অনলাইন জব করার সেরা ১৫ টি উপায় জেনে নিন-অনলাইন ইনকাম

অনলাইন জব: আমরা এখন তেমনই পৃথিবীতে বসবাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তথ্য প্রযুক্তির কল্যাণে এখন মানুষ অনলাইনে ইনকাম করছে যাকে বলা হয় অনলাইন জব। অনলাইনে জব করার অনেক উপকারিতা রয়েছে।

যেমন, আপনি বাসায় বসে অনলাইনে ইনকাম করতে পারছেন। কিন্তু এর বিপরীতে প্রতারণার সুযোগ ও কম নয়। তাই অনলাইনে জব করার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। যেন আপনি প্রতারণার শিকার না হন। আজ আমরা কথা বলবো কিভাবে আপনি অনলাইন জগতে বিচরণ করে অনলাইন জব করতে পারেন।

অনেক ধরনের অনলাইন প্লাটফর্ম ওয়েবসাইট কিংবা অনলাইন রিসোর্স থেকে আপনারা অনলাইন জব করতে পারেন। অনলাইন জব করে আপনি স্বনির্ভর হতে পারেন। প্রথমে আমরা জানবো অনলাইন জব কি?

অনলাইন জব
অনলাইন জব

অনলাইন জব কি?

তথ্যপ্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার বা অন্যান্য ডিভাইস এর মাধ্যমে দেশ-বিদেশের কোম্পানি বা কোন ব্যক্তির কাজ করার মাধ্যমে অনলাইনে আয় করার প্রক্রিয়াকে বলা হয় অনলাইন জব। বর্তমানে বিভিন্ন ধরনের অনলাইন প্লাটফর্ম গড়ে উঠেছে।। আমরা বিভিন্ন অফিসে যেমন জব করি তেমনি অনলাইন বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে পারি। আমরা অনেক বেশিই প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ায় অনলাইনে বিভিন্ন ধরনের জব এর দ্বার উন্মুক্ত হচ্ছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। অনলাইন জব এর সবচেয়ে বড় সুবিধা হল, ঘরে বসে নিজের ইচ্ছামত সময় জব করা যায়। নেই কোনো ধরাবাধা নিয়ম। এজন্য অনেকেই চাকরি ছেড়ে অনলাইন জবের দিকে ধাবিত হচ্ছে।

আজ আমরা অনলাইনে আয় সম্পর্কিত কি কি সব জানতে পারি চলুন দেখে নিই।

  • বাংলাদেশ থেকে কি অনলাইনে জব করা যায়?
  • অনলাইনে কিভাবে জব করব?
  • বাংলাদেশি অনলাইন জব কম্পানি কোনগুলো?
  • ঘরে বসে কি অনলাইনে জব করা সম্ভব?
  • মোবাইল এর মাধ্যমে অনলাইন জব বা অনলাইন ইনকাম সম্ভব?

উপরে উল্লেখিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এই পোস্টে দিয়ে থাকব। তাই প্রত্যেকটি উত্তর পেতে আমাদের পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ুন।

অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে, অনলাইন থেকে ইনকাম বা জব করার জন্য কি প্রয়োজন?

  • একটি কম্পিউটার। কিছু অনলাইন জব মোবাইল দিয়ে করা যায় কিন্তু কম্পিউটারে অনলাইন ইনকাম খুব দ্রুত এবং ভালভাবে করা সম্ভব। ইন্টারনেট এক্সেস
  • বেসিক কম্পিউটার ধারনা
  • ইংরেজি জ্ঞান থাকলে খুব ভালো
  • কমিউনিকেশন দক্ষতা
  • এছাড়া কিছু ছোটখাটো টেকনিক

অনলাইন জগতে আপনি যত দক্ষ হবেন, আপনার কাছে তত বেশি কাজ আসবে এবং আপনি অনলাইন থেকে বেশি ইনকাম করতে পারবেন। অনেকেই আছে কাজ না জেনেই অথবা অল্প জেনে ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদি ওয়েবসাইটে একাউন্ট করে থাকে এবং জবের জন্য চেষ্টা করে। কিন্তু একপর্যায়ে তারা হতাশ হয়। এজন্য আমাদের আমাদের নির্দেশনা থাকবে আপনারা আপনাদের ফিল্ডে দক্ষ হন ও অনলাইন থেকে আয় করুন।

