেন তারা বই পড়েছেন। সবাই বই পড়তে পারেনা। বই ভালবাসতে পারে না। বই পড়ার জন্য প্রয়োজন অধ্যবসায়। যে একবার বই পড়ার অধ্যবসায় আয়ত্ত করতে পারবে, সে তার প্রকৃত বন্ধু কে খুঁজে পাবে। তবে আমাদের প্রয়োজন সঠিক বই খুঁজে বের করা এবং সঠিক বই পড়া।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ

শীতের সকাল অনুচ্ছেদ

বিজয় দিবস অনুচ্ছেদ

অনুচ্ছেদ সততা – সততা অনুচ্ছেদ

সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

ভাষা আন্দোলন অনুচ্ছেদ

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা বই পড়া অনুচ্ছেদ পড়েছ। বই পড়া অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।

Leave a Comment