টেলিটক বর্ণমালা সিমের সুবিধা সমূহ একসাথে জেনে নিন

টেলিটক বর্ণমালা সিমের সুবিধা: ছাত্র-ছাত্রীদের জন্য এক বিশেষ প্যাকেজ অফার নিয়ে টেলিটক বর্ণমালা সিম যাত্রা শুরু করে। ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বর্ণমালা সিমে নানারকম সুবিধা এবং অফার। এজন্য খুব অল্পসময়ের মধ্যে টেলিটক বর্ণমালা সিম ছাত্র-ছাত্রীদের মাঝে প্রিয় হয়ে ওঠে। আজ আমরা টেলিটক বর্ণমালা সিমের সুবিধা ২০২১ সমূহ নিয়ে আলোচনা করব।

প্রথমে আমরা টেলিটক বর্ণমালা ইন্টারনেট প্যাকেজ নিয়ে আলোচনা করব। 

টেলিটক বর্ণমালা সিমের সুবিধা ২০২১: ইন্টারনেট প্যাকেজ

  • ১ জিবি @ ১৯ টাকা (মেয়াদ ৩ দিন)
  • ১ জিবি @ ২৪ টাকা (মেয়াদ ৭ দিন)
  • ২ জিবি @ ৮৩ টাকা (মেয়াদ ৩০ দিন)
  • ৩ জিবি @ ৬২ টাকা (মেয়াদ ১০ দিন)
  • ১০ জিবি @ ১৮৬ টাকা (মেয়াদ ৩০ দিন)

আপনারা এই পরিমাণ টাকা রিচার্জ করলে টেলিটক ইন্টারনেট প্যাকেজ অটোমেটিক চালু হয়ে যাবে। কিন্তু আপনারা যদি কোড এর মাধ্যমে ইন্টারনেট প্যাকেজ কিনতে চান তাহলে একটু নিচে ফলো করুন।

Read More:

টেলিটক নাম্বার চেক-টেলিটক নাম্বার দেখার উপায় জেনে নিন

টেলিটক ইন্টারনেট প্যাকেজ | টেলিটক সকল প্যাকেজ এর ডাটা প্যাক একসাথে

টেলিটক এমবি চেক- টেলিটক এমবি চেক করার কোড সহ সকল কোড

টেলিটক ব্যালেন্স চেক সহ টেলিটক সিমের সকল কোড একসাথে

সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন বর্ণমালা সিমের ডাটা প্যাক সহজলভ্য এবং প্যাকেজগুলোর মেয়াদ বেশি। যা ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করে। এখন আমরা টেলিটক বর্ণমালা ইন্টারনেট প্যাকেজ কিভাবে কিনতে হয় তা জানব।

ইন্টারনেট প্যাকেজ টাকা মেয়াদ কোড 
১ জিবিটাকা : ২৪মেয়াদ : ৭ দিনকোড : *১১১*৬১১#
১ জিবিটাকা : ৪৬
মেয়াদ : ৩০ দিনকোড : *১১১*৬১২#
২ জিবিটাকা : ৮৩মেয়াদ : ৩০ দিনকোড : *১১১*৬১৩#
৩ জিবিটাকা : ৬২মেয়াদ : ১০ দিনকোড : *১১১*৬১৪#
৫ জিবিটাকা : ৯৬মেয়াদ : ১৫ দিনকোড : *১১১*৬১৫#
১০ জিবিটাকা : ১৮৬মেয়াদ : ৩০ দিনকোড : *১১১*৬১৬#

টেলিটক বর্ণমালা আরো কিছু সিমের সুবিধা:

টেলিটক বর্ণমালা সিমে আপনি যদি 30 টাকা রিচার্জ করেন, তাহলে আপনি পাচ্ছেন নানারকম সুবিধা। যা অন্যান্য ক্ষেত্রে পাওয়া সচরাচর যায়না। তাহলে চলুন জানা যাক বর্ণমালা সিমের সুবিধা। যদি আপনি 30 টাকা রিচার্জ করেন তাহলে আপনি পাচ্ছেন 30 মিনিট অন নেট মিনিট, 60 এমবি ফ্রি ইন্টারনেট, এছাড়া ৩০ টি অন নেট এসএমএস।

60 mb free

30 minute on-net minute

30 sms on-net

টেলিটক বর্ণমালা সিম শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া হয়। এজন্য অবশ্যই আপনি যে ছাত্র-ছাত্রী এটা প্রমাণ করতে হবে। এজন্য আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রয়োজন হতে পারে। সবচেয়ে ভালো হয় আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইটে আমরা বিস্তারিত বলে দিব।

টেলিটক বর্ণমালা সিমের কলরেট সুবিধা ২০২১:

টেলিটক বর্ণমালা সিম শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়। সুতরাং আমরা বুঝতেই পারি, এই সিমে থাকবে অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা। আপনি যত সেকেন্ড কথা বলবেন, আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে তত পয়সা। কিন্তু অন্যান্য সিমে দেখা যায় অতিরিক্ত টাকা ব্যালেন্স থেকে কাটা হয়। আপনি অন নেট এবং অফ নেট উভয় ক্ষেত্রেই পাচ্ছেন পালস রেট এর সুবিধা। যা টেলিটক বর্ণমালা সিমের একটি অনন্য সুবিধা।

অর্থাৎ প্রতি মিনিট 60 পয়সা যেকোনো নাম্বার এ ।

আমরা আশাবাদী যে, আপনারা টেলিটক বর্ণমালা সিমের সুবিধা সমূহ ২০২১ জানতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি সকল সুবিধা সমুহ অন্তর্ভুক্ত করার। আপনাদের কারো যদি কোন কিছু জানার প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে জানান।

You May Like:

3 thoughts on “টেলিটক বর্ণমালা সিমের সুবিধা সমূহ একসাথে জেনে নিন”

  1. আমার টেলিটক বর্ণমালা সিমে ৩০টাকা রিচার্জ করলে ৩০ মিনিট ৩০এসএম এস ৬০ এম বি আসে না।
    01517196203

    Reply

Leave a Comment