ফেসবুকের নতুন নাম দেখে নিন- কি রাখা হয়েছে ফেসবুকের নতুন নাম

ফেসবুকের নতুন নাম! কি, চমকে গেলেন? তাহলে পুরো লেখাটি পড়ুন। ফেসবুকের নাম পরিবর্তন করে নতুন নাম মেটা। ফেসবুকের কর্পোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে নাম রাখা হয়েছে মেটা। কিন্তু ফেসবুকের অধীনে থাকা সকল অ্যাপস গুলোর নাম পরিবর্তিত হবে না। অর্থাৎ পূর্বে যা ছিল এখনও তাই থাকবে।

যেমন ফেসবুকের নাম ফেসবুকই থাকবে। শুধুমাত্র এর কোম্পানির নাম পরিবর্তন হয়েছে। মেটা এর অধীনে থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। মূলত মেটা প্রকল্পের প্রসার ঘটানোর জন্য কোম্পানির নাম পরিবর্তিত হয়েছে। মার্ক জাকারবার্গ তার একটি বিবৃতিতে বিষয়টি উপস্থাপন করেছে। মেটা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে 5 কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। সুতরাং আপনাদের যাদের মনে ঘুরপাক খাচ্ছে ফেসবুকের নাম পরিবর্তন হচ্ছে কিনা, তাদের ক্ষেত্রে বলতে চাই, ফেসবুকের নাম পরিবর্তন হবে না। শুধুমাত্র কর্পোরেট অফিসের নাম পরিবর্তন হয়েছে। অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার আগের নামে চলবে।

মার্ক জাকারবার্গ বলেন ফেসবুক এখন শুধু ছবি আপলোড এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন লাইভ স্ট্রিমিং এবং ভিডিও অডিও কল এর মত ফিচার ফেসবুকে যুক্ত হয়েছে। তাই ফেসবুককে প্রসারিত করা এখন সময়ের ব্যাপার মাত্র। এর মাধ্যমে কোম্পানিটি এখন ভার্চুয়াল রিয়েলিটির প্লাটফর্মে প্রবেশ করছে।

তিনি বলেন আমরা মানুষকে একসঙ্গে প্রযুক্তির মধ্যে আওতামুক্ত রাখতে পারি। আর এজন্য আমরা মেটা কেই বেছে নিয়েছি। তিনি বিশ্বাস করে ইন্টারনেটের পরবর্তী অধ্যায় হতে যাচ্ছে মেটাভার্স। এই উদ্যোগের ফলে ইন্টারনেট এর ভবিষ্যৎ বদলে যাবে বলে তিনি আশা পোষণ করেন।

Leave a Comment