জন্মদিনের শুভেচ্ছা জানান ভালোবাসার মানুষকে: শুভ জন্মদিন বন্ধু

জন্মদিনের শুভেচ্ছা: জন্মদিন আমাদের বছরে একবারই আসে। প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু জানাতে আমরা অধীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করি। বিভিন্ন উপায়ে আমরা ভালবাসার মানুষকে জন্মদিনের স্ট্যাটাস জানিয়ে থাকি। অনেকে আবার শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস জানানোর জন্য ভালো কোনো উপায় খুঁজে পায় না। কিন্তু আমরা সবাই ভালোবাসার মানুষকে অথবা বন্ধুকে বলতে চাই: শুভ জন্মদিন বন্ধু

আজ কি আপনার ভালবাসার মানুষের জন্মদিন? আপনি কি ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু দিতে চান? তাহলে এই লেখাটা শুধুই আপনার জন্য।

প্রথমে আমাদের জানতে হবে আমরা কত উপায়ে ভালোবাসার মানুষের জন্মদিনে শুভ জন্মদিন বন্ধু জানাতে পারি। আজকে আমি আপনাদের কিছু টেকনিক জানাবো।

১. কবিতার মাধ্যমে                            

২. জন্মদিনের শুভেচ্ছা গানের মাধ্যমে

৩. শুভ জন্মদিন বন্ধু sms

৪. জন্মদিনের শুভেচ্ছা ভিডিও এর মাধ্যমে                            

৫. হঠাৎ সারপ্রাইজ

৬. জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

এই পোস্টে গানের মাধ্যমে এবং ছন্দের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাবো।

শুভ জন্মদিন বন্ধু কবিতা:

  1. এই শুভ দিনে জানাই তোমায়,

হাজারো গোলাপ শুভেচ্ছা।

ফুলের মতো পবিত্র হোক তোমার ভুবন,

জন্মদিনে, এই যেন মোর 

প্রার্থনা

2. “জন্মদিনে তোমায় জানাই হাজারো শুভেচ্ছা

ভোরের আলোয় আলোকিত হোক তোমার জীবনের বাসনা”।

3. জীবনের প্রথম সুখ তুমি

জীবনের হাসি তুমি

ভালোবাসা তোমায় ঘিরে

আমার মনের বিন্দু থেকে

জানাই শুভেচ্ছা জন্মদিনের।

শুভ জন্মদিন বন্ধু

 শুভ জন্মদিন বন্ধু

4. পৃথিবীর সমস্ত খারাপ ও

দুঃখগুলো ভুলে যাও, যা

তোমাকে

দুঃখিত করে তুলে।

আজ আমার প্রেমময়

ও ভালোবাসা মিশানো

শুভেচ্ছা গ্রহণ করো।

শুভ জন্মদিন ,হে আমার প্রিয়।

জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন বন্ধুর

5. আজ এই শুভ ক্ষনে, ভালোবাসা তোমায়

কথা দিচ্ছি, আগলে রাখব মনের কোনায়,

চোখের আড়াল হবোনা,

আড়াল হতেও দেব না,

ভালোবাসার অথৈ সাগরে হারাবো আমরা।

6. আজ তোমার জন্মদিন কি দেব বল উপহার,

দেবার মত হৃদয় ছাড়া কিছু তো নেই আমার।

7. নদীতে বইছে খুশীর জোয়ার

বাতাসে সুভাশিত কলতান,

তোমায় নিয়েই মাতামাতি আজ

তোমার জন্যই আয়োজন সব।

করবে সবাই তোমার জয়গান

রাখবে মনে চিরকাল।

জীবন হোক আনন্দময়,

সপ্নগুলো হোক রঙিন,

ভালোবাসায় পূর্ণ হোক

তোমার জন্মদিন।

8. তুমি এইদিনে পৃথিবীতে এসেছ

শুভেচ্ছা তোমায়,

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়,

আজ জন্মদিন তোমার

9. স্বপ্নগুলো সত্যি হোক

মনের আশা পুরন হোক

দুঃখ গুলো বিলীন হোক,

জীবনটা সুখময় হোক।

শুভ শব্দটি তোমার জন্য।

–শুভ জন্মদিন হে প্রিয়—

10. ফুলের শুভাস ফুরিয়ে যায়,

দিন শেষে রাত হয়,

মোমবাতির আলো শেষ হয়,

তবু তোমার জন্মদিন যেন

থাকে অমর

শুভেচ্ছা নিও

হে আমার প্রিয়

11. শুধু আজ নয়

শুধু একটি দিন নয়,

প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ ,যেন হয়

সুখময়, আনন্দময়

ঠিক আজকের জন্মদিনের মতো।

শুভ জন্মদিন তোমায়।

12. তুমি কি জানো, আজ পাখির

কলতানের রহস্য?

তুমি কি জানো, প্রকৃতির

স্নিগ্ধতার রহস্য?

তুমি কি ভুলে গেছো আজ কি?

