ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের খুশি কে আরও বাড়িয়ে দিতে আজকে আমরা জানবো ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২ অর্থাৎ ঈদের শুভেচ্ছা ২০২২। তার আগে আপনাদের সকলকে ঈদ মোবারক 2022.
একমাস সিয়াম সাধনার পরে আমরা উদযাপন করি পবিত্র ঈদ। ঈদে আমরা সকল গ্লানি এবং দুঃখ ভুলে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। এই দিনে ধনী-গড়িব এক কাতারে মিলিত হই। প্রিয়জনদের জানাই ঈদের শুভেচ্ছা। পরিচিত অপরিচিত সবাইকে আমরা বলি ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২। দেখতে দেখতে চলে এলো ঈদ মোবারক 2022. ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজ আমরা অনেকগুলো ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস জানব। আশা করি ঈদ মোবারক sms জানাতে আপনাদের আর সমস্যা হবে না।

1.আজ উষার মৃদুল বায়
মুসলিম জাহান আজ একতায়
দেখ কত বল ধরে?”
Aj ushar mridul bhai
Muslim jahan aj akotai
dekh koto bol dhore?
2. ”আজি নতুন ঈদের চাঁদ উঠেছে
আকাশের গায়,
তোরা দেখবি কারা আয়
আয় ছুটে আয়।”
Aji natun eid er chad uthese
akaser gai
tora dekbi kara ay
ay sute ay

3. ঈদের সালাম নিও, দোয়া কর আগামীতে
কাটিয়ে উঠতে পারি, যেন এই বছরের ব্যর্থতা
Eid er salami nio, dua koro agamite
katiee utthe pari jano ei bosorer bartotha
4. এসেছে নতুন দিন
এসেছে ঈদ
আলো শতদল পাপড়ি মেলেছে,
কুয়াশা হয়েছে ক্ষীণ
esese natun dinn
esese eid
alo sotodol papri melese
kuasa hoese khino
5. এল খুশীর দিন
দেখনা চেয়ে খুশীর চিন
দেখনা চেয়ে আজ কত রঙিন
খুশীর ঝলক বইছে যে ঈদগাহে।

Elo khusir dinn
dekna chea khusir chin
dekhna chea aj koto rangin
khusur jahlok boise je eid gahe
6. “ঈদের দিনে জিদ ধরি না আর
কানে আমার বাজে না
মায়ের অলংকার।”
Eid er dinee jid dhori na r
kane amar bajhe na
Ma er olongkar
7. “ঈদ মোবারক, সালাম, আজি এই খোশরোজে
দাওয়াত কবুল করো হে
মানুষের বেদনার মহাভোজে।
Eid Mubarak, Salam, Aji Ei khosroje
Dawat kobul koro he
manuser bedonai mohavoje
8. “ঈদ আসে ঈদ যায়
ঈদ থাকে ঝুলে
মনের রেণু মেখে
গোলাপের ফুলে।
Eid ashe Eid jai
Eid tahke jhule
Moner renu mekhe
Golaper Fulee.
ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২ জানান
9. “ঈদ মানে খুশির খেলা
ফুলের গন্ধে দোলা
ছন্দে ঝরা বিষটি ধারা”
Eid mane khusir khela
Fuler gondhe dola
Sonde jhora bisti dhara
10. ইদের রাতে হয় মুনাজাত কবুল
ভাসিয়ে দিলাম তাই দু-চোখের কূল।”
Eid ratee hoi munajat kobul
vasiee dilam tai du-choker kul
১১. সমস্ত খুশির সেরা
খুশিতে ভরা ঈদ
পৃথিবীর যেন সেদিন হয়
পরম সুহৃদ।”
১২. “ঈদ মানেতো খুশি
ঈদ মানেতো হাসি
ঈদ মানে ভুলে যাওয়া
হিংসা হানাহানি।”
১৩. “ঈদ এসেছে চাদ উঠেছে
নিয়ে রহমতের ঢেউ,
সেই খুশির পরশ থেকে
বাদ যাবে না কেউ।”
১৪. ঈদ যেন ঠিক আনন্দটাকে
বয়ে আনা বোরাক
খুশিই যেন ঈদের জন্য
রহমতের এক খোরাক।
১৫. ফিরনি-সেমাই, আলোর কুসুম ওরাও খাবে আজ
এই পৃথিবী নিত্য যদি সত্য করে কাজ,
ঈদ মোবারক শুভেচ্ছা অর্থাৎ ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস এর মাঝে কিছু কথা। মূলত এ কথাগুলো নৈতিক কথা। যেগুলো বলা প্রয়োজন। ঈদ মানে আনন্দ। তবে এই আনন্দ এর অর্থ এই নয় যে আমরা যা খুশি করতে পারব। ঈদ মানে খুশি। কিন্তু আমরা নৈতিক অবক্ষয়ের দিকে কোনভাবেই ঈদের আনন্দকে নিয়ে যাব না। বিশেষ করে পটকা, বাজি ইত্যাদি কখনোই কাম্য নয়। আমাদের উচিত আমাদের প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া। আত্মীয়-স্বজনদের খোঁজখবর নেওয়া এবং ধনী-গরীব প্রত্যেকের সাথে একসাথে চলা। ঈদের আনন্দ যেন অপেক্ষাকৃত গরীবদের মাঝে ও ছড়িয়ে যায়, এজন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কাজ করা প্রয়োজন। বিশ্বব্যাপী মারামারি, হানাহানি দূর করার জন্য আমাদের দোয়া করা উচিত। ঈদের প্রতিপাদ্য এটাই হয় তা কাম্য। এই আশা ব্যক্ত করে আপনার সকলকে জানাই ঈদ মোবারক 2022.

