আজকে আমাকে জানবো ঈদ মোবারক স্ট্যাটাস। ঈদ আমাদের জীবনে খুশীর আমেজ নিয়ে আসে এই দিনে আমরা সবাই চাই প্রিয়জনদের ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ দিতে। এছাড়াও আমরা ঈদ মোবারক পিকচার, ঈদ মোবারক শুভেচ্ছা ইত্যাদি প্রিয়জনদের জানিয়ে থাকি। এজন্য আজ আমরা জানবো ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ বা ইদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২ ।

প্রথমে আপনার ঈদ সম্পর্কিত কয়েকটি বিষয় জানবো। যেমন, ঈদ শব্দের অর্থ কি? ঈদের সংজ্ঞা ইত্যাদি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার রোজা রেখে আমরা ঈদ পালন করি। আর আমাদের এই পোষ্ট দেয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যেন আপনাদের প্রিয়জনকে ঈদ(ইদ) মোবারক শুভেচ্ছা ২০২২ বা (ইদ) ঈদ মোবারক স্ট্যাটাস 2022 জানাতে পারেন।
ঈদ শব্দের অর্থ কি?
ঈদ (প্রমিত বানান ইদ) শব্দের অর্থ উৎসব। মুসলিম ধর্মালম্বীদের প্রধান উৎসব হিসেবে বিবেচিত ঈদ।
ঈদ বলতে বোঝায়:
ঈদ-উল-ফিতর এবং
ঈদ এর সংজ্ঞা কি?
পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পরে বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের 1 তারিখে খুশি উদযাপন অর্থাৎ সকল গ্লানি, হিংসা-বিদ্বেষ ভুলে, মানুষে মানুষে যে সম্প্রতি, তাকে ঈদ বলা হয়।
এই পোষ্টের মাধ্যমে আপনাদের যে সকল বিষয়ে কভার হবে তা হচ্ছে:
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
পড়ছেন ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২
ঈদ মোবারক ২০২২
অগ্রিম ঈদ মোবারক ২০২২
ইদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২২
অগ্রিম ঈদের শুভেচ্ছা ২০২২
ঈদের দিনের স্ট্যাটাস ২০২২
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২ ইত্যাদি
ঈদের ইতিহাস:
আমাদের জীবন কর্ম ব্যস্ত। কর্মব্যস্ত ও বৈচিত্র্যহীন জীবনে প্রয়োজন আনন্দ। একঘেয়ে জীবন যাপন করতে করতে আমাদের জীবন হয়ে পড়ে স্থবির। এজন্য আমরা প্রত্যেকটি ধর্ম এ কিছু উৎসব দেখতে পাই। তেমনই মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ঈদ. আমরা ইদ বলতে দুইটি ঈদকে বুঝি। তা হচ্ছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর।
রাসূল সাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন সেখানে অনেক আগে থেকে অর্থাৎ জাহেলী যুগ কিংবা অন্ধকার যুগ হতে দুটি উৎসবের দিন ছিল। রাসুল (সা.) জিজ্ঞাসা করলেন এই দুই দিন কিসের? মদীনাবাসীরা বললেন, জাহেলী যুগ থেকে তারা এই দুইদিন খেলাধুলা ও আনন্দ করে। তখন রাসুল (সা.) বললেন, আল্লাহ এই দুইদিনের বদলে তোমাদের নতুন দুইটি উৎসবের দিন দিয়েছেন। ঈদুল ফিতর ও ঈদুল আযহা। (মুসনাদে আহমদ ১৩০৫৮)।
624 খ্রিস্টাব্দের দিকে রাসুল (সা.) ঘোষণা করলেন, সব জাতির ই উৎসবের দিন থাকে। এটা আমাদের ঈদ। ( বুখারি ৩৯৩১, মুসলিম ২০৯৮)।
ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২(2022):
- ঈদের খুশি ঈদের আমেজ
সবার মাঝে আসুক
ধনী-গরীব এক হোক
এক কাতারে আসুক
এই আশাতে সবাইকে জানাই
ঈদ মোবারক