অনলাইন জব মোবাইল:

তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবী ছোট হতে আছে। অর্থাৎ সবকিছুই নিকট থেকে নিকটতর হচ্ছে। পূর্বে যে কম্পিউটার ব্যবহার করা হত তা মূলত একটি ঘরের সমান ছিল। তারপর ধীরে ধীরে এল বর্তমানকালের ডেক্সটপ, ল্যাপটপ। আর এখন মোবাইল। মোবাইল খুবই সহজলভ্য এবং খুব সহজে ব্যবহার করা যায়। যেকোনো সময়ে আপনি ব্যবহার করতে পারবেন। এজন্য আমরা অনলাইনে যে বিষয় নিয়ে অনেক বেশি সার্চ করি তা হচ্ছে অনলাইন জব মোবাইল করা কি সম্ভব? অর্থাৎ মোবাইলের মাধ্যমে অনলাইনে জবের মাধ্যমে ইনকাম সম্ভব কিনা।

মোবাইল এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম সম্ভব কিনা এই প্রশ্নটিই অনেক বেশি করা হয়ে থাকে। এর উত্তর হচ্ছে সম্ভব। মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে আয় করা সম্ভব। কিন্তু মোবাইল এর মাধ্যমে সব ফিচার আপনি ভালোমতো ব্যবহার করতে পারবেন না। আপনি ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে যে কাজটি খুব সহজে করতে পারবেন, মোবাইল এর মাধ্যমে সেই কাজটি করতে আপনার অনেক সময় এবং কষ্ট হবে। তাই মোবাইল এর মাধ্যমে অনলাইন থেকে আয় সম্ভব হলেও আমরা সাজেস্ট করি কম্পিউটার।

অনলাইন জব মোবাইল এর মাধ্যমে যে কাজগুলো করা সম্ভব সেগুলো এক নজরে পড়ার জন্য ভিজিট করুন এখানে:

কিভাবে ঘরে বসে মোবাইলে আয় করবো? অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২১

অনলাইন জব কি আমরা জেনে নিলাম। এখন যে প্রশ্নটি সবার মনে থাকে তা হচ্ছে, অনলাইন থেকে জব করার উপায় কি? আমরা ১৫ টি উপায় আপনাদের বলবো যার মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন জব করে অনলাইন থেকে ইনকাম করে স্বনির্ভর হতে পারেন।

অনলাইন জব ফ্রীলান্সিং:

একটু আগে আমরা বলেছিলাম অনলাইন জব কি? ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা ও ঠিক একই রকম। অনলাইনে আয় করার ক্ষেত্রে ফ্রীলান্সিং সবচেয়ে জনপ্রিয় উপায়। ফ্রিল্যান্সিং থেকে আয় করার জন্য রয়েছে নানা ওয়েবসাইট। সেসব ওয়েবসাইটে আপনাকে একাউন্ট খুলতে হবে। আপনার দক্ষতা অনুযায়ী জবের জন্য সেখানে আবেদন করতে হয়। আপনি কি কাজ করেন তার বিবরণ দিতে হয় এবং যদি আপনার কোনো ভালো প্রজেক্ট থাকে তাহলে সেগুলো যুক্ত করতে পারেন। এতে আপনার অনলাইনে জব পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। ফ্রিল্যান্সিং করে আপনি ঘন্টায় 5 থেকে 100 ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আপনার কাজের উপর আপনার বায়ার আপনাকে রেটিং দিতে পারে। সে যদি ভাল রেটিং দেয় তাহলে আপনার প্রোফাইল আরো জব পাওয়ার জন্য উপযুক্ত হবে। এমন কিছু অনলাইন জব এর ওয়েবসাইট হচ্ছে-

ফাইবার, ফ্রিল্যান্সার ডটকম, আপওয়ার্ক ইত্যাদি।

অনলাইন জব করার উপায় লেখাটি ভিডিও আকারে দেখুন:

অনলাইন জব করার উপায়

অনলাইন কনটেন্ট রাইটিং জব:

