আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ-অনুচ্ছেদ আমার প্রিয় শিক্ষক

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:

  • অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
  • অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে
  • অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত
  • অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ

সকল শিক্ষক সম্মানের এবং শ্রদ্ধার অধিকারী। তবে মানুষের জীবনে এমন কিছু শিক্ষক থাকে, যারা বিশেষ স্থান দখল করে নেয়। আমরা তাদের বলি প্রিয় শিক্ষক। আমার জীবনে এমন একজন প্রিয় শিক্ষক রয়েছে। তার নাম আব্বাস স্যার। মূলত তিনি তাঁর আদর্শ এবং শেখানোর প্রকাশভঙ্গির মাধ্যমে আমার হৃদয় স্থান করে নিয়েছিলেন। তাঁর আদর্শ চরিত্র, কথা বলার ভঙ্গি, শিক্ষাদান পদ্ধতি এবং হৃদয়ের উষ্ণতা আমাকে বিমোহিত করে। আমি ভুল করলেও তিনি সহানুভুতির মাধ্যমে আমার ভুল সংশোধন করে দিতেন। তিনি অতি উচ্চ ডিগ্রিধারী হয়েও শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি আমাদের মধ্যে সঠিক মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চেয়েছেন। আমার দেখা শিক্ষকদের মধ্যে তিনি কঠোর পরিশ্রমী। তিনি সবাইকে পড়া বোঝাতে সর্বোচ্চ চেষ্টা করেন। ক্লাসে যদি কেউ না বুঝে তাহলে অতিরিক্ত সময় দিয়ে তাকে বোঝানো হয়। তিনি নানা বিষয়ে পারদর্শী ছিলেন। তার শিক্ষাদান পদ্ধতি ছিল বিজ্ঞানসম্মতভাবে। কোমলতার মাধ্যমে তিনি আমাদের মন জয় করে নিয়েছিলেন। তার ক্লাসে স্বভাবতই সবার আগ্রহ বেড়ে যেত। তিনি শুধু আমার শিক্ষক নন আমার অকৃত্রিম বন্ধু এবং জীবন গড়ার কারিগর।

শৃঙ্খলা বোধ অনুচ্ছেদ

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ

বই পড়া অনুচ্ছেদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ

শীতের সকাল অনুচ্ছেদ

বিজয় দিবস অনুচ্ছেদ

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ পড়েছ। আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।

Leave a Comment