আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অনুচ্ছেদ সম্পর্কে জানব তা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব অনুচ্ছেদ আমাদের অনেক উপকার করবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ টি পড়ার সাথে সাথে আপনারা এটা জেনেও উপকৃত হবেন যে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল দেই। বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। যেমন ওয়েব ডিজাইন কোর্স, ব্লগিং কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণির কোর্স, আইসিটি কোর্স ইত্যাদি। তাই আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:
- অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে।
- অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি। তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে।
- অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত।
- অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ
যদি কোন মাতৃভাষা আন্তর্জাতিক ভাবে পালিত হয় তখন আমরা তাকে বলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা মানুষের অধিকার। মানুষের আবেগ। প্রত্যেক মানুষের রয়েছে নিজ ভাষায় কথা বলা এবং মনের ভাব প্রকাশের অধিকার। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মানুষের ভাষা ছিল তখন উর্দু। কিন্তু পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠতা হলেও বাংলা ভাষাকে তাদের মাতৃভাষা হিসেবে সমর্থন দেয়া হয়নি। তাই বাংলার দুঃসাহসিক তরুণ, ছাত্র, বৃদ্ধ তাদের মাতৃভাষাকে রক্ষার জন্য বিক্ষোভে ফেটে পড়ে।1952 সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দেয় সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। এজন্য আমরা প্রতি বছর 21 ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তবে একুশে ফেব্রুয়ারি এখন শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। 1999 সালের 17 ই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ইউনেস্কোর এই ঘোষণার পর 2001 সালের 21 ফেব্রুয়ারি তে বিশ্বব্যাপী প্রথম পালিত হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অনেক। ভাষা একটি দেশের সংস্কৃতির ধারক ও বাহক। সংস্কৃতি রক্ষায় ভাষা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই আমাদের সকলের উচিত নিজ ভাষাকে সম্মান করা। ভাষার উন্নয়নে কাজ করা। তাহলে আন্তর্জাতিকভাবে বাংলা ভাষা আরো এগিয়ে যাবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ পড়েছ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ সম্পর্কে যেকোনো মন্তব্য আমাদের জানাতে পারো। তোমরা কোন ধরনের অনুচ্ছেদ পেতে চাও তা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের মন্তব্য এর রিপ্লে দেওয়ার।