অনলাইন কনটেন্ট রাইটিং জব

কনটেন্ট রাইটিং অন্য আরেকটি খুব ভাল মাধ্যম যার মাধ্যমে অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব। বলতে গেলে, মোবাইল দিয়ে ইনকাম করার একটি প্রধান উপায় হচ্ছে কনটেন্ট রাইটিং। আমরা অনেকেই আছি যারা লেখালেখি করতে খুব ভালোবাসি। অনেকেই আবার একাধিক ভাষায় সুন্দর ভাবে লিখতে পারেন। যারা এমনটা পারে তাদের জন্য কাজের অভাব হয় না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যেমন ফেসবুক, টুইটার কিংবা অন্য কোনো মাধ্যমে লেখালেখি করি। যা আমাদের অনেকের শখ। আমরা ইচ্ছা করলে শখকে কে অনলাইন জব এর মাধ্যমে উপার্জনের একটি মাধ্যম তৈরি করতে পারি। কিছু কৌশল অবলম্বন করলে আপনি খুব সহজেই আর্টিকেল রাইটিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এজন্য আপনাকে এসইও সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা পরবর্তীতে জানবো এসইও কি এবং কিভাবে কাজ করে। আপনি শুধুমাত্র এসইও এর কাজ করে অনলাইন জব করে আয় করতে পারেন। বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এবং ওয়েবসাইটে আপনি লেখালেখির কাজ করে অনলাইনে আয় করতে পারেন। এখানে মূলত আপনার আর্টিকেল লেখা কতটা ভালো হচ্ছে তার উপর নির্ভর করে ইনকাম দেওয়া হয়। বায়ার আপনাকে নির্দিষ্ট কিছু টপিক দিবে। সে টপিকস এর উপর আপনাকে লিখতে হবে। কিন্তু এখানে অবশ্যই আপনার এসইও জানা থাকতে হবে। এছাড়া আপনি যদি আপনার লেখার দক্ষতা বাড়াতে পারেন তাহলে, কনটেন্ট রাইটিং করে অনলাইন থেকে যথেষ্ট পরিমাণ অনলাইন ইনকাম সম্ভব। এছাড়া প্রত্যেকটি দেশে সংবাদপত্র থেকে থাকে। সংবাদপত্রে বিভিন্ন ক্যাটাগরি থাকে। আপনি যদি একটি বিষয়ে ভালো লিখতে পারেন যেমন হতে পারে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদন ইত্যাদি তাহলে আপনি সেখানে কনটেন্ট রাইটার হিসেবে নিয়োগ পেতে পারেন। হতে পারে অনলাইন অথবা অফলাইন। কারণ এখন প্রত্যেকটি সংবাদপত্রের অনলাইন ভার্সন রয়েছে। সুতরাং কনটেন্ট রাইটিং হতে পারে আপনার অনলাইন জব এর অন্যতম মাধ্যম।

কনটেন্ট রাইটিং সম্পর্কে বিস্তারিত জানতে অর্থাৎ কনটেন্ট রাইটিং টিপস, কনটেন্ট রাইটিং কোথায় করব, কনটেন্ট রাইটার হিসেবে আমার কাজ, কনটেন্ট রাইটার এর মাধ্যমে অনলাইনে ইনকাম ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা নিতে ভিজিট করুন এখানে: কন্টাক্ট রাইটিং টিপস

ওয়েব ডিজাইন অনলাইন জব:

বর্তমান বিশ্বের ওয়েবসাইটের চাহিদা দিন দিন বেড়েই চলছে। একটি ওয়েবসাইটের দুইটা জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে কোডিং এবং অপরটি হচ্ছে ডিজাইন। একটি ওয়েবসাইট কেমন হবে তা ডিজাইন দেখেই বলে দেয়া যায়। সুতরাং ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। তাই ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র প্রচুর। আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে আপনার দক্ষতা অনুযায়ী ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে জব পেতে পারেন। অর্থাৎ ওয়েব ডিজাইনের মাধ্যমে আপনি অনলাইন জব বা ভালো পরিমাণ অনলাইনে ইনকাম করতে পারেন।