2. গান-বাজনা কে ত্যাগ করে
যাব আমি প্রতিবেশীদের মাঝে
পটকা বাজি না করে
গরিব-দুঃখীদের সেবা করে
ঈদকে ধারণ করব মনের মাঝে
ঈদ মোবারক
3. ঈদের খুশি কে কেন্দ্র করে
এক হবো মোরা সকলে
হিংসা বিবাদ ভুলে, আমরা
উড়াবো শান্তির পতাকা
বিশ্বনেতারা এক হবে
ঈদ মোবারক সার্থক হবে
4. ঘুম আসে না চোখের পাতাতে,
ভাবছি আমি শুধু তোমাকে,
তোমায় নিয়ে যাব ঘুরতে,
ঈদের দিনে পাবোতো দেখা তোমাতে !
ঈদ মোবারক তোমাকে।
5. মেঘলা আকাশ মেঘলা দিনে
সেমাই খাবো সবাই মিলে
না, একা তো নয়
সবাইকে দিলাম উষ্ণ দাওয়াত
অগ্রিম ঈদ মোবারক
6. দুঃখগুলোকে ভাসিয়ে দিব সাগরের মাঝে
সুখগুলোকে নিয়ে আসবো আমাদের মাঝে
আত্মীয়-স্বজনদের খবর নিব সবাই মিলে
গরিব দুঃখীরা হবেনা বঞ্চিত আমাদের থেকে
এই শিক্ষাকে ধারণ করে
চলবো আমি ঈদের দিনে
ঈদের খুশিতে তোমায় জানাই ঈদ মোবারক
না, ঈদ মোবারক স্ট্যাটাস দিয়ে না
মনের অন্তর থেকে জানালাম
ঈদের শুভেচ্ছা
7. ঈদের নামাজ শেষ করলাম কত আগে
সালামি দিল না এখনো কেউ আগে আগে
হয়তবা বড় হয়েছি অনেক আগে
কিন্তু সালামি আমি নিব আজকে
ঈদ মোবারক সকলকে
আরো কিছু ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২(2022):
জন্মদিন নিয়ে ইসলামিক উক্তি: শুভ জন্মদিন বন্ধু
জন্মদিনের শুভেচ্ছা জানান ভালোবাসার মানুষকে: শুভ জন্মদিন বন্ধু

8. চাঁদমামা উঠে গেছে
কড়া নাড়ছে ঈদের দিন
ঈদের বাকি 1 দিন
আসবে সবার খুশির দিন
নতুন জামা কিনে নিন
সবাই সবার খবর নিন
গরিব-দুঃখীদের জামা দিন
দাওয়াত রইলো ঈদের দিন
9. ঈদ-উল-ফিতর বয়ে আনুক শান্তির বার্তা
এই মোর আকাঙ্ক্ষা
ঈদ মোবারক
10. বছর ঘুরে আবার এলো খুশির ইদ আমাদের মাঝে
সকল ক্লান্তি ও গ্লানি ভুলে’ কাঁধে কাঁধ মিলাবো সকলের মাঝে
ক্ষমা করব সবাইকে, দোয়া করব সকলের জন্যে
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আমাদের মাঝে
সবাইকে জানাই শুভেচ্ছা
ঈদ মোবারক এর
11. চাঁদ দেখেছি খুশি হয়েছি
কালকে মোদের ঈদ
সেমাই খাবো সালামি পাব
কালকে আমাদের ঈদ
আপনারা পড়ছেন, ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২।


