জীববিজ্ঞান: আমরা আজ জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আরও কিছু তথ্য জানবো। আজ প্রায় চল্লিশটির মত জীববিজ্ঞান সাধারণ জ্ঞান কুইজ: প্রশ্ন ও উত্তর আমরা জানব। বিভিন্ন সরকারি চাকরি এবং বিসিএস পরীক্ষায় জীববিজ্ঞান অংশ থেকে প্রশ্ন এসে থাকে। আমরা যদি জীববিজ্ঞান অংশ থেকে ফুল মার্কস পেতে পারি তাহলে, বিজ্ঞান অংশে অনেক এগিয়ে যাব। সেই প্রচেষ্টার আলোকে আমরা জীববিজ্ঞান বিষয়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া শুরু করেছি।
জীববিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান:
নিম্নে (প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ) টপিকস গুলোর উপরে জীববিজ্ঞান কুইজ প্রশ্ন দেওয়া হল
১. কে সর্বপ্রথম কোষ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: রবার্ট হুক সর্বপ্রথম কোষ শব্দটি ব্যবহার করেন।
২. কোষ কাকে বলে?
উত্তর : অর্ধভেদ্য প্লাজমাপর্দা বেষ্টিত প্রোটোপ্লাজম দ্বারা গঠিত স্বনির্ভর এবং স্বপ্রজনন জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক কে কোষ বলা হয়।
অথবা জীবদেহের গঠন এবং কাজের একক কে বলা হয় কোষ।
৩. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
উত্তর: ১৬৬৫ সালে।
৪. বিজ্ঞানী রবার্ট হুক কিভাবে কোষ আবিষ্কার করেন?
উত্তর: নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে করকে পাতলা ছেদ থেকে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন।
৫. কত সালে জার্মান উদ্ভিদবিদ স্নেইডেন এবং সোয়ান বলেন যে, প্রতিটি জীব দেহ কোষ দ্বারা গঠিত?
উত্তর: ১৮৩৩ সালে স্নেইডেন এবং ১৮৩৯ সালে সোয়ান এই ধারণা করেন।
৬. স্নেইডেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর: জার্মান বিজ্ঞানী।
৭. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?
উত্তর: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা প্রায় 6 লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি পর্যন্ত হতে পারে।
৮. অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার?
উত্তর: দুই প্রকার।
৯.অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কি কি?
উত্তর দেহ কোষ এবং জনন কোষ।
১০.দেহ কোষের কাজ কি?
উত্তর: দেহ কোষ দেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। স্নায়ুকোষ দেহ কোষের উদাহরণ। দেহ কোষ গঠনে প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ ।
জনন কোষের কাজ কি কি?
১১.উত্তর: জনন কোষ জনম কাজে অংশ নেয়। জনন কোষ যৌন প্রজননে ভূমিকা পালন করে। এদের উদাহরণ হল শুক্রাণু, ডিম্বাণু।
১২.সর্বাপেক্ষা বৃহৎ কোষ কোনটি?
উত্তর: সর্বাপেক্ষা বৃহৎ কোষ হচ্ছে উট পাখির ডিম।
১৩.উট পাখির ডিমের ব্যাস কত?
উত্তর: উট পাখির ডিম এর ব্যাস হচ্ছে(১৭০মি.মি-১২৫মি.মি)।
১৪.সর্বাপেক্ষা দীর্ঘ কোষ কোনটি?
উত্তর: সর্বাপেক্ষা দীর্ঘ হচ্ছে মানুষের স্নায়ু কোষ।
১৫.নিউরন কি?
উত্তর: নিউরন হচ্ছে পূর্ণাঙ্গ স্নায়ুকোষ।
১৬. সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ কোনটি?
উত্তর: সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ হলো মাইকোপ্লাজমা গলিসেপটিকাম ব্যাকটেরিয়াম কোষ।
১৭.মানবদেহে সবচেয়ে ছোট কোষ কোনটি?
উত্তর: মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শ্বেতকণিকা।
১৮. দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য কি প্রয়োজন?