আমি এখন যেখানে লিখছি এবং আপনারা যে মাধ্যমে লেখাটা পড়ছেন তা কিন্তু ওয়েবসাইট। আপনি লক্ষ করলে দেখবেন ওয়েবসাইটে ডিজাইন থাকে। যে ওয়েবসাইট এর ডিজাইন যত ভালো সে ওয়েবসাইট ভিজিট করতে মানুষ বেশি পছন্দ করে। একজন ব্যক্তি একই সাথে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভলপার হতে পারে না। হ্যা হতে পারে কিন্তু সংখ্যাটা কম। ওয়েব ডিজাইন এর চাহিদা ওয়েবসাইট বৃদ্ধির সাথে সাথে বেড়েই চলছে। একজন ওয়েব ডিজাইনার কখনো ফাকা হাতে বসে থাকে না। কারণ তার কোন না কোন কাজ থাকে। আর আপনারা ওয়েব ডিজাইন শিখে অনলাইন জব এর মাধ্যমে অনলাইন ইনকাম শুরু করতে পারেন। অনলাইন জব করার জন্য ওয়েব ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্টে: ওয়েব ডিজাইন: কিভাবে ওয়েব ডিজাইনার হওয়া যায় সম্পূর্ণ গাইড লাইন

ওয়েব ডিজাইন করে আয়
ওয়েব ডিজাইন অনলাইন জব

আপনি জেনে অবাক হবেন যে, বর্তমানে স্কুল কলেজের ছেলে মেয়েরা ওয়েব ডিজাইন শিখে স্বাবলম্বী হচ্ছে। তাহলে আপনি কেন ওয়েব ডিজাইন শেখার মাধ্যমে অনলাইন জব করে অনলাইনে আয় করবেন না?

অনলাইনে টাইপিং জব:

অনলাইনে টাইপিং করে আপনি ভালো পরিমাণ অনলাইন ইনকাম করতে পারেন। অনলাইন টাইপিং দুইভাবে হতে পারে, একটি হচ্ছে কনটেন্ট রাইটিং অপরটি হচ্ছে বায়ার আপনাকে একটি লেখা দিবে, সেটি আপনি তাকে লিখে দিবেন। মূলত বায়ারদের এত পরিমান সময় থাকেনা যে তারা টাইপ করবে অথবা তারা টাইপের দুর্বল হতেও পারেন। এজন্য তারা এই কাজগুলো অন্যদের দিয়ে থাকে। আপনার যদি টাইপিং স্পিড খুব ভালো হয় তাহলে আপনি খুব সহজেই এই কাজগুলো পেতে পারেন এবং অনলাইন জবে নিজেকে যুক্ত করতে পারেন।

বিশেষ করে নিউজ পোর্টাল গুলো তাদের নিউজের জন্য প্রচুর পরিমাণ কনটেন্ট এর প্রয়োজন হয়। এই কনটেন্টগুলো তারা অন্যদের থেকে লেখিয়ে নেয়। এক্ষেত্রে একটি সুবিধা রয়েছে যদি আপনি ভাল কনটেন্ট লিখতে পারেন, তাহলে সেখানে আপনার অফলাইনে কাজের সুযোগ হয়ে যেতে পারে। অনলাইনে টাইপিং করে আপনি দিনে প্রায় 1000 বা তারও বেশি টাকা ইনকাম করতে পারেন।

 টাইপিং জব
অনলাইন টাইপিং job

কোথায় পাবেন অনলাইন টাইপিং জব?

টাইপিং জব পেতে হলে আপনাকে অনলাইনে একটু ঘাটাঘাটি করতে হবে। বিভিন্ন জনপ্রিয় নিউজ পোর্টালে খোঁজখবর রাখতে হবে। এছাড়া বিভিন্ন মার্কেটপ্লেস তো রয়েছেই। যেমন ফাইবারে আপনি অনলাইন টাইপিং জব এর উপর গিগ তৈরি করতে পারেন এবং আপনি সেখান থেকে কাজের অফার পেতে পারেন। এভাবে শুরু হতে পারে আপনার অনলাইন ইনকাম বা অনলাইন জব এর জগৎ।

অনলাইন টিউটর জব:

