আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে জয়তুন তেলের উপকারিতা।জয়তুন সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি, আবার অনেকেই জানিনা। জয়তুন ফলের যেমন উপকারিতা রয়েছে তেমনি জয়তুন তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাকৃতিক উপাদানে ভরপুর জয়তুন তেল আমাদের জন্য খুবই উপকারী। তেমনি জয়তুন ফল উপকারী।

জয়তুন এর আরবি নাম: জাইতুন
জয়তুন এর বাংলা নাম: যয়তুন
জয়তুন এর ইংরেজি নাম: অলিভ (Olive)
জয়তুন এর বৈজ্ঞানিক নাম: Olea europaea
এই পোষ্টের মাধ্যমে আপনারা জয়তুন তেলের যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হচ্ছে:
জয়তুন তেলের উপকারিতা
জয়তুন ফলের উপকারিতা
জয়তুন তেল খাওয়ার নিয়ম
জয়তুন এর ঔষধি গুনাগুন ইত্যাদি
মহা পবিত্র কুরআন শরীফে জয়তুন সম্পর্কে এভাবে বলা হয়েছে,
কোরআন শরীফের সূরা তীন এর 1 থেকে 5 নং আয়াতে বলা হয়েছে,” শপথ আন্জির(ডুমুর) ও জয়তুনের। ডুমুর, জয়তুন, সিনাই পর্বত এবং পবিত্র মক্কা নগরীর কথা একইসাথে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন প্রকার তেলের মধ্যে জয়তুন তেল হচ্ছে এক বিশেষ গুণসম্পন্ন ভেজষ তেল। যা যুগে যুগে ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। খাদ্য হিসেবেও জয়তুনের স্বাদ ও গন্ধ অতুলনীয়।
আরও পড়ুন: রসুন এর উপকারিতা-এক কোয়া রসুন খাওয়ার উপকারিতা জানুন এক পোস্টে
খেজুর সম্পর্কিত সকল তথ্য একসাথে- খেজুর খাওয়ার উপকারিতা ও নিয়ম
চিরঞ্জীব বনৌষধি বই pdf | বনৌষধি pdf | চিরঞ্জীব বনৌষধি
হোমিওপ্যাথি চিকিৎসা বই pdf download | হোমিওপ্যাথি চিকিৎসা বই
জয়তুন সম্পর্কিত হাদিস:
রাসূল (সা:) বলেছেন, ”জয়তুনের তেল ব্যবহার করো কারণ এটি একটি বরকতপূর্ণ বৃক্ষ”।
আমাদের দেশে জল হচ্ছে জলপাই।
জয়তুন চিরহরিৎ বৃক্ষ। এই গাছ ৮-১৫ মিটার লম্বা হয়ে থাকে। জয়তুন পাতা ৪-১০ সে.মি. লম্বা, ১-৩ সে.মি. প্রশস্ত হয়। এর ফল অনেক ছোট, লম্বায় ১-২.৫ সে.মি. হয়ে থাকে। তবে জয়তুন ফলের তেলের উপকারিতা ব্যাপক।
জয়তুন তেলের উপকারিতা:

- জয়তুন তেল অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুরগ। জয়তুন তেল মূল্যবান ধাতু সোনার গুরুত্বপূর্ণ খনিজ উপাদান সমৃদ্ধ একটি উপাদান যা শরীরে জ্বালাপোড়া ভাব থাকলে তা দূর করে।
- জয়তুন তেল কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্য সহ পেট ব্যথা দূর করতে সাহায্য করে। যা জয়তুন তেলের একটি অনন্য উপকারিতা।
- জয়তুন তেল পাকস্থলীর প্রদাহ এবং ডিওডেনামের ক্ষয় রোধ করে এবং ভিটামিনের অভাব পূরণ করতে সাহায্য করে।
- জয়তুন তেল মালিশ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ জয়তুন তেল একটি উত্তম মালিশ তেল, যা শরীরের ত্বক নরম এবং কোমল রাখে। এছাড়া জয়তুন তেল চামড়ার দাগ ও বলিরেখা দূর করে আমাদের ত্বকের উপকারিতা করে।
- জয়তুন তেল ক্রিম বেস্ট অয়েন্টমেন্ট জাতীয় ঔষধের গুরুত্বপূর্ণ একটি উপাদান।
- জয়তুন তেল চর্ম রোগের জন্য বিশেষভাবে কার্যকর।
- জয়তুন তেল ও লেবুর রস মিশিয়ে যদি আপনি পান করেন তাহলে, গলব্লাডারে পাথর জমা রোগ থেকে পরিত্রান পাওয়া যায়।
- জয়তুন তেলের উপকারিতার একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জয়তুন পাতা এইডস প্রতিরোধী ”অলিভ সিলভার লিভ”।
- যারা রেচনতন্ত্রের জটিলতায় ভোগেন তাদের জন্য জয়তুন তেল অতি উত্তম নাইট্রোজেন বিহীন ও কার্বন যুক্ত একটি খাদ্য।
- জয়তুনের সাথে আমাদের শরীরের পিত্তনালীর গঠন এবং জয়তুন রঙের সাথে পিত্তরসের সাদৃশ্য আছে। তাই জয়তুন পিত্তথলিতে পাথর হওয়া থেকে আমাদের প্রতিরোধ করে।
- পেটের অসুখ ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
- যৌনাঙ্গে মালিশ করলে যৌন দুর্বলতা দূর করতে জয়তুন তেল সাহায্য করে।
- Class 7 Quiz | class 7 mcq new curriculum
- Class 6 Quiz | Class 6 Question
- Class 7 Quiz Notice
- Class 6 Quiz Notice
- প্রতিবেদন লেখার নিয়ম ও উদাহরণ- বাংলা দ্বিতীয় পত্র
পরিশেষে,
জয়তুন তেল একটি অতি উচ্চ গুণসম্পন্ন ভেজস তেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা অনেকেই জয়তুন তেল এর ব্যবহার জানিনা। তাই আমরা চেষ্টা করেছি আপনাদের জয়তুন তেলের উপকারিতা সম্পর্কে জানানোর জন্য। মূলত জয়তুন ফল থেকে তেল তৈরি করা হয়। তাই জয়তুন ফলের উপকারিতা ও ব্যাপক।
This video will help you.
2 thoughts on “জয়তুন তেলের উপকারিতা | কুরআন ও হাদিসের আলোকে”