১৬. এক মাস রোজাশেষে
খুশির চাঁদ নীল আকাশে
ওঠে হেসে হেসে।
ঈদ মোবারক তোমাকে।
১৭. খুশির বাকা চাঁদখানি
করে জলজল
এসো বলি মন খুলে
‘ঈদ মোবারক’।

১৮. অবশেষে মেঘ ঘেঁষে
যেই চাঁদ উঠিল
মরা ডাঙা খরা ভাঙা
খুশিতেই ফুটল।
You May Like:
জন্মদিন নিয়ে ইসলামিক উক্তি: শুভ জন্মদিন বন্ধু
জন্মদিনের শুভেচ্ছা জানান ভালোবাসার মানুষকে: শুভ জন্মদিন বন্ধু
১৯. ঈদের চাঁদে সুবাস থাকে
রহমত থাকে খুব
ইচ্ছে করে আনন্দে আজ
দেই বাড়িয়ে ডুব।
২০. ঈদের খুশি ছড়িয়ে যাক আজ,
ঈদ আসুক প্রতিদিন
জীবন হোক সুখ
আর স্বপ্ন হোক রঙিন।
২১. এলো খুশির ঈদ,
চোখে নেই নিঁদ,
কিন্তু আজি আমি বড় একা,
কাল তোমার পাবোতো দেখা?
২২. আজ দুঃখ মুছার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু কথা হবে, সুখ হবে অসীম, কারণ আজি খুশির ঈদ।
২৩. মেসেজ দিয়ে নয়, ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে নয়, কল দিয়ে নয়, ছবি দিয়ে নয়, হৃদয়ের অন্তস্থল থেকে জানাই তোমায় ঈদ মুবারক
২৪. জানো কি বাকা চাঁদের খবর,
আজ নাকি ঈদুল ফিতর,
রাঙাবে তুমি রাঙাবে সবাই,
ঈদ মোবারক।
২৫. আশা গুলো সত্যি হোক,
তোমার আশা পূরণ হোক,
বেদনা মুছে যাক,
আনন্দে জীবন ভরে যাক,
জীবন হোক সুখের,
ঈদ মোবারক।
২৬. দূরের মানুষ আসুক কাছে
কাছের মানুষ থাকুক পাশে
ছুটে যাক মন, মনের টানে
বাকা চাঁদের খুশিতে
দাওয়াত রইলো ঈদেতে
ঈদ মোবারক তোমাতে।

২৭. উজ্জ্বল প্রভাত, সোনালি দুপুর,
গোধূলি সন্ধ্যা, ইদের চাদ
সর্ব রঙ্গে রাঙ্গিয়ে থাক।
জানাই তোমায়“ঈদ মোবারাক”
২৮. রাত পেরুলে ঈদ
সরাও চোখের নিঁদ
খুশির ছটা ধারণ করে
দূর করো জিদ।
২৯. ঈদ ভাসিয়ে দিক সকল দুঃখ
বাড়িয়ে দিক আলোর ছটা
৩০. ইদের দিনে দিলাম দাওয়াত
আসবে কিন্তু সকলে
সকাল সকাল সেমােই খাবো
আমরা সকলে

31. ঈদ্-অল-ফিতর আনিয়াছে তাই নব বিধান,
ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা করিবে দান,
ক্ষুধার অন্ন হোক তোমার!
ভোগের পিয়ালা উপচায়ে পড়ে তব হাতে,
তৃষ্ণাতুরের হিসসা আছে ও পিয়ালাতে,
দিয়া ভোগ কর, বীর, দেদার।
৩২. বাঁকা চাঁদের হাসিতে
শিশুরা খুশিতে
হাতে মেহেদি লাগিয়ে
ঈদ মোবারক এর শুভেচ্ছা জানিয়ে
আনন্দে নাচিছে
৩৩. পথে পথে আজ হাঁকিব, বন্ধু,
ঈদ-মোবারক! আসসালাম!
ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!
বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ।
আমার দানের অনুরাগে-রাঙা ঈদগা’ রে!
সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে—
দেহ নয়, দিল হবে শহীদ।
34. ঈদের আনন্দে ঘুচে যাক সকল বেদনা
পৃথিবী খুঁজে পাওয়া নতুন ঠিকানা
ঈদ মোবারক
আশা করি আপনারা খুব ভালোভাবে ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২ অর্থাৎ ঈদের শুভেচ্ছা জানিয়ে এই পোস্ট করতে পেরেছেন। এই পোষ্টের মাধ্যমে আপনারা ঈদ মোবারক 2022 কে বরণ করে নিয়েছেন। আমাদের জানাতে পারেন আপনার যে কোন মন্তব্য। ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। পৃথিবী খুঁজে পাক আসল ঠিকানা। বন্ধ হোক হানাহানি, চলে যাক অশান্তি।