12. চাঁদ উঠেছে, ফুল ফুটেছে,
পাখি ডাকছে, মন উড়ছে,
কালকে আমাদের ঈদ আসছে।

13. যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
14. গরিব-দুঃখীদের না ভুলে
হিংসা বিভেদ কে, না বলে
ছড়িয়ে দেব ঈদের আমেজ আমরা
সকলের মাঝে
ঈদ মোবারক সকলকে
15. ঈদের দিন সেমাই খাব,
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোর বাড়িতে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মুবারক
16. ঈদ এলো খুশি এল
আনন্দ সবার মাঝে
ঈদের এখন নতুন রূপ
বৃষ্টি হলো অপরূপ
ঈদ মুবারক
17. ঈদের দিনে খুশির দিনে
সাজবে তুমি মেহেদি দিয়ে
রাঙাতে তুমি আমার হৃদয়
তোমার পরশ দিয়ে
ঈদ মুবারক
18. ঈদ মানে আকাশে নতুন চাঁদ
নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ
তোমার মেহেদী রাঙ্গা হাত
খুশিতে মেতে ওঠা সকলের আজ
19. আসছে ঈদ দিচ্ছে উকি
যাবো আমি তোর বাড়ি
আসবি তুই আমার বাড়ি
ঘুরবো আমরা সারা বাড়ি

20. হিংসা বিদ্বেষ ভুলে
ভালোবাসার হাত বাড়িয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে
সকলের মাঝে খুশি ছড়িয়ে
গরিব-দুঃখীদের সাহায্য করাই ঈদ
পড়ছেন ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২
21. এই খুশির দিনে আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে সুস্থ ও সুন্দর রাখুক
সেই কামনায়
ঈদ মোবারক
22. সম্প্রীতি, সৌহার্দ্য ও প্রীতির বার্তা নিয়ে চলে এলো ঈদ
হতাশার গ্লানি থেকে মুক্ত হয়ে খুঁজবো নতুন নীড়
সকলে আমরা সকলের তরে
ঈদ মোবারক সকলকে
23. রোজা শেষে আবারো আসলো খুশির ঈদ
রোজার আদর্শকে ধারণ করে পালন করব ঈদ
24. ঈদ নিয়ে আসুক আনন্দ ও সুখ,
মুছে যাক সব গ্লানি ও দুখ,
দূর হোক হৃদসকল অকল্যাণ,
ভরে উঠুক পৃথিবী আবার নতুন আভায়,
সেই আভায় আলোকিত হোক তোমার ভূবন,
ঈদ মোবারক
25. চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়
ঈদ মোবারক স্ট্যাটাস দিয়ে নয় কিনবা এসএমএস দিয়ে নয়
মনের গহীন অন্তস্থল থেকে জানাই তোমায়
ঈদ মোবারক
26. বন্ধু তোরা কই সবাই
ঈদ আসছে শীঘ্রই
ঘুরতে হবে সারাবেলা
বাইক নিয়ে আসবি তোরা
আমি আনবো একটি লাল ঘোড়া
ঈদ মোবারক এর শুভেচ্ছা
চলুন জেনে নেই আরো কিছু ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২:
27. চারিদিকে খুশির হাওয়া
বইছে বাতাস এ ফাগুন হাওয়া
ঈদের খুশিতে মেতেছে মন
উতলা এই ভুবন
বন্ধু তোমাকে জানাই
ঈদ মোবারক
28. সকালের স্নিগ্ধ পরশ
মিষ্টি হাওয়া
সেমাইয়ের গন্ধ
মন আমার থাকে না বদ্ধ
যাবো আমি তোর বাড়ি
আসবি তোরা আমার বাড়ি
ঈদ মোবারক এর শুভেচ্ছা
29. নামাজ পড়েছি চাঁদ দেখেছি
খুশির হাওয়ায় মন মেতেছি
ঈদের আমেজ বইছে মনে
দুলছে এ মন
খুশির এই ঈদে জানাই তোমাদের
ঈদ মোবারক
30. মাহে রমজানের রোজার শেষে
এলো খুশির ঈদ
পাপ পঙ্কিলতা যাবে মুছে
আসছে মোদের ঈদ