জন্মদিনের শুভেচ্ছা প্রিয়।

13. শুভ জন্মদিন আমার ভালোবাসা

তোমার জীবনে সুখ হোক চিরস্থায়ী।

সকল দুঃখ যাক মুছে

তোমার জীবন থেকে।

14.ফুল ফুটেছে রাশি রাশি,

মুখে তোমার মিষ্টি হাসি।

হাজারো গোলাপের মাঝে গোলাপ যেমন হাসে,

তেমনি তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে।

*শুভ জন্মদিন প্রিয়তমা*

15. ভুলতে পারি আমাকে,

না বলতে পারি, হাজারো ব্যস্ততাকে,

ক্লান্তির গ্লানিকে ছুড়ে ফেলতে পারি,

তবু ,আজকের দিন ভোলার নয়, হে প্রিয়

লাল গোলাপ শুভেচ্ছা তোমায়

16. শুভ জন্মদিন বন্ধু। আজ তোমার জীবনে নতুন একটি বছরের পদার্পন হলো। আশা করি এটি তোমার জীবনে সকল ক্লান্তি ভুলিয়ে দিয়ে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দিবে।

17. শত বেদনার মাঝেও তুই আমার মন ভালো করার বন্ধু। জন্মদিনের শুভেচ্ছা বন্ধু। আমার ভালো সময়, খারাপ সময়, সব সময় তুই ছিলি পাশে। আজীবন আমাদের বন্ধুত্ব টিকে থাকুক। ভালোবাসা নিস বন্ধু।

18. তোকে আমার বন্ধু পেয়ে আমার জীবনের অনেক কিছু পাওয়া হয়েছে। আজীবন তোর সাথে থাকতে চাই বন্ধু। শুভ জন্মদিন বন্ধু।

19. ভার্সিটির প্রথম বন্ধু তুই। একদিন ক্লাসে না আসলে ক্লাস করতে ভালো লাগেনা। সব সময় পাশে থাকিস। জন্মদিনের জন্য দোয়া রইল।

20. তোর জন্মদিন বলে কষ্ট করে রাত বারোটা পর্যন্ত জেগে আছি তোকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলে। বিনিময় কিছুর প্রয়োজন নেই কিন্তু ট্রিট কিন্তু চাই ই চাই। না দিলে ভার্সিটি আসলে মজা দেখাবো।

গানের সুরে শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস:

শুভ জন্মদিন বন্ধু,শুভ জন্মদিন বন্ধু মেসেজ

যদি আপনি গান গাইতে পারেন তাহলে তো কোন কথাই নেই। গানের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করার বিষয়টি যদিও বাংলা সিনেমায় বেশি দেখা যায় তবুও এর বাস্তব ফলাফল রয়েছে। গানের মাধ্যমে সে আপনার উপর খুশী হবেই। আপনি গানের সুরে আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন এভাবে:

মাইলস(shafin ahmed aj jonmodin tomar) এর জন্মদিনের এই গানটি আপনাদের সুবিধার জন্য লিরিকস আকারে দেওয়া হল।

শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস

আজকের আকাশে অনেক তারা (ajker akashe onek tara)

দিন ছিল সূর্যে ভরা

আজকের জোছনাটা আরো সুন্দর

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগায়

মুখরিত হবে দিন গানে গানে

আগামীর সম্ভাবনায়

তুমি এইদিনে পৃথিবীতে এসেছ

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার (aj jonmodin tomar)

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

তোমার জন্য হাসে অননল স্নিগ্ধ বিকেল

ভালোবাসা নিয়ে নিজে তুমি

ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার(aj jonmodin tomar)

তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ

আলোকিত হয়ে নিজে তুমি

আলোকিত করো পৃথিবীকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার (aj jonmodin tomar)

আপনি কিন্তু এই গানের কথাগুলো কে কবিতার ছন্দ বানিয়ে ফেলতে পারেন।

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আসিফের গান:

আজ তোমার জন্মদিন

কী দেবো বলো উপহার?

আজ তোমার জন্মদিন

কী দেবো বলো উপহার?

হৃদয় ছাড়া দেবার মতো

কিছু তো নেই আমার

জন্মদিনে তোমার

হৃদয় দিলাম উপহার

আজ তোমার জন্মদিন

এ গান দিলাম উপহার

প্রিয় ফুলের তোড়া পাবে

শুভেচ্ছা ও উপহার দেবে রঙিন খামে

ফুল সে তো ঝরে যাবে

রাত শেষে উপহারগুলো পুরনো হবে

আতশবাজির রঙিন আলো

নিভে গেলেই আঁধার

তাই জন্মদিনে তোমার

হৃদয় দিলাম উপহার

আজ তোমার জন্মদিন

এ গান দিলাম উপহার

শুভক্ষণের এমন দিনে

দূরের মানুষ কাছে আসে, ভালোবেসে

সবাই আবার নেবে বিদায়

সব আয়োজন শেষ হলে, একটু হেসে

কোলাহলের শেষেই তুমি

একা হবে আবার

তাই জন্মদিনে তোমার

হৃদয় দিলাম উপহার

আজ তোমার জন্মদিন

কী দেবো বলো উপহার?

আজ তোমার জন্মদিন

কী দেবো বলো উপহার?

হৃদয় ছাড়া দেবার মতো

কিছু তো নেই আমার

জন্মদিনে তোমার

হৃদয় দিলাম উপহার

আজ তোমার জন্মদিন

এ গান দিলাম উপহার

গান কিন্তু তোমাকে নিজের গাইতে হবে। তাহলে সে ইমপ্রেস হবেই। তাছাড়া তোমার প্রতি তার রাগ থাকলে তাও মুছে যাবে।

তাহলে আজ আমরা জন্মদিনের শুভেচ্ছা জানানোর উপায় দেখলাম। এখন তুমি তোমার মনের মানুষকে ইচ্ছামত জন্মদিনের শুভেচ্ছা জানাও। শুভ জন্মদিন বন্ধু or শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস।

এই বিভাগের অন্যান্য পোস্ট পেতে ক্লিক করুন শুভেচ্ছা

আমাদের সকল পোস্ট পেতে ভিজিট করুন Learning View Bd

Leave a Comment