প্রেমিকার জন্য রোমান্টিক কথা: প্রেমিকার মন জয় করতে হলে অন্যতম মাধ্যম হচ্ছে সুন্দর কথা। সুন্দর কথার মাধ্যমে শুধু প্রেমিকা নয়, সকলের মন জয় করা যায়। তবে কি কথা বললে প্রেমিকা খুশি হবে, আমাদের তা জানতে হবে। তাই আজ আমরা আপনানেদর সেই কথা গুলো জানাবো। সুতরাং আজ আমাদের বিষয় হচ্ছে, প্রেমিকার জন্য রোমান্টিক কথা।

প্রেমিকার জন্য রোমান্টিক কথা
1. তুমি আমি হাতে রেখে হাত
ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল
দেখতে পারো আমার ভালবাসা।
2. আকাশের নীল ঠিকানায় মেঘেরা সাদা ডানা ছড়ায়
ওদেরই সেই ভালবাসায় এ মনে আজ পেয়েছে ঠাঁই
3. সাত সাগর আর তেরো নদী, পার হয়ে তুমি আসতে যদি
রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালবাসতে যদি
4. চিরদিন তোমারি থাকব
তোমাতেই রাত, তোমাতেই ভোর
5. মন বলেছে আজ তোর সাথে যাব
তোকে নিয়ে চল আজ হারাবো
6. রাত পাখিরা, ঘুম পরীরা
ভোরের বাতাসে ফিরে আসে
তোর শরীরে, মন গভীরে
ভালোবাসি তোকে।
7. উদাসী সময়, তোকে মনে পড়ে রোজ
না পাওয়ার ভয়
মনের অবস্থা টা বোঝ
বল না ভালোবাসি।
8. শোন না নীল নয়না
ছড়ালে কি জোছনা
তোমাতে বিভর থাকি
তুমি তা কেন বুঝনা?

9. ঝলসানো রাতের, এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার
তুমি আমার আলো।
10. চলো বলে ফেলি কত কথা কলি
জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই
11. তোমাকে বলেছিলাম
মনের কথাগুলো
এসো না জুড়ে নিতে
মনের ব্যাথাগুলো।
প্রেমিকার জন্য রোমান্টিক কথা পাশাপাশি আরও পড়ুন:
12. তোর মতই আমি একটা বন্ধু চাই
যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল
13. তুমি নয়নে নয়নে, প্রানের প্রিয় তুমি
তুমি নয়নে নয়নে
আমার প্রাণে।
14. কি যেন হয়ে গেল, আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত দিন আসে
মিশে যেতে থাকে তুমি শত অভ্যাসে
15. রাত শেষে ভোর নামাও কত ভালবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখের আবেশে
16. তোর বর্ষা চোখে ঝরতে দেবো না বৃষ্টি
তুই জাগবি সারারাত আমি আসবো হঠাৎ
17. তোর শুকনো ঠোটে ফোটাবো প্রেমের হাসি
তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালবাসি
18. চারিদিকে দেখি শুধু আমি অথৈ আধার
তুমি হীনা কি যে ব্যাথা এ বুকেতে আমার
19. কাছে এসে ভালবেসে তুমি আমার হও না
সাত জনমের তুমি কেন বোঝোনা
20. এই জীবন সাজিয়েছো তুমি পূর্ণতা দিয়ে
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

21. আমার হৃদয় তোমায় ছাড়া আর তো কিছু চায় না
চাই নাই আমি বলতে প্রেম চাই না একা হতে
22. আঙুল ছুঁয়েছে আঙুল তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি।
তোমার আকাশে রাতে আমি চাঁদ,
দিনে সূর্য হয়ে উঁকি।
23. তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে,
দুঃখ-কষ্ট নেয় ছুটি।
আঙুল ছুঁয়েছে আঙুল তোমার,
চোখ ছুঁয়েছে চোখ দুটি।
24. দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপারগতায়
আশা করি, আপনারা প্রেমিকার জন্য রোমান্টিক কথা গুলো পড়েছেন। আপনারা আমাদের ওয়েবসাইটে আরো বিভিন্ন ধরনের লেখা পাবেন। তাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা কি ধরনের লেখার পেতে চান তা আমাদের জানাবেন।