আমি ধরে নিচ্ছি এখানে আপনারা অনেকেই ছাত্রজীবনে রয়েছেন। কারন আমি এখন যে পোস্টটি আপনাদের জন্য লিখছি এ ধরনের পোস্ট মূলত ছাত্ররাই বেশি পড়ে থাকে। যদি আপনি আপনার ছাত্রজীবনে টিউশনি করিয়া থাকেন বা করাচ্ছেন তাহলে অনলাইন কিন্তু আপনার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম। বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণে লেখাপড়া বিষয়ক জব পাওয়া যায়। অনলাইনে আপনি স্টুডেন্ট পড়িয়ে ভালো পরিমাণ অনলাইন আয় সহজেই করতে পারেন। আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আপনি অনলাইনে টিউটর হিসেবে শিক্ষা দিতে পারেন। এছাড়া আপনি জেনে খুশি হবেন যে, অনলাইনে বর্তমানে টিউটরদের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। এখানে আপনি সকল বয়সের শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারবেন। এছাড়া আপনি যদি ইংরেজি ভাষায় দক্ষ হন এবং ইংরেজি বলতে পারেন তাহলে আপনি অন্যদেশের স্টুডেন্ট পড়াতে পারেন। দক্ষতা বাড়াতে পারলে আপনার অনলাইন টিউটরিং করে অনলাইন থেকে আয় করতে কোন সমস্যাই হবে না।

অনলাইন ব্লগ:

অনলাইন ব্লগিং আয়
অনলাইন ব্লগিং জব

ব্লগিং করে ঘরে বসে অনলাইন জব করা সম্ভব এবং ব্লগিং করে অনলাইন থেকে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। অনলাইন জব বড় বড় কোম্পানিগুলো ব্লগিং এর জন্য রাইটার নিয়ে থাকে। আর আপনি যদি নিজেই লিখতে পছন্দ করেন তাহলে নিজে একটি ব্লগ সাইট খুলতে পারেন। ব্লগিং করে ইন্টারনেট থেকে ইনকাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী, গৃহিণী এবং বিশেষ করে মেয়েরা ব্লগিং-এর যুক্ত হচ্ছে।অর্থাৎ মেয়েদের জন্য অনলাইন জব এর ক্ষেত্রে ব্লগিং ভূমিকা রাখছে।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

বাংলায় ব্লগ করে অনেকেই 10 হাজার থেকে 40 হাজার পর্যন্ত অনলাইন থেকে ইনকাম করছে। কেউ কেউ এর চেয়ে বেশি ইনকাম করছে। আর যদি আপনি ইংরেজিতে পারদর্শী হয় তাহলে ইনকাম এর পরিমান অনেক বাড়ানো সম্ভব। যেমন-৬ ডিজিট।

কিভাবে ব্লগিং করতে হয়?

ব্লগিং শুরু করার আগে প্রথমে আপনাকে একটি টপিকস সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনাকে এসইও জানতে হবে। তাহলে আপনার পোস্টগুলো র্যাংক করবে। আমার মতে, যারা এসইও পারে তাদের ব্লগিং করা উচিত। কারণ ব্লগিং করে ভালো পরিমাণ আয় করা সম্ভব। এছাড়াও বাংলা ব্লগিং সাইট রয়েছে যেখানে আপনি লেখালেখির মাধ্যমে আয় করতে পারবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম। অনেকেই করছে। কিন্তু কম্পিউটার হলে আপনার জন্য সেটি খুব ভালো হবে।

অনলাইন সার্ভে জব:

যারা অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য অনলাইন সার্ভে জব পারফেক্ট। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন আমরা বারবার মোবাইল দিয়ে ইনকাম এর কথা বলছি? কারণ সকলের স্মার্টফোন রয়েছে। কিন্তু সকলের কম্পিউটার নেই। আবার প্রায় সকলেই অনলাইন থেকে আয় করতে চায়। তাই মূলত তারা অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম করতে চায়। এজন্য আমরা অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম এর কথা বলছি।

