তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম -তড়িৎ ঋণাত্মকতা এর বিস্তারিত

তড়িৎ ঋণাত্মকতা আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম এর ব্যাখ্যা, তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয়, তড়িৎ ঋণাত্মকতার সিরিজ ইত্যাদি।

তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?

তড়িৎ ঋণাত্মকতা: কোন অনুতে উপস্থিত দুটি পরমাণুর সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। এই শেয়ারকৃত ইলেকট্রন একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যে মৌলের আকর্ষণ করার ক্ষমতা বেশি তার তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং যে মৌলের কম তার তড়িৎ ঋণাত্মকতার মান কম হয়।

সুতরাং তড়িৎ ঋণাত্মকতা মৌল কাকে বলে আমরা জেনে গেলাম। 

তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম এর ব্যাখ্যা নিম্নে দেওয়া হল: 

আমরা জানি, যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম সেই মৌলের নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন এর আকর্ষণ বেশি হয়। অর্থাৎ ইলেকট্রন কে নিউক্লিয়াস বেশি জোরে আকর্ষণ করতে পারে। এর ফলে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা এর মান বেড়ে যায়। অপরপক্ষে যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, সেই মৌলের নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন এর আকর্ষণ কম হয়। এর ফলে সে মৌল নিজের দিকে ইলেকট্রনকে আকর্ষণ কম করে। সুতরাং সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা এর মান কম হয়। আমরা জানি, একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে। আবার একটি গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। সুতরাং একই গ্রুপের উপর থেকে নিচের মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে। সুতরাং আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম।

এখন আমরা জানবো 

আরও পড়ুন:

পর্যায় সারণি- পর্যায় সারণি মনে রাখার কৌশল সহ বিস্তারিত

জ্যামিতি কাকে বলে, জ্যামিতি অর্থ, জ্যামিতির জনক ও ইতিহাস

জ্যামিতি: জ্যামিতির সূত্র, জ্যামিতির সকল সূত্র pdf

তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয়:

Br এর তড়িৎ ঋণাত্মকতার মান 2.8

Na এর  তড়িৎ ঋণাত্মকতার মান 0.93

N এর তড়িৎ ঋণাত্মকতার মান 3.04

P এর তড়িৎ ঋণাত্মকতার মান 2.19

অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মান  3.44

ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতার মান 4

সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? 

উত্তর: সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল H

সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি?

উত্তর: সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন ।

দ্বিতীয় পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতার সিরিজ:

দ্বিতীয়  পর্যায়ের মৌলLi BeBCNOFNE
তড়িৎ ঋণাত্মকতা0.981.572.042.553.043.443.980

তৃতীয় পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতার সিরিজ:

তৃতীয়  পর্যায়ের মৌলNaMgAlSiPSClAr
তড়িৎ ঋণাত্মকতা0.931.311.611.902.192.583.160

সুতরাং আমরা দেখতে পাচ্ছি, একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাচ্ছে।

আশা করি, এই পোষ্টের মাধ্যমে আপনারা তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম এর ব্যাখ্যা, বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয়, তড়িৎ ঋণাত্মকতার সিরিজ  সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন।  আমাদের পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। যুক্ত  হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের সাথে : Learning View Bd

ইউটিউব চ্যানেল এর সাথে: Learning View Bd

You May like:

3 thoughts on “তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম -তড়িৎ ঋণাত্মকতা এর বিস্তারিত”

Leave a Comment