অনুচ্ছেদ সততা: আজকে আমরা জানবো অনুচ্ছেদ সততা। সততা অনুচ্ছেদ আমাদের জীবনে প্রভাব ফেলবে। সততার মূল্য অপরিসীম। আশা করি অনুচ্ছেদ সততা পড়লে আপনারা সততার গুরুত্ব বুঝতে পারবেন।

অনুচ্ছেদ সততা এর পাশাপাশি একটি কথা। আপনারা অনেকেই জানেন আমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন কোর্স দিয়ে থাকি। যেমন সি প্রোগ্রামিং কোর্স, নবম-দশম শ্রেণীর বিভিন্ন কোর্স, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স সহ আরো অনেক। তাই আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে গদ্যের ক্ষুদ্রাংশ। একটি গদ্য অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। আবার একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয়। অনেক অনুচ্ছেদ মিলিয়ে তৈরি হয় গদ্য, প্রবন্ধ, গল্প ইত্যাদি। অনুচ্ছেদ এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন তা হচ্ছে:
- অনুচ্ছেদে সবসময় একটি বিষয় থাকবে অর্থাৎ নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে টপিকস নিয়ে
- অনুচ্ছেদ এর জন্য আদর্শ বাক্য হচ্ছে 10 থেকে 15 টি ।
- তবে অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে ।
- অনুচ্ছেদের প্রথম বাক্যে মূলভাব বা বিষয়ের উল্লেখ করা উচিত।
অনুচ্ছেদের শেষ বাক্যে বিষয়ের সমাপ্তি করা উচিত।
অনুচ্ছেদ সততা
মানব জীবনের যে সমস্ত গুণ মানব চরিত্র কে মহামান্বিত করে, তার মধ্যে অন্যতম হলো সততা। এই মহাবিশ্ব সত্যের ওপর দন্ডায়মান। সততা এর বলে মানুষ নিজের পরিচয় এবং চরিত্রকে ফুটিয়ে তোলে। মানবচরিত্রের ভালো গুণাবলীর সমষ্টি হচ্ছে সততা। মূলত অন্যায় ও অবৈধ কাজ, দুর্নীতি ইত্যাদি পরিত্যাগ করে ন্যায় ও সত্যের পথে জীবন পরিচালিত করার নাম সততা। সততা হলো আলো। আর সততা বা সত্য এর বিপরীত হচ্ছে অন্ধকার। যে জাতি সততার উপর দন্ডায়মান সেই জাতি দুর্নীতিমুক্ত। সততা এর গুণে মানুষ দুর্নীতি থেকে বেঁচে থাকে। এর ফলে দুর্নীতিমুক্ত হয় সেই সমাজ। এজন্য পৃথিবীতে যে জাতি যত উন্নত সেই জাতি তত সৎ। অপরদিকে সততার অভাব সমাজে দুর্নীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি বেড়ে যায়। অসৎ ব্যক্তি যেকোনো উপায়ে নিজের সুবিধার কথা চিন্তা করে। এর ফলে সে নিজের জন্য অন্যের ক্ষতি করে। এভাবে সমাজে বেড়ে যায় অসামাজিক কাজ। সমাজকে কলুষিত না করতে চাইলে সবাইকে হবে সৎ থাকতে হবে। এজন্য পাঠ্যপুস্তক, বিভিন্ন গণমাধ্যম ইত্যাদিতে সততার গুরুত্ব এর উপর প্রতিবেদন থাকতে হবে। নশ্বর এই পৃথিবীতে আমাদের জীবন ক্ষণস্থায়ী। তাই অসৎ জীবনকে ত্যাগ করে সৎ ভাবে বেঁচে থাকাই কাম্য। আমাদের সততার মূল্য দিতে হবে। যারা সৎ তাদের সততা সততার আলো নিজের জীবনে প্রতিফলিত করতে হবে।
অনুচ্ছেদ সততা পড়ার পাশাপাশি আরও কিছু অনুচ্ছেদ পড়ুন:
ডিজিটাল বাংলাদেশ রচনা – ডিজিটাল বাংলাদেশ
আশা করি আপনারা অনুচ্ছেদ সততা পড়েছেন এবং বুঝেছেন। মূলত সততার মূল্য টাকা বা অন্য কোন উপায়ে দেওয়া সম্ভব নয়। এটি একটি মানব গুন। যে গুণের কারণে একটি মানুষ অন্যান্য মানুষের চেয়ে এগিয়ে থাকে নৈতিক এবং মানবীয় গুণাবলীর ক্ষেত্রে। অনুচ্ছেদ সততা আমাদের জীবনকে সততার আঙ্গিকে রাঙিয়ে তুলুক।