অনলাইন সার্ভে জব করে খুব সহজেই অনলাইন থেকে 8 থেকে 10 হাজার পর্যন্ত ইনকাম করা সম্ভব। কোন কোম্পানি তাদের প্রোডাক্ট বাজারে আনতে অবশ্যই বাজার চাহিদা সম্পর্কে জানতে চাইবে। আপনি বা আমি কেউই ফ্রিতে আমাদের অভিজ্ঞতা শেয়ার করিনা। তাই ওই সব কোম্পানি আপনাদের টাকা দিবে বিনিময়ে আপনারা তথ্য দিবেন। এখন কথা হচ্ছে অনলাইনে কিভাবে তথ্য নিবেন? বর্তমানে সবকিছুই অনলাইন ভিত্তিক। মানুষ এখন সময় পেলেই অনলাইন জগতে চলে যায়। তাই খুব সহজেই বিভিন্ন সোশ্যাল মাধ্যম সহ অন্যান্য উপায়ে আপনারা অনলাইন সার্ভে জব করে ভালো পরিমাণ অনলাইন থেকে ইনকাম করতে পারেন।

অনলাইন জব ফটোগ্রাফি:

ফটোগ্রাফি মোবাইল দিয়ে ইনকাম এর একটি ভালো পন্থা। বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে, যেখানে মোবাইল দিয়ে তোলা ছবি দিতে হয়। সুতরাং মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম এর একটি উপায় হচ্ছে ফটোগ্রাফি। ছবি তুলতে আমরা সবাই পছন্দ করি। আমরা বিভিন্ন সময়ে শখের বসে ফটোগ্রাফি করি। আপনার শখকে যদি আপনি প্রফেশনালি নিয়ে যান তাহলেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অনলাইনে ছবি বিক্রি করার বিভিন্ন সাইট রয়েছে। যেখানে আপনি আপনার তোলা ছবি বিক্রি করে অনলাইন জব এর মাধ্যমে আয় করতে পারেন। এছাড়াও বিভিন্ন ফটো কনটেস্টে আপনি অংশগ্রহণ করতে। পারেন। এছাড়া মোবাইলে বিভিন্ন অ্যাপ রয়েছে, যেখানে আপনি আপনার তোলা ছবি বিক্রি করতে পারবেন। কিছু জনপ্রিয় সাইট হচ্ছে- Shutterstock, adobestock, istock.

অনলাইন সোশ্যাল মিডিয়া ম্যানেজার জব:

আমরা অনেক সময় ব্যয় করি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আপনি একটু চেষ্টা করলেই সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন থেকে ভালো পরিমাণ আয় করতে পারেন। আপনার যদি কোন ফেসবুক পেজ থাকে, যেখানে অনেক ফলোয়ার আছে সেক্ষেত্রে আপনি এই পেজটাকে আপনার অনলাইন ইনকামের সোর্স বানিয়ে ফেলতে পারেন। এছাড়াও ফেসবুকে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় এজন্য বিভিন্ন কোম্পানি লোক হায়ার করে। এখানেও আপনি কাজ করার সুযোগ পাবেন। তেমনি বর্তমানে ইনস্টাগ্রাম থেকেও অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। অর্থাৎ আপনি যে সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছেন ওই একই সময়ে যদি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান, তাহলে সোশ্যাল মিডিয়া হয়ে যাবে আপনার অনলাইন জব এর একটি মাধ্যম। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং হিসেবেও আপনি কাজ করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ অনলাইন জব পাবেন। যদি আপনি দেশীয় কোম্পানির মাধ্যমে জব করেন তাহলে অনলাইন জব বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

অনলাইন ইনকাম ট্রানস্ক্রিপশন:

ট্রানস্ক্রিপশন হচ্ছে কোন অডিও ফাইলকে টেক্সট ফাইলে রূপান্তরিত করা। আপনাকে একটি অডিও ফাইল দেয়া হবে। আপনি অডিও ফাইলকে সেই ভাষাতে টেক্সট এ রূপান্তরিত করবেন। মূলত ট্রানস্ক্রিপশন বিভিন্ন ভিডিওর সাবটাইটেল এ বেশি ব্যবহৃত হয়। তবে এই কাজে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। অর্থাৎ ট্রানস্ক্রিপশন হতে পারে আপনার অনলাইন জগতের প্রথম জব এবং প্রথম অনলাইন ইনকাম।