উত্তর: দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন।
১৯.প্রোটোপ্লাজম কি?
উত্তর:প্রোটোপ্লাজম হলো কোষ মধ্যস্থ অর্ধস্বচ্ছ, দানাদার এবং থকথকে কলয়েড জাতীয় সজিব পদার্থ।
২০.কোষের মূল গঠন উপাদান কোনটি?
উত্তর: কোষের মূল গঠন উপাদান প্রোটোপ্লাজম।
২১.প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কতটুকু?
উত্তর: প্রোটোপ্লাজম এ পানির পরিমাণ 75 থেকে 95 ভাগ।
২২.প্রোটোপ্লাজম এ কি কি থাকে?
উত্তর: নিউক্লিয়াস, মাইট্রোকন্ডিয়া, প্লাস্টিড ইত্যাদি প্রোটোপ্লাজমে ভাসমান ও ডুবন্ত অবস্থায় থাকে।
২৩.উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম এর ধারনা কে দেন?
উত্তর: ফন্টনা।
২৪.সাইটোপ্লাজম কি?
উত্তর: কোষঝিল্লি এর ভেতরে এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষের সবটুকু জায়গা জুড়ে যে অংশ থাকে, তাকে সাইটোপ্লাজম বলা হয়।
২৫.সকল সজীব কোষে সাইটোপ্লাজম কেমন অবস্থায় থাকে?
উত্তর: সকল সজীব কোষে সাইটোপ্লাজম জীবন্ত থাকে।
২৬.সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণু গুলোর মধ্যে কোনটি আকারে সবচাইতে বড়?
উত্তর: সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণু গুলোর মধ্যে প্লাস্টিড আকারে সবচাইতে বড়।
২৭.নিউক্লিয়াস কাকে বলে?
উত্তর: প্রোটোপ্লাজমে অধিকতর ঘন এবং সুস্পষ্ট ক্ষুদ্রাঙ্গকে নিউক্লিয়াস বলে।
২৮.কোষের প্রাণকেন্দ্র এবং মস্তিষ্ক কাকে বলা হয়?
উত্তর: নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র এবং মস্তিষ্ক বলা হয়।
২৯.কে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন?
উত্তর: রবার্ট ব্রাউন।

৩০.রবার্ট ব্রাউন কিভাবে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?
উত্তর: রবার্ট ব্রাউন অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন। ৩১.রবার্ট ব্রাউন কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
উত্তর: রবার্ট ব্রাউন ১৮৩১ সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন।
৩২.রবার্ট ব্রাউন কোন পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
উত্তর: অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন।
৩৩.একটি কোষে কয়টি নিউক্লিয়াস থাকে?
উত্তর: একটি নিউক্লিয়াস থাকে।
৩৪.নিউক্লিয়াসে কোন কোন উপাদান থাকে?
উত্তর: নিউক্লিয়াসে প্রোটিন, ডিএনএ, সামান্য আরএনএ, কিছু পরিমাণ কো-এনজাইম এবং অন্যান্য উপাদান থাকে।
৩৫.নিউক্লিয়াসের ভৌত উপাদান গুলো কি কি?
উত্তর: নিউক্লিয়াসের ভৌত উপাদানগুলো হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম।
৩৬.কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না?
উত্তর: লোহিত কণিকা, অনুচক্রিকা প্রভৃতিতে নিউক্লিয়াস থাকে না।
৩৭.পেশি কোষে কয়টি নিউক্লিয়াস থাকে?
উত্তর: পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে।
৩৮.প্রাণীর বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়?
উত্তর: প্রাণীর বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনোসাইট বলা হয়।
আজ আমাদের জীববিজ্ঞান শিক্ষণ ক্লাস এ পর্যন্তই থাকবে। আমাদের জীববিজ্ঞান অংশ থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন বিষয়ক ধারাবাহিক পোস্ট, চলতে থাকবে।
Outstanding..!!
thank you