31. ঈদের দিনে শপথ করি
চলব খোদা তোমার পথে
ঈদের আনন্দ ছড়িয়ে দিব
পথশিশুদের মাঝে
ঈদ মোবারক সকলকে
32. ঈদ এলো ভোর হলো
খুকু মনি ওঠোরে
নতুন জামা পড়ে নে
ঘুরতে যাব দুজনে
ঈদ মোবারক তোমাকে
33. ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ
ঈদ মানে আমার বাড়ি তোমার নিমন্ত্র
ঈদ মোবারক বন্ধু
34. ঈদের এই খুশির হাওয়া, সকলের মনকে ভরিয়ে তুলুক অনাবিল হাসিতে
দুঃখ গুলো যাক মুছে
ঈদ মোবারক সকলকে
35. আল্লাহ এই ঈদকে কেন্দ্র করে আমাদের মাফ করে দিন। আমিন। ঈদ মোবারক।
36. ঈদ বয়ে আনুক আমাদের জীবনে অনাবিল হাসি ও সুখ। ঈদ মোবারক
37. হিংসা বিদ্বেষ ভুলে মিলে যাই সকলে
ঈদের দিনে এই হোক আমাদের প্রার্থনা
38. ঈদের এই দিনে
হিংসা বিদ্বেষ ভুলে
কাঁধে কাঁধ মিলিয়ে
চলবো মোরা একসাথে
এই প্রত্যয় সকলকে জানাই
ঈদ মোবারক
39. সেমাই পায়েস এর গন্ধ
চারিদিকে বইছে
শিশুদের মাতোয়ারা দেখে,
মন মোর দুলছে।
কি হয়েছে আজ?
বাতাসে আনন্দের দোলা
হঠাৎ এক পাখি এসে বলল
ঈদ মোবারক আজ।
40. ইদ মোবারক, ইদ মোবারক,
ইদ এসে গেছে,
ধনী-গরীব এক
হলো রে
ইদ এসে গেছে।

42.সোনালি সকাল, রোদেলা দুপুর,
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা, চাঁদনী রাত।
সর্ব রঙ্গে রাঙ্গিয়ে থাক।
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক”
৪৩. সামনেই আসছে ইদুল আযহা
ত্যাগের মহিমায় উজ্জীবিত হবো মোরা
দিব কোরবান করবো কোরবান নিজের হিংসা
হবো পবিত্র।
পরিশেষে,
আমাদের সকলের উচিত ঈদের দিনে নিজের পরিবারকে সময় দেওয়া। নিজের পরিবারের সকল সদস্যের সাথে সাক্ষাৎ করা। সেই সাথে আত্মীয়স্বজনদের খোঁজ খবর নেওয়া, পাড়া-প্রতিবেশীদের ঘরে যাওয়া ও তাদের খোঁজ খবর নেওয়া, গরিব-দুঃখীদের সাধ্যমত সাহায্য করা। আমাদের মনে রাখতে হবে ঈদ অর্থ অর্থ খুশি শুধুমাত্র নিজের জন্য নয় সকলের জন্য।
আশা করি, আপনারা এখন থেকে খুব সহজে ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ জানাতে পারবেন। ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ঈদের খুশি আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই ঈদের হক পালন করতে হবে। ঈদের খুশি মানে অশ্লীল কর্মকান্ড করা না। অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী আমাদের ঈদ পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ঈদের আনন্দ পালন করার তৌফিক দান করুন এবং সকলের মাঝে যেন আমরা ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পারি। আমিন।
ঈদ মোবারক এর এই দিনে আমাদের উচিত সকল অন্যায় কাজ থেকে দূরে থাকা। এছাড়াও অসামাজিক কাজ থেকেও দূরে থাকা উচিত। মূলত যারা একমাস সিয়াম সাধনা করেছে, তাদের জন্য ঈদ হচ্ছে খুশি। কিন্তু আমরা যদি অসামাজিক এবং অন্যায় কাজ করি, তাহলে ঈদের খুশি থাকবে না। আমরা সবাই ঈদের বিধান মেনে চলবো। এই প্রত্যাশায় সকলকে জানাই ঈদ মোবারক স্ট্যাটাস।
আশা করি, এই পোষ্টের মাধ্যমে আপনারা ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২, ঈদ মোবারক স্ট্যাটাস 2022, গরিবের ঈদের স্ট্যাটাস, ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২, ঈদের দিনের স্ট্যাটাস ২০২২, ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২২ ইত্যাদি সম্পর্কে অবগত হয়েছেন। যদি ভালো লাগে পোস্ট শেয়ার করতে পারেন। যে কোন মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
ধন্যবাদ সব স্ট্যাটাস গুলো একসাথে দেওয়ার জন্য