অনলাইন ডাটা এন্ট্রি জব:

যদি আপনি টাইপিং খুব ভালো পারেন, তাহলে অনলাইন ডাটা এন্ট্রি জব আপনার জন্য। আপনি খুব সহজে মার্কেটপ্লেসগুলোতে এই কাজ পেতে পারেন। মূলত এই কাজের চাহিদা বর্তমানে ভালো। এছাড়া বাইরের দেশগুলো ছাড়াও নিজের দেশেও ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। এক্ষেত্রে অনলাইন জব বিকাশে পেমেন্ট নেওয়া সম্ভব।

অনলাইন virtual assistant work (ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট):

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বর্তমানে অনলাইন জগতে উদীয়মান অনলাইন জব। আমাদের সকল কাজ অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে এবং আমরা অনলাইনের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি। তাই দিনে দিনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর গুরুত্ব দিন দিন বাড়ছে। একটি কোম্পানির অনেক কাজ থাকতে পারে। যেমন কোম্পানির একটি ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজ টা কে মেইনটেইন করার জন্য একজন লোক প্রয়োজন। বর্তমানে এই কাজগুলো অনলাইন থেকে করিয়ে নেওয়া হয়। এভাবে আপনি এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। এছাড়া অনেক প্রকার কাজ রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে করানো হয়।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি অনলাইনে যে কাজগুলো করতে পারেন:

  • ফোন কল ম্যানেজ করা
  • ইমেইল মেইনটেইন করা
  • কাস্টমার সার্ভিস প্রদান করা হয়
  • সিডিউল মেইনটেইন করা সহ ইত্যাদি

তবে অনলাইনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আপনার কিছু দক্ষতা থাকা প্রয়োজন। সেগুলো হচ্ছে:

  • ভালো কমিউনিকেশন স্কিল
  • ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা
  • বেসিক কম্পিউটার দক্ষতা
  • দ্রুত সিদ্ধান্ত নিতে পারা
  • যেকোনো পরিস্থিতি ম্যানেজ করা ইত্যাদি

অনলাইন এসইও এক্সপার্ট জব:

এসইও

ওয়েবসাইট এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট যুক্ত হচ্ছে গুগলে। এখন কথা হচ্ছে, কে চায় না তার ওয়েবসাইটটি প্রথম পেজের প্রথমে চলে আসুক। এজন্য প্রয়োজন এসইও। যেহেতু ওয়েব সাইটের সংখ্যা দিন দিন বাড়ছে, সুতরাং এসইও এর চাহিদাও দিন দিন বাড়ছে। এসইও করে আপনি খুব সহজে খুব ভালো পরিমাণ ইনকাম অনলাইন থেকে করতে পারেন। এসইও হতে পারে আপনার অনলাইন এবং অফলাইন জব। এছাড়া আপনি যদি ব্লগিং করতে চান তাহলেও আপনার এসইও জানতে হবে। কারণ আপনি চাইবেন আপনার পোস্ট যেন সবচেয়ে আগে আসে। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হতে পারলে আপনার অনলাইন জব এর অভাব হবেনা, আমি আপনাকে সিওর বলতে পারি। আপনি এসইও এর মাধ্যমে আবার বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইন জব পেতে পারেন। যেমন:

  • অনপেজ এসইও
  • অফ পেজ এসইও
  • কিওয়ার্ড রিসার্চ
  • স্পিড অপটিমাইজেশন
  • ব্যাকলিংক তৈরি ইত্যাদি

এসইও অনলাইন জব এর বড় একটি প্ল্যাটফর্ম। এসইও এক্সপার্ট হয়ে আপনি সহজেই বিভিন্ন মার্কেটপ্লেসে যেমন fiverr, GURU, freelancer com সহ বিভিন্ন মার্কেটপ্লেসে অনলাইন জব করতে পারেন।

সকল ধরনের টেকনোলজি নিউজ পাবেন এখানে

অনলাইন ডেভেলপমেন্ট কাজ:

web development অনলাইন ইনকাম

অনলাইন জব এর সবচেয়ে স্কিলফুল একটি ফিল্ড যার মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণ অনলাইন আয় করতে পারবেন। অনলাইনে বেশি পরিমাণ আয় করতে হলে বেশি পরিমাণ দক্ষ হতে হবে। ডেভলপমেন্ট সেরকম একটি ফিল্ড। ডেভলপমেন্ট জানতে কোডিং হলে জানতে হয়। অনলাইন থেকে আপনি অনেক রিসার্চ পাবেন যার মাধ্যমে ডেভেলপমেন্ট শিখতে পারবেন। তবে ডেভেলপমেন্ট শেখার প্রধান মাধ্যম হচ্ছে বার বার প্র্যাকটিস করা। আপনি যা জানেন তা দিয়ে প্রজেক্ট করা। যদি আপনি সত্যিই ডেভলপমেন্ট ডেভলপার হয়ে যান, তাহলে আপনি যেকোনো মার্কেটপ্লেসে হাই ডিমান্ডে আয় করতে পারবেন। কোন কোন বিষয়ে আপনি ডেভলপার হতে পারেন চলুন দেখে নেই:

  • ওয়েব ডেভেলপমেন্ট
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট

অনলাইন ভিডিও এডিটিং ও এনিমেশন তৈরি জব:

আমরা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও এডিটিং করে থাকি। আমরা যদি ভালো এডিটিং পারি তাহলে খুব সহজে মার্কেটপ্লেসে জব করতে পারি। মূলত বায়ারদের এত সময় থাকেনা যে, তারা একটি ভিডিও বসে এডিটিং করবে। এজন্য তারা এই কাজগুলো অন্যদের থেকে করিয়ে নেয়। সুতরাং ভিডিও এডিটিং হতে পারে আপনার প্রথম অনলাইন জব ইনকাম। অ্যানিমেশন এর মাধ্যমে আপনি খুব সহজে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারবেন। এনিমেশন ভিডিও এর চাহিদা সব জায়গায় রয়েছে। এনিমেশন এর মাধ্যমে অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই জব করতে পারেন।

বাংলাদেশি অনলাইন কম্পানি কোনগুলো?

বাংলাদেশি কিছু ফ্রীলান্সিং সাইট রয়েছে।

যেমন: Belancer, kajkey com

কোন ধরনের অনলাইন জব গুলোতে বিকাশে পেমেন্ট নেওয়া যায়?

এই প্রশ্নটিই প্রায় সবাই করে থাকে। উপরে বাংলাদেশী আউটসোর্সিং এর যে সাইট গুলোর কথা বললাম, সেখান থেকে অনলাইন জব বিকাশ পেমেন্ট সম্ভব। অন্যদিকে যেসব কাজ আপনি দেশের বাইরের বায়ারের সাথে করবেন সে ক্ষেত্রে আপনাকে ডেবিট কার্ড এর প্রয়োজন হতে পারে। কিন্তু গুগল এডসেন্স এর ক্ষেত্রে ব্যাংক একাউন্ট হলেই চলবে। আর দেশীয় বায়ারের সাথে কাজ করলে অবশ্যই আপনি আগে জেনে নিবেন অনলাইন জব বিকাশ পেমেন্ট দিতে পারবে কিনা।

অনলাইন জব কিভাবে করব, অনলাইন জব অফার, মেয়েদের জন্য অনলাইন জব, অনলাইন জব এর বড় প্ল্যাটফর্ম, অনলাইন জব মোবাইল ইত্যাদি সম্পর্কে আপনার ধারনা পরিষ্কার হয়েছে। আমি প্রত্যেকটি কাজের ধরন বলে দিয়েছি। যারা মেয়ে আছে তারা বুঝতেই পারছেন, মেয়েদের জন্য অনলাইন জব কোনগুলো। উপরে আমি প্রায় 15 টির মত অনলাইন জব অফার এর কথা বলেছি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছামত ফিল্ড সিলেক্ট করে স্কিল ডেভেলপমেন্ট শুরু করুন।

এরপরেও যদি অনলাইন জব, অনলাইন থেকে আয় ইত্যাদি সম্পর্কে আপনাদের প্রশ্ন থেকে থাকে, আমাদের কমেন্ট করুন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব। Learning View Bd এর সাথেই থাকুন।